গয়া, 20 অক্টোবর: বিহারের গয়া বিমানবন্দর থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, গত কয়েক বছর ধরে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই বৌদ্ধ সন্ন্যাসী সেজে বসবাস করছিলেন বাংলাদেশের এই নাগরিক। তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলারও জারি করা হয়েছিল।
গয়া বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা করছিলেন ৷ বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। গ্রেফতারির পর বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় থানায় কাছে তাঁকে হস্তান্তর করেছে ৷ পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
জানা গিয়েছে, ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক পরিচয় গোপন করে গত কয়েক বছর ধরে ভারতে বসবাস করছিলেন। বৌদ্ধ সন্ন্যাসীর ছদ্মবেশও নিয়েছিলেন ৷ এরপর একটি বৌদ্ধ বিহারে ছিলেন। গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিকের নাম বাবু জোয়ে বড়ুয়া ওরফে রাজীব দত্ত। তাঁর বাড়ি আদতে বাংলাদেশের কক্সবাজারের গয়ায়। এদিন গয়া বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে ওই বাংলাদেশি নাগরিককে ৷
রাজীব দত্ত প্রায় 8 বছর ধরে ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে বসবাস করছিল বলে অভিযোগ। বৌদ্ধ সন্ন্যাসী হিসেবে একটি বৌদ্ধ বিহারে বসবাস করছিলেন। সরকারি তথ্য অনুযায়ী, তিনি গয়া বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা করছিলেন। বিমানবন্দর সূত্রে খবর, রাজীব দত্ত শুক্রবার ভারতীয় পাসপোর্ট নিয়ে TG 327 বিমানে থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এদিকে বিমানবন্দরে মোতায়েন অ্যাভিয়েশন সিকিউরিটি গ্রুপের তল্লাশিতে তাঁর থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়। এরপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ।
বিমানবন্দরে মোতায়েন নিরাপত্তা কর্মীরা যখন তাঁকে জিজ্ঞাসাবাদ করেন, তখন তিনি জানান, 8 বছর ধরে গয়ায় বৌদ্ধ সন্ন্যাসী হিসেবে বসবাস করছেন ৷ তিনি আদতে বাংলাদেশের একজন নাগরিক। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। আটক করার পর বিমানবন্দরের কর্তৃপক্ষ তাকে মগধ মেডিক্যাল স্টেশনের পুলিশের কাছে হস্তান্তর করে।
তাঁর বিরুদ্ধে বাংলাদেশে জারি করা হয়েছিল লুক আউট সার্কুলার। তা এড়াতে তিনি গত কয়েক বছর ধরে ভারতেই ছিলেন। বোধগয়ার মঠে যোগদানের পরে, নিজেকে একজন বৌদ্ধ সন্ন্যাসী হিসেবে তুলে ধরেন ৷ বাংলাদেশি নাগরিক রাজীব দত্ত অন্যের নামে পাসপোর্ট ব্যবহার করছিলেন বলেও তদন্তে জানা গিয়েছে। বিভিন্ন নামের পাসপোর্টও উদ্ধার করা হয়েছে।
এ প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, একজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিক বাবু জোয়া বড়ুয়া ওরফে রাজীব দত্ত বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা। তার কাছ থেকে আধার কার্ড, প্যান কার্ড, থাই মুদ্রা, ইউরো, মার্কিন ডলার এবং ভারতীয় মুদ্রাও উদ্ধার করা হয়েছে। এসএসপি গয়া আশীষ ভারতী বলেন, "এক বাংলাদেশি নাগরিক ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে বসবাস করছিলেন। তিনি গয়া বিমানবন্দর থেকে থাইল্যান্ডে পালানোর পরিকল্পনা করছিলেন। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া নথিগুলি জাল বলে প্রমাণিত হয়েছে।"