চণ্ডীগড়, 9 মে: সপ্তম দফার ভোট চণ্ডীগড়ের দুই কেন্দ্র থেকে মনোনয়ন জমা পড়ল বৃহস্পতিবার ৷ খাদুর সাহিব আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন খালিস্থানপন্থী নেতা অমৃতপাল সিং ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের কুলবীর সিং জিরা মনোনয়ন জমা দিলেন এদিন ৷ অন্যদিকে, ফরিদাকোট আসন থেকে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী তথা প্রখ্যাত গায়ক হংস রাজ হংস ৷ বৃহস্পতিবার ফরিদাকোট জেলার রিটার্নিং অফিসারের দফতরে মনোনয়ন জমা দেন হংস রাজ হংস ৷ এদিন তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতও ৷
উত্তর পশ্চিম দিল্লি আসন থেকে বিদায়ী সাংসদ হাংস ফরিদকোট আসন থেকে আপ দলের করমজিৎ আনমোল, কংগ্রেসের অমরজিৎ কৌর সাহোকে এবং শিরোমণি আকালি দলের মনোনীত প্রার্থী রাজবিন্দর সিংয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে, প্রাক্তন বিধায়ক এবং কংগ্রেস প্রার্থী জিরা তারন তারান জেলায় তাঁর কাগজপত্র জমা দেন। এদিন জিরার মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা ৷
খাদুর সাহিব আসনে কুলবীর সিং জিরা প্রতিদ্বন্দ্বিতা করছেন আপের লালজিৎ সিং ভুল্লার, বিজেপি প্রার্থী মনজিৎ সিং মান্না মিয়ানউইন্ড, চরমপন্থী সংগঠনের জেলবন্দি নেতা অমৃত পাল সিং ও শিরোমণি আকালি দলের প্রার্থী বীরসা সিং ভালতোহা৷ মঙ্গলবার পঞ্জাবে লোকসভা নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। এটি চলবে 14 মে পর্যন্ত ৷ কাগজপত্র স্ক্রুটিনির কাজ হবে 15 মে ৷ মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 17 মে। পঞ্জাবের 13টি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে 1 জুন ।