ETV Bharat / state

হাতির হানা থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের রক্ষায় বিশেষ পদক্ষেপ বন দফতরের - MADHYAMIK EXAMINATION 2025

2022 সালে জলপাইগুড়িতে এক মাধ্যমিক পরীক্ষার্থী হাতির হানায় মারা যায় ৷ সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত ৷

MADHYAMIK EXAMINATION 2025
হাতির হানা থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের রক্ষায় বিশেষ পদক্ষেপ বন দফতরের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2025, 5:07 PM IST

জলপাইগুড়ি, 7 ফেব্রুয়ারি: 2022 সালে জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর বনবিভাগে হাতির আক্রমণে অর্জুন দাস নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয় ৷ সেই ঘটনার কথা মাথায় রেখে এবারও মাধ্যমিক পরীক্ষার সময় (10 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি) কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর প্রশাসন ৷

তাই জলপাইগুড়ি বনবিভাগের সাতটি রেঞ্জের মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার যে জায়গাগুলি হাতির হানার জন্য স্পর্শকাতর, তেমনই বেশ কয়েকটি জায়গা চিহ্নিত করেছে বনবিভাগ । কোনোভাবেই যাতে আর এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজরদারি চালানো হচ্ছে । গত বছরের মতো এবারও জঙ্গল সংলগ্ন এলাকার মানুষজন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বনবিভাগকে সাহায্য করবে বলে জানিয়েছে ।

Elephant
হাতির হানা নিয়ে প্রশাসনের সচেতনতার প্রচার (নিজস্ব ছবি)

জলপাইগুড়ি বনবিভাগের অন্তর্ভুক্ত সিবচু, বাতাবাড়ি, মেটেলি, শুখানি বস্তি, মোরাঘাট, বামনডাঙা, দলগাঁও, বীরপাড়া, রামঝোড়া, লাটাগুড়ি, বিচাভাঙা, টুন্ডু, নাগরাকাটা, কালামাটি, বানারহাট, মাদারিহাট, ডিমডিমা এলাকা হাতির করিডরের সবচেয়ে বেশি স্পর্শকাতর এলাকা ।

Elephant
হাতি (নিজস্ব ছবি)

জলপাইগুড়ির এডিএফও জয়ন্ত মণ্ডল জানান, জলপাইগুড়ি বনবিভাগের অধীনে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় মোট 16টি হাতির করিডর রয়েছে । হাতির করিডরগুলি ব্যবহার করে মোট কয়েকশো ছাত্রছাত্রী পরীক্ষা গ্রহণ কেন্দ্রে যাবে । ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবার জন্য গাড়ির ব্যবস্থা করা হচ্ছে বন দফতরের পক্ষ থেকে । মাধ্যমিকের ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বনদফতরের 25টি গাড়ি রয়েছে । 10টি গাড়ি প্রশাসনের কাছে চাওয়া হয়েছে । বনবিভাগের প্রত্যেক রেঞ্জ এলাকায় এই বিষয় নিয়ে মাইকিং করার কাজ শুরু করা হয়েছে ।

Elephant
হাতি (নিজস্ব ছবি)

তিনি আরও জানান, বিভিন্ন বনবস্তি এলাকায় গিয়ে সচেতনতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা নেওয়া হবে । বন দফতরের পক্ষ থেকে রুটিন টহলদারি চালানো হবে । মাধ্যমিক পরীক্ষা চলাকালীন জঙ্গলের রাস্তায় ড্রপগেট দিয়ে আটকে দেওয়ার ব্যবস্থা করা হবে । পাশাপাশি জঙ্গলের রাস্তা কেউ যাতে এই সময়ে ব্যবহার না করেন, তারও পরামর্শ দেওয়া হচ্ছে ।

এদিকে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য নন্দু রায় বলেন, ‘‘মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময়, আমরা হাতির হানা রুখতে সবরকম ভাবে বনবিভাগকে সহযোগিতা করেছি । এবারও আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের সহযোগিতা করব । আমরা জঙ্গলের পথে পাহারা শুধু নয়, আমরা আমাদের যানবাহন দিয়েও সহযোগিতা করেছি । আমাদের কাছে বনবিভাগ সাহায্য চাইলে আমরা এবারও সাহায্য করব ।’’

জলপাইগুড়ি, 7 ফেব্রুয়ারি: 2022 সালে জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর বনবিভাগে হাতির আক্রমণে অর্জুন দাস নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয় ৷ সেই ঘটনার কথা মাথায় রেখে এবারও মাধ্যমিক পরীক্ষার সময় (10 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি) কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর প্রশাসন ৷

তাই জলপাইগুড়ি বনবিভাগের সাতটি রেঞ্জের মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার যে জায়গাগুলি হাতির হানার জন্য স্পর্শকাতর, তেমনই বেশ কয়েকটি জায়গা চিহ্নিত করেছে বনবিভাগ । কোনোভাবেই যাতে আর এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজরদারি চালানো হচ্ছে । গত বছরের মতো এবারও জঙ্গল সংলগ্ন এলাকার মানুষজন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বনবিভাগকে সাহায্য করবে বলে জানিয়েছে ।

Elephant
হাতির হানা নিয়ে প্রশাসনের সচেতনতার প্রচার (নিজস্ব ছবি)

জলপাইগুড়ি বনবিভাগের অন্তর্ভুক্ত সিবচু, বাতাবাড়ি, মেটেলি, শুখানি বস্তি, মোরাঘাট, বামনডাঙা, দলগাঁও, বীরপাড়া, রামঝোড়া, লাটাগুড়ি, বিচাভাঙা, টুন্ডু, নাগরাকাটা, কালামাটি, বানারহাট, মাদারিহাট, ডিমডিমা এলাকা হাতির করিডরের সবচেয়ে বেশি স্পর্শকাতর এলাকা ।

Elephant
হাতি (নিজস্ব ছবি)

জলপাইগুড়ির এডিএফও জয়ন্ত মণ্ডল জানান, জলপাইগুড়ি বনবিভাগের অধীনে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় মোট 16টি হাতির করিডর রয়েছে । হাতির করিডরগুলি ব্যবহার করে মোট কয়েকশো ছাত্রছাত্রী পরীক্ষা গ্রহণ কেন্দ্রে যাবে । ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবার জন্য গাড়ির ব্যবস্থা করা হচ্ছে বন দফতরের পক্ষ থেকে । মাধ্যমিকের ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বনদফতরের 25টি গাড়ি রয়েছে । 10টি গাড়ি প্রশাসনের কাছে চাওয়া হয়েছে । বনবিভাগের প্রত্যেক রেঞ্জ এলাকায় এই বিষয় নিয়ে মাইকিং করার কাজ শুরু করা হয়েছে ।

Elephant
হাতি (নিজস্ব ছবি)

তিনি আরও জানান, বিভিন্ন বনবস্তি এলাকায় গিয়ে সচেতনতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা নেওয়া হবে । বন দফতরের পক্ষ থেকে রুটিন টহলদারি চালানো হবে । মাধ্যমিক পরীক্ষা চলাকালীন জঙ্গলের রাস্তায় ড্রপগেট দিয়ে আটকে দেওয়ার ব্যবস্থা করা হবে । পাশাপাশি জঙ্গলের রাস্তা কেউ যাতে এই সময়ে ব্যবহার না করেন, তারও পরামর্শ দেওয়া হচ্ছে ।

এদিকে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য নন্দু রায় বলেন, ‘‘মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময়, আমরা হাতির হানা রুখতে সবরকম ভাবে বনবিভাগকে সহযোগিতা করেছি । এবারও আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের সহযোগিতা করব । আমরা জঙ্গলের পথে পাহারা শুধু নয়, আমরা আমাদের যানবাহন দিয়েও সহযোগিতা করেছি । আমাদের কাছে বনবিভাগ সাহায্য চাইলে আমরা এবারও সাহায্য করব ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.