মেষ: আজ আপনি যে কাজই করবেন তাতেই সম্পূর্ণ স্বাধীনতা চাইবেন। যে কাজ আপনি করতে চান, তাতে বেশি মনোযোগ দিন ৷ দেখবেন ধৈর্য্য আপনাকে সবকিছু সহজে সামলাতে সাহায্য করবে। আপনার আনন্দের মাত্রা বেশি থাকবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। আপনি আর্থিক পরিকল্পনা ও দীর্ঘ-মেয়াদী নিরাপত্তা নিয়ে আরও বেশি গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করবেন। আজ আপনি ব্যয়ের দিকে বেশি মনোযোগ দেবেন ৷ স্থিতিশীল আর্থিক পরিস্থিতি স্থিতিশীল অবস্থা ইচ্ছা বাড়বে
বৃষ:আজ আপনি প্রত্যয়ী ও নিশ্চিত মনোভাব নিয়ে দিন শুরু করবেন। সতর্ক থাকুন ৷ কেননা আপনার অনমনীয় মনোভাবের কারণে আপনাকে একগুঁয়ে মনে হতে পারে। আপনার মতামত জোরের সঙ্গে প্রকাশ করা আপনার স্বভাব । কর্মক্ষেত্রে চাপের বাড়বে ৷ ফলে আজ সেখানেই অনেকটা সময় ব্যয় করতে হবে। স্বাস্থ্য ও সুস্থতা আজ বেশি প্রাধান্য পাবে। খুবই স্বাভাবিক যে, আপনি ফিটনেস সংক্রান্ত পরিকল্পনা করবেন ও অবিলম্বে শরীরচর্চা শুরু করবেন।
মিথুন: আজ আপনি একটু বিষণ্ণ ও মনমরা বোধ করতে পারেন। আজ একাকীত্ব বোধ আপনাকে চেপে ধরতে পারে। আপনার চেপে রাখা আবেগ ও আকাঙ্ক্ষা, এমনকী আপনার বুদ্ধিগত শিক্ষাও সামনে বেরিয়ে আসবে। এই চ্যালেঞ্জিং দিনে আপনাকে হয়ত বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু এখনই ফল চাইলে, আপনাকে হতাশ হতে হবে। আপনি যথাসাধ্য চেষ্টা করেছেন ৷ কিন্তু গ্রহগুলি আজ আপনার ততটা অনুকূলে নেই। ভালো কাজ করা চালিয়ে যান আগামিকাল ভালো হবে
কর্কট: অন্য লোকজনদের সম্ভবত আপনাকে খিটখিটে ও কপট মনে হবে। নিজের সুস্থির স্বভাব ধরে রাখুন। যদি নিজের সুনাম ধরে রাখতে চান এবং সম্পর্কগুলিকে বাঁচাতে চান, তাহলে অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। ওপরওয়ালা ও সহকর্মীদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। যখনই মনে হবে আবেগের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন, তখনই নিজের উপর নিয়ন্ত্রণ আনুন ৷ আজ কাজের চাপ বেশি থাকবে ঠিকই ৷ কিন্তু আপনার উদ্ভাবনী ক্ষমতাও অন্যদিনের থেকে বেশি কাজ করবে।
সিংহ:ঘর সাজিয়ে বা সংস্কারের কাজ হাতে নিয়ে, আপনি নিজের বাড়িকে এক নতুন রূপ দিতে চাইবেন। ঘরকে সন্দর করে সাজাতে নতুন কিছু শৈল্পিক জিনিস তৈরি করবেন। আপনি কিছু অর্থ সঞ্চয় করতেও পারবেন । আপনার একাগ্রতা ও আত্মবিশ্বাস দুইই তুঙ্গে থাকবে ৷ আগে থেকে নির্ধারিত সময়সীমার মধ্যেই আপনি কাজ শেষ করে ফেলতে পারবেন ।
কন্যা:মন উদার রাখুন এবং আপনার কল্পনাশক্তিকে মুক্তভাবে বইতে দিন। আজ আপনি সৃজনশীল বোধ করবেন ৷ আপনার উদ্ভাবনী ধারণাগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা করবেন। ভাগ্য আপনার সহায় থাকবে ৷ আপনি ঝুঁকি নিয়েছিলেন, সেইরকম কিছু বিষয় থেকে ফল পাবেন। যা যা কাজ করবেন, সেগুলির ব্যাপারে আপনি খুবই উৎসাহী ও উদ্যমী । আর্থিক বিষয়েও আজ ভাগ্য আপনার অনুকূলে থাকবে। খরচ সম্পর্কে ইতিবাচক মনোভাব থাকায় আপনার সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য হবে। কিছু জিনিস কেনা ও বেচার আগে আপনি ভালো করে গবেষণা করবেন।