পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁস-জালিয়াতি রুখতে বিল পাশ বিহারে - Bill To Curb Paper Leaks - BILL TO CURB PAPER LEAKS

Bill To Curb Paper Leaks: নিট-ইউজির প্রশ্নফাঁস নিয়ে দেশ জুড়ে হইচই হয়েছে মাসখানেক ধরে ৷ সেই আবহে প্রশ্নফাঁস ও প্রতিযোগিতা মূলক পরীক্ষায় জালিয়াতি রুখতে বিল পাশ করল বিহার সরকার ৷ বুধবার বিহার বিধানসভায় এই বিল পাশ হয় ৷

Bill To Curb Paper Leaks
নীতীশ কুমার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 8:04 PM IST

পটনা, 24 জুলাই: বিহার বিধানসভা বুধবার রাজ্য দ্বারা পরিচালিত নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অন্যান্য জালিয়াতি রোধ করার লক্ষ্যে একটি বিল পাশ করেছে । বিহার পাবলিক এক্সামিনেশনস (পিই) (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) বিল, 2024 নামে এই বিলটি এ দিন ওই রাজ্যের পরিষদীয় মন্ত্রী বিজয় কুমার চৌধুরী পেশ করেন ৷ তার পর ধ্বনিভোটে তা পাশ হয়৷ তবে তার আগে বিরোধীরা ওয়াকআউট করে বিধানসভা থেকে ৷

নতুন এই আইনটি রাজ্যে প্রশ্নপত্র ফাঁস-সহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম রোধ করার লক্ষ্য করে তৈরি করা হয়েছে ৷ নিটের প্রশ্নফাঁস বিতর্কের মধ্যে বিহার সরকারের এই বিল পাশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ ওই বিলে এই ধরনের অপরাধে জড়িতদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে ৷ যার মধ্যে তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা জরিমানার সংস্থান রাখা হয়েছে ৷

এই ধরনের পরীক্ষা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত এজেন্সিগুলি জালিয়াতিতে জড়িত রয়েছে বলে প্রমাণিত হলে, তাদের উপর চার বছরের নিষেধাজ্ঞা জারি করা হবে ৷ এক কোটি টাকা জরিমানাও করা হবে ৷ সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে বলে এ দিন জানিয়েছে বিহার সরকারের পরিষদীয় মন্ত্রী ৷ তিনি আরও জানান, এই ধরনের একটি পরীক্ষা পরিচালনার মোট খরচের একটি অংশও সংশ্লিষ্ট এজেন্সির থেকে আদায় করা হবে ৷

তিনি আরও জানান, এই বিল লক্ষ লক্ষ যুবক ও যুবতীর ভবিষ্যতের কথা মাথায় রেখে আনা হয়েছে ৷ এই ধরনের মামলায় যাঁরা তদন্ত করবেন, তাঁদের কেউ ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার নিচে থাকবেন না ৷ উল্লেখ্য, বিহার পাবলিক সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল ৷ সেই নিয়ে হইচই৷ ফলে এই নয়া বিল আইনে পরিণত হলে এই ধরনের বিতর্কে রাশ টানা যাবে বলে মনে করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details