বরেলি, 25 জানুয়ারি: নাবালিকা ধর্ষণের সাজা ৷ 60 বছরের ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত ৷ ঘটনার 20 মাস পর মামলার রায় দিল আদালত ৷
জানা গিয়েছে, 60 বছর বয়সি অভিযুক্ত বুন্দন মানসিক প্রতিবন্ধী মেয়েটিকে টাকার প্রলোভন দেখিয়ে কয়েকমাস ধরে ধর্ষণ করত ৷ বরেলির ইজ্জতনগর থানা এলাকার ঘটনা ৷ যা প্রকাশ্যে আসে 4 মে 2022-এ ৷
একটি দলিত পরিবারের 13 বছরের নাবালিকা 2022 সালের মে মাসে পেটে ব্যথার কথা জানালে পরিবার তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় । পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক মেয়েটির অবস্থার কথা জানালে হতবাক হয়ে যায় নাবালিকার পরিবার । চিকিৎসক জানান, নাবালিকা 28 সপ্তাহের গর্ভবতী ৷ এরপর মেয়েটিকে ধর্ষণের বিষয়টি জানতে পারে পরিবার ।
মেয়েটির পরিবার সেই গ্রামেরই বাসিন্দা 60 বছর বয়সি বুন্দনের বিরুদ্ধে 4 মে 2022-এ বরেলির ইজ্জতনগর থানায় পকসো আইন এবং এসসি এসটি আইনের ধারায় মামলা দায়ের করে ৷ তাদের অভিযোগ ছিল, বুন্দন তাদের মানসিক প্রতিবন্ধী মেয়েকে প্রলোভন দিয়ে নদীর তীরে নিয়ে গিয়ে কয়েকমাস ধরে ধর্ষণ করত । মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি জানা যায় । এরপর পুলিশ অভিযুক্ত বুন্দনের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় । এরপর থেকে বিষয়টি আদালতে বিচারাধীন ছিল । তারই রায়ে বুন্দনের যাবজ্জীবন কারাদণ্ড হল প্রায় 20 মাস পর ৷
অতিরিক্ত জেলা এবং সরকারি অ্যাডভোকেট (পকসো আইন) সোনি মালিক বলেন যে, 4 জুন 2022-এ একটি 13 বছরের মেয়েকে ধর্ষণের একটি মামলা নথিভুক্ত করা হয়েছিল ৷ যেখানে আদালত মামলাটিকে গুরুত্ব সহকারে নিয়েছিল এবং এটি শুনেছিল । আদালতে শুনানিকালে 9 জন সাক্ষী হাজির করা হয় । এরপর বুধবার বরেলির পকসো আদালত রায় দিয়ে অভিযুক্ত বন্দনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় । এছাড়াও 20 হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
আরও পড়ুন :
- গণধর্ষণে 2 দোষী সাব্যস্তের যাবজ্জীবন, পাচার মামলার আসামীকে 14 বছরের কারাদণ্ড দিল আদালত
- নেশাগ্রস্ত অবস্থায় 11 বছরের মেয়েকে ধর্ষণ, দু'বার যাবজ্জীবন কারাদণ্ড বাবার
- 9 মাসের শিশু কন্যাকে ধর্ষণ ! গুজরাতে দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা