নয়াদিল্লি, 4 মার্চ: রাজ্যসভার সদস্য পদ ছেড়ে দিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এতদিন তিনি হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন। এবার গুজরাত থেকে নির্বাচিত হয়েছেন। তাই আগের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন। সূত্রের খবর ইতিমধ্যেই তাঁর ইস্তফা গ্রহণ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এপ্রিল মাসে তাঁর মেয়াদ শেষ হত। তার আগেই তাঁকে গুজরাত থেকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হয়।
বিজেপি সভাপতি এতদিন নিজের রাজ্য থেকে রাজ্যসভার সদস্য ছিলেন। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দীর্ঘদিন কাজ করার পর তাঁকেই দলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। বিজেপিকে নির্বাচনী সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়া অমিত শাহকে দলীয় সভাপতির পদ থেকে সরিয়ে নিয়ে আসা হয় ক্যাবিনেটে। স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নিয়ে একাধিক বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছেন অমিত। জম্মু ও কাশ্মীর সংক্রান্ত 370 ধারা বিলোপ করেছেন। জম্মু ও কাশ্মীর রাজ্য ভেঙে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলও করেছেন তিনি। এরপর এনআরসি এবং সিএএ-ও করেছেন। লোকসভা নির্বাচনের আগে সিএএ বলবৎ করার ঘোষণাও করেছেন শাহ।