নয়াদিল্লি, 17 ডিসেম্বর:বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ ৷ প্রতিবাদে সরব কংগ্রেসের নবনির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি ৷ সংসদের বাইরে 'বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়াও' লেখা হ্যান্ডব্যাগ কাঁধে প্রতিবাদ দেখান রাজীব তনয়া ৷ তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস দলের বাকি সাংসদরা ৷ সোমবার কাঁধে ব্যাগ কাঁধে প্যালেস্তাইনের সমর্থনে প্রতিবাদ জানিয়েছিলেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ ৷
মঙ্গলবার সংসদ ভবনের বাইরে বাংলাদেশে নির্যাতিত হিন্দু ও খ্রিস্টানদের ন্যায়বিচার দাবিতে অভিনব প্রতিবাদ জানান প্রিয়াঙ্কা গান্ধি-সহ কংগ্রেসের বাকি সাংসদরা । ক্রিম কালারের হ্যান্ডব্যাগের উপর হিন্দিতে "বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়াও" লেখা ব্যাগ কাঁধে প্রতিবাদ জানান তাঁরা ৷ পাশাপাশি, সেদেশে সংখ্যালঘুদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতি স্লোগানও দেন তাঁরা ।
বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে কংগ্রেসের প্রতিবাদ (ইটিভি ভারত)
গণঅভ্যুথানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে একাধিকবার ৷ সেই সমস্ত ঘটনার আঁচ ছড়িয়েছে ভারতেও ৷ প্রতিবাদে বিভিন্নপ্রান্তে বিক্ষোভও দেখিয়েছেন ভারতীয় নাগরিকরা ৷
উল্লেখ্য, সোমবারও সংসদের জিরো আওয়ার চলাকালীন বাংলাদেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি বঢড়া ৷ তিনি বলেন, "বাংলাদেশে সংখ্য়ালঘু হিন্দু ও খ্রিস্টানদের উপর অত্যাচারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের প্রতিবাদ করা উচিত ৷ বিষয়টি নিয়ে সেদেশের সরকারের সঙ্গে আলোচনা করা উচিত তাদের ৷ পাশাপাশি, নির্যাতিতদের পাশে দাঁড়ানো উচিত এই সরকারের ৷"
কংগ্রেসের প্রতিবাদ (এএনআই)
এর সঙ্গে দু'টি বিষয় জড়িত বলে জানান কংগ্রেসের সাধারণ সম্পাদক ৷ প্রিয়াঙ্কার কথায়, "আজ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছে ৷ কিন্তু সেদিন আমরা যে লড়াই করেছিলাম, তা মতাদর্শের জন্যই ৷ গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা থেকে শুরু করে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করাই ছিল আমাদের লড়াইয়ের আদর্শ ৷ এই আদর্শই ভারতকে মহান করেছে ৷ সেই সময় ইন্দিরাজি এই বিষয়ে সারা বিশ্বে ঘুরেছিলেন ৷ সবাইকে বলেছিলেন যে বাংলাদেশের এই অত্যাচারের মোকাবিলা করুন, এটা বন্ধ হোক ৷ কেউ আসেনি ৷ শুধু আমাদের দেশ, ইন্দিরাজি, সেনা আর দেশের জনতা পাশে ছিল ৷ আজও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে ৷ আমি এটাই বলতে চাই যে, আমাদের সরকার সরব হোক ৷ বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলুক ৷ সংখ্য়ালঘুদের নিরাপদে রাখার ব্যবস্থা করুক ৷" মঙ্গলবারও সেই একই দাবি তুললেন প্রিয়াঙ্কা গান্ধি ৷
প্রসঙ্গত, বাংলাদেশের পাশাপাশি সোমবার প্যালেস্তাইন প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেন কংগ্রেস সাংসদ ৷ এদি তাঁকে সংসদে একটি ব্যাগ নিয়ে ঘুরতে দেখা যায় ৷ ব্যাগে ইংরেজিতে লেখা রয়েছে 'প্যালেস্তাইন' ৷ ব্যাগে প্যালেস্তাইনের প্রতীক 'তরমুজের' ছবিও আঁকা রয়েছে ৷ ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে বরবারই প্যালেস্তাইনের সমর্থনে সরব হয়েছেন প্রিয়াঙ্কা ৷ এদিন, তারই নিদর্শন মেলে তাঁর ব্যাগে ৷