পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রামরাজ্যে তারকার সমাগম, অমিতাভ-সচিন থেকে ক্যাটরিনার উজ্জ্বল উপস্থিতি - রামলালার প্রাণ প্রতিষ্ঠা

Celeb on Ramlala Pran Pratistha: রামলালার প্রাণ প্রতিষ্ঠা ও মন্দির উদ্বোধনের সাক্ষী হতে অযোধ্যার পথে তারকারা ৷ কারা কারা যাচ্ছেন রামনগরীতে ?

Etv Bharat
অযোধ্যায় তারকা সমাবেশ

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 10:12 AM IST

Updated : Jan 22, 2024, 12:10 PM IST

রামরাজ্যে তারকার সমাগম

অযোধ্যা, 22 জানুয়ারি: রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় তারার মেলা । বিগ বি থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, হেমা মালিনী, ভিকি-ক্যাটরিনা, কৈলাস খের, চিরঞ্জীবী, অনুপম খের, মাধুরী দীক্ষিত, রণবীর কাপুর, রামচরণ সকলেই রাম মন্দির উদ্বোধনে সামিল হতে অযোধ্যায় প্রত্যেকে ৷

সোমবার সকালেই অযোধ্যায় পৌঁছন আরআরআর খ্যাত অভিনেতা রামচরণ ৷ অফ হোয়াইট কুর্তা-পাজামায় তাঁকে দেখা গিয়েছে এদিন ৷ সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন,"এটা দীর্ঘ অপেক্ষা ছিল ৷ আমরা সবাই সেখানে উপস্থিত হতে পেরে খুব সম্মানিত বোধ করছি ৷"

আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন মাধুরী দীক্ষিত ৷ এদিন সকালে মুম্বই বিমানবন্দরে স্বামী ডক্টর নেনের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে ৷ অযোধ্যা যাওয়ার পথে আয়ুষ্মান খুরানাকেও দেখা গিয়েছে মুম্বই বিমানবন্দরে ৷ ক্রিম কালারের কুর্তার সঙ্গে ম্যাচিং প্যান্ট ও নেহরু জ্যাকেট, সঙ্গে একটি শাল নিয়ে সাজ সম্পূর্ণ করে রামরাজ্যে যাচ্ছেন তিনি ৷ রামনগরীর পথে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ৷ সোমের সকালেই মুম্বই ছেড়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি ৷

অযোধ্যায় রয়েছেন অভিনেতা অনুপম খের ৷ সোমবার সকালে হনুমান গড়ি মন্দিরে প্রার্থনা সেরে অযোধ্যায় রাম মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছেন তিনি ৷ যাওয়ার পথে সংবাদমাধ্যমকে তিনি বলেন,"আমি আজ কাশ্মীরি পণ্ডিতদের সাজে অযোধ্যা যাচ্ছি ৷ ভগবান রামের কাছে যাওয়ার আগে হনুমানের দর্শন খুবই গুরুত্বপূর্ণ ৷ অযোধ্যার আকাশে-বাতাসে সর্বত্র জয় শ্রী রাম স্লোগান ৷ আবার দীপাবলি এসেছে ৷ এটাই আসল দীপাবলি ৷"

এছাড়াও অভিষেক বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, কঙ্গনা রানাউত, টাইগার শ্রফ এবং আশা ভোঁসলের মতো বলিউড সেলিব্রিটিরাও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিয়েছেন । ফিল্ম ইন্ডাস্ট্রির আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন মোহনলাল, রজনীকান্ত, চিরঞ্জীবী, সঞ্জয় লীলা বনসালি, অক্ষয় কুমার, ধনুশ, রণদীপ হুডা, অনুষ্কা শর্মা, ঋষব শেঠি, মধুর ভান্ডারকর, অজয় ​​দেবগন, জ্যাকি শ্রফ, যশ, প্রভাস এবং সানি দেওলের নামও রয়েছে ।

আরও পড়ুন:

রাম মন্দির উদ্বোধনের দিন সহনশীল হওয়ার আবেদন রাজ্যপাল বোসের

রামরাজ্যে তারকার সমাগম, অমিতাভ-সচিন থেকে ক্যাটরিনার উজ্জ্বল উপস্থিতি

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই রাম মন্দিরের উদ্বোধন, এক ঝলকে দেখে নিন অনুষ্ঠান সূচি

Last Updated : Jan 22, 2024, 12:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details