নয়াদিল্লি, 13 ডিসেম্বর: মণিপুর ও সম্ভলে যা হয়েছে, তা প্রধানমন্ত্রীর মনে কোনও দাগ কাটেনি ৷ এই দু'টি জায়গায় হিংসার ঘটনায় তিনি নির্বিকার ৷ তিনি এটাও বোঝেননি যে সংবিধান আরএসএসের রুলবুক নয় ৷ লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদিকে এমনই ক্ষুরধার আক্রমণ শানালেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি ৷ সংসদে এটাই ছিল তাঁর প্রথম বক্তৃতা ৷
2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফলকে কটাক্ষ করে কংগ্রেস নেত্রী দাবি করেন, লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফল ভালো না হলে, এতদিনে ভারতীয় জনতা পার্টি সংবিধান পাল্টানোর কাজ শুরু করে দিত ৷ বৃহস্পতিবার লোকসভায় সংবিধান বিষয়ে একটি বিতর্কের সূচনা হয় ৷ এতে অংশ নিয়ে বিজেপিকে কার্যত তুলোধনা করলেন দলের সাধারণ সম্পাদক ৷
1999 সালে লোকসভায় বিরোধী দলনেতা হয়েছিলেন রাজীব-পত্নি সোনিয়া গান্ধি ৷ এদিনের প্রিয়াঙ্কা যেন মায়েরই প্রতিচ্ছবি ৷ সোনিয়ার মতো নাকের ডগায় চশমা এঁটে বক্তৃতা করছিলেন রাজীব-তনয়া ৷ তৎকালীন প্রতিপক্ষ প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বা লালকৃষ্ণ আদবানিদের চোখা চোখা শব্দে আক্রমণ করতেন সোনিয়া। তা নিয়ে একবার কটাক্ষও করেছিলেন বাজপেয়ী। সোনিয়ার লেখা একটি চিঠির প্রথম অংশ পড়ে শোনাতে গিয়ে বাজপেয়ী বলেন, "সোনিয়াজি একটি মাত্র প্যারায় আমার সম্পর্কে যে কটি বিশেষণ ব্যবহার করেছেন তা থেকে স্পষ্ট ইংরেজেি ভাষায় তাঁর (সোনিয়া) সম্পূর্ণ জ্ঞানই উজাড় করে দিয়েছেন।" সিকি শতাব্দী বাদে নিজের প্রথম ভাষণেও মেয়ে যেন মায়েরই ঝলক। এদিকে বোনের এই প্রথম বক্তৃতা নিয়ে রাহুল গান্ধির প্রতিক্রিয়া, "আমার প্রথম দিনের বক্তৃতা থেকে এটা অনেক ভালো ৷"
সংসদে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধির প্রথম বক্তৃতায় উচ্ছ্বসিত দাদা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ রায়বরেলির কংগ্রেস সাংসদ বলেন, " দারুণ বলেছে ৷ আমার প্রথম দিনের বক্তৃতার থেকে ঢের ভালো ৷" 2004 সালে উত্তরপ্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রথম সাংসদ নির্বাচিত হন রাহুল গান্ধি ৷ |