পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাম মন্দির প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী, সেজে উঠেছে অযোধ্যা - Ram Navami in Ayodhya - RAM NAVAMI IN AYODHYA

Ram Navami in Ayodhya: গত 22 জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার পর, প্রথম রামনবমী পালিত হচ্ছে অযোধ্যায় ৷ যাকে ঘিরে উৎসবের মেজাজ রাম জন্মভূমিতে ৷ যার শুরুটা আজ অর্থাৎ মঙ্গলবার চৈত্র নবরাত্রির দিন থেকে শুরু হল ৷ চলবে রামনবমীর দিন পর্যন্ত ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 3:16 PM IST

অযোধ্যা, 9 এপ্রিল: আগামী 17 এপ্রিল রামনবমী ৷ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর, প্রথম রামনবমী পালন হচ্ছে ৷ আজ থেকে তার শুভ সূচনা হল ৷ মঙ্গলবার চৈত্র নবরাত্রি থেকে রামনবমীর দিন পর্যন্ত এই উৎসব চলবে ৷ মূলত, রামের জন্মতিথি হিসেবে এই দিনটিকে দেশ জুড়ে পালন করা হয় ৷ আজ থেকে রাম মন্দিরের অবস্থিত রামলালাকে রোজ নতুন পোশাক পড়ানো হবে ৷ এ নিয়ে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে সোশাল মিডিয়ায় একটি পোস্টও করা হয়েছে ৷

কর্তৃপক্ষ রামলালাকে নতুন পোশাক পড়ানোর একটি ভিডিয়ো পোস্ট করেছে তাদের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ৷ রামলালার এই সব পোশাক তৈরি করা হচ্ছে হাতে সেলাই করা খাদির সুতির কাপড় দিয়ে ৷ রামনবমী উপলক্ষে এই সময়ে রাম মন্দিরে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে বলেই অনুমান করছে মন্দির কর্তৃপক্ষ ৷ এই সময় দর্শনার্থীদের মন্দিরে মোবাইল ফোন নিয়ে আসতে নিষেধ করা হয়েছে ৷

শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেন, "যদি ভক্তরা দ্রুত রামলালার দর্শন করতে চান, তাহলে তাঁদের নিজেদের মোবাইল ফোন ও জুতো অন্য কোনও জায়গায় রেখে মন্দিরে আসতে হবে ৷ এতে সময় বাঁচবে এবং দ্রুত ভিড়কে সরানো যাবে ৷" রামনবমী উপলক্ষে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে রাম মন্দিরে ৷ এমনকি অযোধ্যার আশেপাশের জেলা থেকেও পুলিশ বাহিনী নিয়ে আসা হচ্ছে মন্দিরের নিরাপত্তার জন্য ৷

আজ 9 এপ্রিল থেকে শুরু হওয়া নয়দিনের 'রাম জন্মোৎসব' উপলক্ষে নিরাপত্তা-সহ দর্শনার্থীদের যাতায়াত ক্ষেত্রে ও হোটেলেও নিরাপত্তা বাড়ানো হয়েছে উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে ৷ এদিন প্রশাসনিক আধিকারিকরা রাম জন্মভূমিতে যান নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ৷ বিশেষত, মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে ? তা খতিয়ে দেখেন আধিকারিকরা ৷ সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আধিকারিকদের প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ করতে ও বেরনোর ক্ষেত্রে কোনও সমস্যা না হয়, তা সুনিশ্চিত করতে হবে ৷

আরও পড়ুন:

  1. বর্ধমান-দুর্গাপুরে মহিলা ভোট কার দিকে ? ময়দানে আজাদ-দিলীপ
  2. নিখুঁত কারুকার্যে ‘প্রাণ’ পেল রামলালা, আসানসোলের দম্পতির রূপটানে মুগ্ধ নেটিজেনরা

ABOUT THE AUTHOR

...view details