জলপাইগুড়ি, 7 ফেব্রুয়ারি: 2022 সালে জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর বনবিভাগে হাতির আক্রমণে অর্জুন দাস নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয় ৷ সেই ঘটনার কথা মাথায় রেখে এবারও মাধ্যমিক পরীক্ষার সময় (10 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি) কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর প্রশাসন ৷
তাই জলপাইগুড়ি বনবিভাগের সাতটি রেঞ্জের মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার যে জায়গাগুলি হাতির হানার জন্য স্পর্শকাতর, তেমনই বেশ কয়েকটি জায়গা চিহ্নিত করেছে বনবিভাগ । কোনোভাবেই যাতে আর এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজরদারি চালানো হচ্ছে । গত বছরের মতো এবারও জঙ্গল সংলগ্ন এলাকার মানুষজন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বনবিভাগকে সাহায্য করবে বলে জানিয়েছে ।
জলপাইগুড়ি বনবিভাগের অন্তর্ভুক্ত সিবচু, বাতাবাড়ি, মেটেলি, শুখানি বস্তি, মোরাঘাট, বামনডাঙা, দলগাঁও, বীরপাড়া, রামঝোড়া, লাটাগুড়ি, বিচাভাঙা, টুন্ডু, নাগরাকাটা, কালামাটি, বানারহাট, মাদারিহাট, ডিমডিমা এলাকা হাতির করিডরের সবচেয়ে বেশি স্পর্শকাতর এলাকা ।
জলপাইগুড়ির এডিএফও জয়ন্ত মণ্ডল জানান, জলপাইগুড়ি বনবিভাগের অধীনে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় মোট 16টি হাতির করিডর রয়েছে । হাতির করিডরগুলি ব্যবহার করে মোট কয়েকশো ছাত্রছাত্রী পরীক্ষা গ্রহণ কেন্দ্রে যাবে । ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবার জন্য গাড়ির ব্যবস্থা করা হচ্ছে বন দফতরের পক্ষ থেকে । মাধ্যমিকের ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বনদফতরের 25টি গাড়ি রয়েছে । 10টি গাড়ি প্রশাসনের কাছে চাওয়া হয়েছে । বনবিভাগের প্রত্যেক রেঞ্জ এলাকায় এই বিষয় নিয়ে মাইকিং করার কাজ শুরু করা হয়েছে ।
তিনি আরও জানান, বিভিন্ন বনবস্তি এলাকায় গিয়ে সচেতনতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা নেওয়া হবে । বন দফতরের পক্ষ থেকে রুটিন টহলদারি চালানো হবে । মাধ্যমিক পরীক্ষা চলাকালীন জঙ্গলের রাস্তায় ড্রপগেট দিয়ে আটকে দেওয়ার ব্যবস্থা করা হবে । পাশাপাশি জঙ্গলের রাস্তা কেউ যাতে এই সময়ে ব্যবহার না করেন, তারও পরামর্শ দেওয়া হচ্ছে ।
এদিকে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য নন্দু রায় বলেন, ‘‘মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময়, আমরা হাতির হানা রুখতে সবরকম ভাবে বনবিভাগকে সহযোগিতা করেছি । এবারও আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের সহযোগিতা করব । আমরা জঙ্গলের পথে পাহারা শুধু নয়, আমরা আমাদের যানবাহন দিয়েও সহযোগিতা করেছি । আমাদের কাছে বনবিভাগ সাহায্য চাইলে আমরা এবারও সাহায্য করব ।’’