পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মানুষের সমস্যা শুনতে গিয়ে বনমোরগ খাচ্ছেন ! বিজেপির নিশানায় হিমাচলের মুখ্যমন্ত্রী - HIMACHAL CM SUKHVINDER SINGH SUKHU

শীতের কনকনে রাতে দুর্গম গ্রামে গিয়ে বনমোরগের মাংস দিয়ে নৈশভোজ সারছেন মুখ্যমন্ত্রী সুখু ৷ এই অভিযোগে তাঁকে নিশানা করল বিজেপি ৷

Himachal CM Sukhvinder Singh Sukhu and other warms themselves
হিমাচলের প্রত্যন্ত গ্রামে আগুন পোহাতে ব্যস্ত মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং অন্যরা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2024, 7:09 PM IST

সিমলা, 14 ডিসেম্বর: শিঙাড়ার পর এবার বনমোরগ ! ফের বিতর্কের কেন্দ্রে হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ৷ হিমাচলের এক প্রত্যন্ত গ্রামে নৈশভোজের সময় মুখ্যমন্ত্রীর পাতে বনমোরগ দেখা গিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি ৷ বন্যপ্রাণ আইনে এই বনমোরগ শিকার করা নিষিদ্ধ ৷ এমন ঘটনা নিয়ে মাঠে নেমেছে বিজেপি শিবির ৷

নিষিদ্ধ বনমোরগ খাওয়ার কথা অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ৷ তিনি জানিয়েছেন, স্বাস্থ্যের কারণে তিনি তৈলাক্ত এবং আমিষ খাবার খাননা ৷ শনিবার সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, "যা ঘটেইনি, সে বিষয়ে আমি কী বলব ? ওটা বনমোরগ ছিল না ৷ ওদের আদিবাসী সংস্কৃতি ৷ আমি বলেছি, আমি আমিষ খাবার খাই না ৷ তখন ওরা বলেছিল যে এটা দোকান থেকে কেনা মুরগি নয়, দিশি মুরগি ৷ আমরা ওখানে খেতে যাইনি ৷ মানুষের সমস্যার কথা শুনতে গিয়েছিলাম ৷ বিজেপির কাছে কোনও ইস্যু নেই ৷ তাই এধরনের অদ্ভুত ইস্যু উত্থাপন করছে ৷"

সম্প্রতি হিমাচল প্রদেশের কংগ্রেস সরকার 'জনতার দ্বারে সরকার' শীর্ষক একটি কর্মসূচি শুরু করেছে ৷ এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং সরকারের উচ্চস্তরীয় আধিকারিকরা গ্রামে গ্রামে গিয়ে মানুষের সমস্যার কথা শুনবেন ৷

এই কর্মসূচিতেই শুক্রবার, 13 ডিসেম্বর মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সিমলা জেলার প্রত্যন্ত কুপবী এলাকায় পৌঁছন ৷ সেখানে টিকরী নামক গ্রামে রাত্রিবাস করেন ৷ তাঁর আগে রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী কুপবীতে রাত্রিবাস করেননি ৷ কংগ্রেস মুখ্যমন্ত্রী সুখুই প্রথম ৷ তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ধনীরাম শান্ডিল এবং কংগ্রেসের স্থানীয় কয়েকজন নেতা ৷

এই ঠান্ডায় তাঁরা সবাই রাতে আগুন পোহাচ্ছেন এমন ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ তখনই মুখ্যমন্ত্রী গ্রামের বাসিন্দাদের কাছ থেকে তাঁদের সমস্যার কথা শোনেন বলে জানা গিয়েছে ৷ এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল ৷ বিজেপির আপত্তি মুখ্যমন্ত্রীর নৈশভোজের মেনুতে ৷

গেরুয়া শিবিরের অভিযোগ, রাতের খাবারে তাঁকে বনমোরগ রেঁধে খেতে দেওয়া হয়েছিল ৷ এই ধরনের মোরগ মেরে ফেলা আইনত দণ্ডনীয় অপরাধ ৷ হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এই সংক্রান্ত একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ তাতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং স্বাস্থ্যমন্ত্রী ধনীরাম শান্ডিল নৈশভোজ করছেন ৷ বিজেপি নেতার দাবি, তাঁদের পাতে বনমোরগের মাংস পরিবেশন করা হচ্ছে ৷ এদিকে মুখ্যমন্ত্রী সুখু এবং বাকিরা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ৷

শনিবার টিকরী গ্রাম থেকে ফিরে আসেন কংগ্রেস মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ৷ এদিন তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, "স্বাস্থ্যের কারণে আমি তেল এবং আমিষ খাবার এড়িয়ে চলি ৷ জয়রাম ঠাকুরের কাছে এই মুহূর্তে আর কোনও ইস্যু নেই ৷ তাই তিনি আমাদের গ্রামবাসীদের অসম্মান করার পথ বেছে নিয়েছেন ৷ তারা গ্রামবাসীদের কালিমালিপ্ত করতে চাইছেন ৷"

এর আগে শিঙাড়া নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী সুখু ৷ একটি অনুষ্ঠানে তাঁর জন্য আনা শিঙাড়া পাননি মুখ্যমন্ত্রী ৷ সেই শিঙাড়ার কী হল, তার জন্য সিআইডি তদন্তে নেমেছিল ৷

ABOUT THE AUTHOR

...view details