পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিজেপির 'চক্রব্যূহ' ভাঙবে বিরোধী শিবির, লোকসভায় মন্তব্য রাহুলের - Rahul Gandhi on BJP Chakravyuh

Rahul Gandhi on BJP Chakravyuh: বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করার অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ রাহুল বলেন, বিজেপি আতঙ্কের 'চক্রব্যূহ' তৈরি করেছে গোটা দেশে ৷ পাশাপাশি দেশের বিরোধী শিবির যে এই চক্র ভাঙতে তৎপর সে কথাও জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷

ETV BHARAT
রাহুল গান্ধি ৷ (ফাইল চিত্র)

By PTI

Published : Jul 29, 2024, 8:21 PM IST

নয়াদিল্লি, 29 জুলাই:বিজেপির বিরুদ্ধে দেশে আতঙ্কের পরিবেশ তৈরি করার অভিযোগ করলেন রাহুল গান্ধি ৷ আর সেটি বোঝাতে সোমবার দিনভর 'চক্রব্যূহ' শব্দটিকে রূপক অর্থ ব্যবহার করে গেলেন লোকসভার বিরোধী দলনেতা ৷ তিনি অভিযোগ করলেন 2024 বাজেটের একমাত্র লক্ষ্য একচেটিয়া পুঁজিবাদ ও একচেটিয়া রাজনীতিকে শক্তিশালী করা ৷

রাহুল বাজেট অধিবেশনে ভাষণ দিতে উঠে বলেন, "একটা 'চক্রব্যূহ'-এর মাধ্যমে ভয়কে ছড়িয়ে দেওয়া হয়েছে ৷ এই 'চক্রব্যূহে' সবাই জড়িয়ে পড়েছে ৷ এমনকী বিজেপির সাংসদ থেকে শুরু করে কর্মী এবং কৃষকরাও ৷" এ প্রসঙ্গে মহাভারতের 'চক্রব্যূহ'-র উদাহরণ টেনে আনেন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, "হাজার হাজার বছর আগে হরিয়ানার কুরুক্ষেত্রে ছ’জন ব্যক্তি এক যুবককে হত্যা করেছিলেন ৷ সেই যুবক অভিমন্যুকে 'চক্রব্যূহে' ফাঁসানো হয়েছিল ৷ সেই 'চক্রব্যূহ' ছিল হিংসা এবং ভয়ের ৷ সেখানে অভিমন্যু বাঁধা পড়েছিলেন এবং তাঁকে হত্যা করা হয়েছিল ৷"

  • নিট নিয়ে সুপ্রিম রায়ে খুশি ধর্মেন্দ্র, রাহুলকে ক্ষমা চাওয়ার দাবি

এই প্রসঙ্গে রাহুল বিজেপির দলীয় প্রতীক 'পদ্ম' ফুলকে চক্রব্যূহের সঙ্গে তুলনা করেন ৷ তিনি বলেন, "চক্রব্যূহকে 'পদ্মব্যূহ' বলা হয় এখনকার সময়ে ৷ যার একাধিক স্তর আছে ৷ ঠিক যেমন পদ্ম ফুলের রয়েছে ৷ আপনারা 'চক্রব্যূহ' তৈরি করবেন ৷ আর আমরা সেই 'চক্রব্যূহ' ভেঙে দেব ৷" রাহুলের অভিযোগ, "একুশ শতকে আরও একটি 'চক্রব্যূহ' তৈরি করা হচ্ছে ৷ আর সেটা পদ্মের আকারে ৷ সেই প্রতীকটি প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) নিজের বুকে লাগিয়ে আসেন ৷ অভিমুন্যুর সঙ্গে যা হয়েছিল, আজ তা দেশের প্রতিটি যুবক-যুবতী, মহিলা, কৃষক এবং ছোট ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্তদের সঙ্গে হচ্ছে ৷"

  • 'কুর্সি বাঁচানোর বাজেট, কংগ্রেসের ইস্তাহার নকল করেছে', বিজেপি সরকারকে কটাক্ষ রাহুলের

কংগ্রেস নেতার অভিযোগ, যে 'চক্রব্যূহ' ভারতকে ঘিরে ধরছে, তার তিনটি শক্তি রয়েছে ৷ প্রথমটি হল, একচেটিয়া পুঁজি এবং আর্থিক ক্ষমতাকে কেন্দ্রীভূত করার ধারণা ৷ দ্বিতীয়ত, সংস্থা এবং এজেন্সি অর্থাৎ, ইডি, সিবিআই ও আইটি বিভাগকে বশিভূত করা এবং তিন নম্বর হল একচেটিয়া রাজনৈতিক কার্যকলাপ ৷ আর এই তিনটি শক্তিকে ব্যবহার করে পুরো দেশে আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগ করেছেন রাহুল গান্ধি ৷

  • ‘নিজেকে ছাড়া সবাইকে দোষারোপ করেন শিক্ষামন্ত্রী’, রাহুলের প্রশ্নবাণে বিদ্ধ ধর্মেন্দ্র

ABOUT THE AUTHOR

...view details