পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সোনিয়ার রায়বরেলিতে প্রার্থী রাহুল, মনোনয়ন জমা দিলেন ‘যুবরাজ’ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Indian National Congress: আমেঠি এবং রায়বরেলি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস ৷ রায়বরেলি থেকে রাহুল গান্ধিকে প্রার্থী করেছে শতাব্দীপ্রাচীন দল ৷ আজ মনোনয়ন জমা দিলেন তিনি ৷

Etv Bharat
ফাইল চিত্র (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 8:17 AM IST

Updated : May 3, 2024, 2:24 PM IST

নয়াদিল্লি, 3 মে: নিজের পুরনো কেন্দ্র আমেঠি নয়, মা সোনিয়া গান্ধির রায়বরেলি থেকে রাহুল গান্ধিকে প্রার্থী করল কংগ্রেস ৷ আমেঠি থেকে প্রার্থী করা হয়েছে গান্ধি পরিবারের ‘ঘনিষ্ঠ’ কিশোরীলাল শর্মাকে ৷ আজই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৷ ফলে ওড়িশার জনসভা বাতিল করে মনোনয়ন জমা দিলেন রাহুল ৷ সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, মা সোনিয়া গান্ধি ও বোন প্রিয়াঙ্কা গান্ধি ৷

দেশজুড়ে লোকসভা নির্বাচনের দুই দফা শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ অথচ 'অতি গুরুত্বপূর্ণ' দুটি আসনে কে প্রার্থী হচ্ছেন, তা নিয়ে জাতীয় রাজনীতিতে বিস্তর জল্পনা চলছিল ৷ এই আবহে দলের মুখপাত্র জয়রাম রমেশ জানিয়েছিলেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে এই দুই আসনে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দিয়েছিল দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি । বৈঠকে পরিস্কার হয়ে গিয়েছিল, এই নির্বাচনে আমেঠি এবং রায়বরেলির ভোটার এবং দলীয় কর্মীরা শুধুমাত্র গান্ধি পরিবারের সদস্যকে চায় ৷

আমেঠি আসনে বিজেপি প্রার্থী করেছে বিদায়ী সাংসদ স্মৃতি ইরানিকে ৷ 2019 সালে তাঁর কাছে 55 হাজার ভোটে হেরে গিয়েছিলেন রাহুল ৷ অন্যদিকে, রায়বরেলি আসনে দীনেশ প্রতাপ সিংকে প্রার্থী করেছে দল ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে 1 লক্ষ 67 হাজার ভোটে তাঁকে হারিয়েছিলেন সোনিয়া গান্ধি ৷ উল্লেখ্য, দুটি আসনের জন্য মনোনয়ন জমা শুরু হয়েছে 27 এপ্রিল ৷ আজই মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৷ এই দুই আসনে ভোটগ্রহণ 20 মে ৷

2004 থেকে 2019 সালে আমেঠি আসনে প্রার্থী হন রাহুল ৷ জল্পনা ছিল, এই নির্বাচনেও আমেঠি থেকেই লড়বেন কংগ্রেসের ‘যুবরাজ’ ৷ রায়বরেলি থেকে মা সোনিয়া গান্ধির পথ অনুসরণ করে লড়তে পারেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ যদিও এদিনের ঘোষণায় পরিষ্কার, চলতি লোকসভা ভোটে লড়ছেন না প্রিয়াঙ্কা ৷ অর্থাৎ এবারেও সংসদীয় রাজনীতিতেও অভিষেক হল না সোনিয়া-তনয়ার ৷

আরও পড়ুন:

  1. ব্রিজভূষণকে ছেঁটেই ফেলল বিজেপি! কাইসারগঞ্জ থেকে টিকিট পেলেন ছেলে
  2. আদর্শ আচরণবিধি ভঙ্গের শাস্তি! চন্দ্রশেখরের উপর প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের
  3. বিজেপির আমন্ত্রণে ভোট দেখতে ভারতে আসছেন বিশ্বের 18টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা
Last Updated : May 3, 2024, 2:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details