পটনা, 28 জানুয়ারি: রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করার জন্য রবিবার সময় চেয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ মহাগঠবন্ধনের সরকার থেকে বেরিয়ে এসে তাঁর পদত্যাগের জল্পনার মাঝেই সূত্র মারফৎ এই খবর জানা গিয়েছে ৷ আজই রাজভবনে গিয়ে নীতীশ পদত্যাগপত্র জমা দিতে পারেন, এমন সম্ভাবনাই প্রবল ৷ শুধু তাই নয়, আজই এনডিএ-র সমর্থনে গঠিত সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ফের শপথ নিতে পারেন ৷
মহাগঠবন্ধনের সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর একইসঙ্গে বিজেপির সমর্থন নিয়ে সরকার গঠনের জন্যও নীতীশ কুমার রবিবার রাজ্যপালের কাছে দাবি জানাতে পারেন । জেডিইউ সূত্রে খবর, রবিবারই বিজেপির সমর্থনে আবারও মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ কুমার ।
একটি সূত্র জানিয়েছে, "তিনি আজ সন্ধ্যায় রাজভবনে নবমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন । শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, এলজেপিআর সভাপতি চিরাগ পাসওয়ান এবং অন্যান্য এনডিএ জোটের প্রধানরা উপস্থিত থাকতে পারেন বলে কথাবার্তা চলছে ৷"