নয়াদিল্লি, 16 অগস্ট: বাংলাদেশে হিন্দু এবং অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা নিরাপদে আছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আশ্বস্ত করলেন সেদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস ৷ শুক্রবার তিনি ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে ৷ ফোনে তিনি বাংলাদেশে বসবাসকারী হিন্দু, অন্য সংখ্যালঘুদের সুরক্ষা বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন ৷
'বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত', প্রধানমন্ত্রী মোদিকে ফোনে আশ্বস্ত করলেন মুখ্য উপদেষ্টা ইউনুস - Muhammad Yunus Calls PM Modi - MUHAMMAD YUNUS CALLS PM MODI
Bangladesh Interim Government Chief Advisor Muhammad Yunus Phones PM Modi: বাংলাদেশে নয়া অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধানমন্ত্রী মোদিকে প্রথম ফোন করলেন মহম্মদ ইউনুস ৷ তিনি ভরসা দিলেন, সেদেশে হিন্দু এবং অন্য সংখ্যালঘুরা নিরাপদে রয়েছে ৷
By PTI
Published : Aug 16, 2024, 6:53 PM IST
বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর নয়া অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে 8 অগস্ট ৷ এদিনই রাতে শপথ নেন মহম্মদ ইউনুস ৷ তারপর এই প্রথম প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর কথোপকথন হল ৷ এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান , "বাংলাদেশ সরকারের অধ্যাপক মহম্মদ ইউনুস আমাকে ফোন করেছিলেন ৷ বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয় ৷ একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং উন্নয়নশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা তাঁকে জানিয়েছি ৷ বাংলাদেশে বসবাস করছে এমন হিন্দু, এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সুরক্ষার বিষয়েও তিনি আশ্বস্ত করেছেন ৷"
এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় ৷ তাতে জানানো হয়েছে, নানাবিধ উন্নয়নমূলক পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ, প্রধানমন্ত্রী মোদি এই বিষয়টিতে জোর দিয়েছেন ৷ তিনি প্রতিবেশী রাষ্ট্রের হিন্দু নাগরিক এবং অন্যান্য সংখ্যালঘু মানুষদের নিরাপত্তার বিষয়টিতেও গুরুত্ব দিয়েছেন ৷ পরিবর্তে মহম্মদ ইউনুসও সুরক্ষার বিষয় নিয়ে নিশ্চয়তা দিয়েছেন ৷ আগামী দিনে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে ৷ এবছর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ৷