সিমলা, 14 ডিসেম্বর: শিঙাড়ার পর এবার বনমোরগ ! ফের বিতর্কের কেন্দ্রে হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ৷ হিমাচলের এক প্রত্যন্ত গ্রামে নৈশভোজের সময় মুখ্যমন্ত্রীর পাতে বনমোরগ দেখা গিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি ৷ বন্যপ্রাণ আইনে এই বনমোরগ শিকার করা নিষিদ্ধ ৷ এমন ঘটনা নিয়ে মাঠে নেমেছে বিজেপি শিবির ৷
নিষিদ্ধ বনমোরগ খাওয়ার কথা অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ৷ তিনি জানিয়েছেন, স্বাস্থ্যের কারণে তিনি তৈলাক্ত এবং আমিষ খাবার খাননা ৷ শনিবার সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, "যা ঘটেইনি, সে বিষয়ে আমি কী বলব ? ওটা বনমোরগ ছিল না ৷ ওদের আদিবাসী সংস্কৃতি ৷ আমি বলেছি, আমি আমিষ খাবার খাই না ৷ তখন ওরা বলেছিল যে এটা দোকান থেকে কেনা মুরগি নয়, দিশি মুরগি ৷ আমরা ওখানে খেতে যাইনি ৷ মানুষের সমস্যার কথা শুনতে গিয়েছিলাম ৷ বিজেপির কাছে কোনও ইস্যু নেই ৷ তাই এধরনের অদ্ভুত ইস্যু উত্থাপন করছে ৷"
সম্প্রতি হিমাচল প্রদেশের কংগ্রেস সরকার 'জনতার দ্বারে সরকার' শীর্ষক একটি কর্মসূচি শুরু করেছে ৷ এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং সরকারের উচ্চস্তরীয় আধিকারিকরা গ্রামে গ্রামে গিয়ে মানুষের সমস্যার কথা শুনবেন ৷
এই কর্মসূচিতেই শুক্রবার, 13 ডিসেম্বর মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সিমলা জেলার প্রত্যন্ত কুপবী এলাকায় পৌঁছন ৷ সেখানে টিকরী নামক গ্রামে রাত্রিবাস করেন ৷ তাঁর আগে রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী কুপবীতে রাত্রিবাস করেননি ৷ কংগ্রেস মুখ্যমন্ত্রী সুখুই প্রথম ৷ তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ধনীরাম শান্ডিল এবং কংগ্রেসের স্থানীয় কয়েকজন নেতা ৷