মুম্বই, 17 জানুয়ারি: তিনি জানতেন না, তাঁর অটোরিকশায় কে সওয়ার হয়েছেন ? কাকে নিয়ে হাসপাতালে যাচ্ছেন ? এমনটাই জানাচ্ছেন, জখম সইফ আলি খানকে লীলাবতী হাসপাতালে পৌঁছে দেওয়া অটোচালক ভজন সিং রানা ৷
বুধবার রাতে 'হাম তুম'-এর নায়ক সইফের অভিজাত বান্দ্রা এলাকার বহুতল আবাসনে ঢুকে পড়ে দুষ্কৃতী ৷ নবাবের ছোট ছেলের ঘরেই নাকি প্রথম তাকে দেখা যায় ৷ এরপর পরিবারকে বাঁচাতে প্রাণ বাজি রেখে ওই দুষ্কৃতীর সঙ্গে লড়ে যান সইফ ৷ সিনেমায় অবশ্য এই কাজ বহুবার করেছন তিনি ৷ তাঁকে ছ'বার ছুরি দিয়ে কুপিয়েছে ওই দুষ্কৃতী ৷ দেহের একাধিক জায়গায় ক্ষত হয়ে যায় 'দিল চাহতা হ্যায়'-র সমীরের ৷
জখম হিরো সইফ আলি খানকে লীলাবতী হাসপাতালে নিয়ে যান অটোচালক ভজন রানা সিং (ইটিভি ভারত) পতৌদির নবাবের গ্যারাজে একাধিক বিলাসবহুল গাড়ি থাকলেও সেই সময় সইফকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনও গাড়ি পাওয়া যায়নি বলে খবর ৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে লীলাবতী হাসপতালে নিয়ে যাওয়া হয় ৷ জানা গিয়েছে, সইফের সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ পুত্র ইব্রাহিম ৷ তিনি সইফ ও তাঁর প্রথম স্ত্রী অমৃতার সন্তান ৷
সেই সময় লোকজনের চিৎকার শুনে সইফের বহুতল আবাসন 'সদগুরু শরণ' অ্যাপার্টমেন্টের সামনে অটোরিকশা দাঁড় করান ভজন রানা সিং ৷ তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তাঁর অটোরিকশায় সওয়ার হয়েছেন 'পরিণীতা'র শেখর রায় ৷
এই প্রসঙ্গে ভজন রানা সিং বলেন, "আমি রোজ রাতের দিকে গাড়ি চালাই ৷ তখন রাত 2টো কি 3টে হবে ৷ সদগুরু শরণ অ্য়াপার্টমেন্টের সামনে হঠাৎ দেখি এক মহিলা হাত দেখাচ্ছেন ৷ অটো থামাতে বলছেন ৷ গেটের দিক থেকেও আওয়াজ আসছিল ৷ গাড়িটা ওই বাড়িটার গেটের সামনে দাঁড় করিয়েছি ৷ দেখি, একজনের গা রক্তে ভেসে যাচ্ছে ৷ তাঁকে ঘিরে আরও দু'তিন জন রয়েছেন ৷ মহিলারাও আছেন ৷"
তাঁর রিকশায় বসার পর কী হল ? ভজন রানা বলেন, "তাঁর সাদা কুর্তা রক্তে ভিজে গিয়েছিল ৷ তিনি (সইফ) অটোয় ওঠেন ৷ তাঁর ঘাড়ে আর পিঠে ক্ষত ছিল ৷ আমি হাতের ক্ষতটা আগে দেখতে পাই ৷ তাঁর সঙ্গে একটি ছোট ছেলেও ছিল ৷ আমি জিজ্ঞাসা করি কোথায় নিয়ে যাব ? তখন বলা হয় লীলাবতী হাসপাতাল বা হোলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে চলো ৷ এরপর সইফ বলেন, লীলাবতী হাসপাতাল চলো ৷ 4-5 মিনিটের মধ্যে তাঁদের লীলাবতী পৌঁছে দিই ৷"
হাসপাতালে পৌঁছে দেওয়ার সময়েও অটো রিকশা চালক ভজন রানা সিং জানতেন না, তিনি 'হাম সাথ সাথ হ্যায়'র নায়ক সইফ আলি খানকে নিয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছেন ৷ একের পর এক ছুরির কোপে সইফের শরীরের বিভিন্ন জায়গা দিয়ে রক্ত ঝরছে ৷ ভজন রানা বলে চলেন, "হাসপাতালে পৌঁছে দেওয়ার পর হঠাৎ দেখলাম সাহেবের নাম ধরে সবাই ডাকাডাকি করছেন ৷ এরপর সাহেব হাসপাতালের গার্ডদের উদ্দেশ্য করে বলে ওঠেন, 'একটা স্ট্রেচার আনুন, আমি সইফ আলি খান (ম্যায় সইফ আলি খান হুঁ)' ৷ তখনই আমি জানতে পারলাম যে তিনি সইফ আলি খান ৷" দিন আনা দিন খাওয়া অটো রিকশা চালক ভজন রানা সিং পতৌদির নবাব সইফকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ভাড়া নেননি ৷