বাগপত (উত্তরপ্রদেশ), 18 সেপ্টেম্বর:পাশবিক আনন্দ পেতে পিটবুলের সঙ্গে একই ঘরে বিশেষভাবে সক্ষম যুবককে ঢুকিয়ে তালাবন্ধ করে দেওয়া হল ৷ এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বাগপতে ৷ হিংস্র কুকুরের আক্রমণে ক্ষতবিক্ষত হল যুবক ৷ প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দিল্লিতে স্থানান্তরিত করা হয় ৷
যুবকের পরিবারের সদস্যরা পুলিশকে জানান, বুধবার সকালে অভিযুক্ত সতীশ, অনুজ এবং তাদের আরেক সহযোগী গণেশ প্যান্ডেল থেকে বিশেষভাবে সক্ষম যুবক অনিলকে ডেকে একটি ঘরে তালাবন্ধ করে । তারপর তাদের পোষা পিটবুল কুকুরটিকে সেই ঘরে ছেড়ে দেয় ৷
হিংস্র পিটবুল অনিলের পা ও মুখে বাজেভাবে আঁচড়ে দেয় । ওই অবস্থায় প্রায় আধঘণ্টা ঘরে তালাবন্ধ ছিলেন অনিল । এ সময় হট্টগোল শুরু হলে নিহত যুবকের পরিবারের সদস্য-সহ আশপাশের লোকজনও ছুটে আসেন । তখন দরজা খুলে বের করা হয় । ততক্ষণে অনিলের রক্তক্ষরণ হচ্ছে । পরিবার অনিলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে তারপর পুলিশে খবর দেয় । সতীশ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । বাকি অভিযুক্তদের খোঁজ চলছে । তবে পিটবুলের আক্রমণে গুরুতর জখম যুবকের অবস্থা দেখে চিকিৎসকরা তাকে দিল্লির একটি হাসপাতালে রেফার করেন ।
অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবার । সব অভিযুক্ত এখনও ধরা পড়েনি । এই ঘটনায় সিও প্রীতা সিং জানান যে, অভিযুক্তরা বিশেষভাবে সক্ষম অনিলের উপর একটি পিটবুল ছেড়ে দিয়েছিল । কুকুরটি অনিলকে গুরুতর আহত করেছে । তার মুখ ও পা কেটে রক্তক্ষরণ হয়েছে । এ ব্যাপারে খেকড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং সতীশ ও তার ছেলে ওমবীরকে গ্রেফতার করা হয়েছে ।