বালাসোর, 30 জানুয়ারি:বাস চালাতে চালাতেইহৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল চালকের ৷ তবে তাঁর অসীম সাহস ও উপস্থিত বুদ্ধির জোরে বাসটি দুর্ঘটনার কবলে পড়া থেকে রক্ষা পেয়েছে ৷ মৃত্যুর মুখে ঢলে পড়ার আদগে 60 জন যাত্রীকে বাঁচিয়ে দিয়ে গিয়েছেন তিনি ৷ মঙ্গলবার বালাসোর জেলার নীলগিরি থানার অন্তর্গত পাতাপুরা এলাকায় এই ঘটনা ঘটেছে ৷
পুলিশ সূত্রে খবর, বাসটি একটি বেসরকারি ট্রাভেল এজেন্সির ৷ এ দিন কলকাতা থেকে বালাসোরের পাঁচ লিঙ্গেশ্বরের দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি ৷ গন্তব্য থেকে যখন বাসটি মাত্র কয়েক কিলোমিটার দূরে, তখনই মর্মান্তিক ঘটনাটি ঘটে ৷ মনে করা হচ্ছে যে, সেই সময়ই হঠাৎ বাসচালক বুকে ব্যাথা অনুভব করেন ৷ শরীর বেগতিক দেখে আগেই দুর্ঘটনার কবল থেকে বাসটিতে বাঁচানোর কথা মাথায় আসে তাঁর ৷ বাসের যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে সঙ্গে সঙ্গে বাসটি থামিয়ে দেন তিনি ৷ তার ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান যাত্রীরা ৷ তবে প্রাণে বাঁচেননি বাসচালক ৷ বাস থামিয়েই তিনি হঠাৎ জ্ঞান হারান ৷