হায়দরাবাদ, 22 নভেম্বর: দৃষ্টিহীনদের জন্য সুখবর! এই অত্যাধুনিক প্রযুক্তি, বা বলা ভালো কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দৃষ্টিহীনদের জন্য স্মার্ট গ্লাস তৈরি করেছে কিমস ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার (কেএফআরসি) ৷ এই বিশেষ চশমাটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত ৷ এতে দৃষ্টিহীনদের আর লাঠির দরকার হবে না ৷ তাঁরা আরও বেশি স্বনির্ভর হয়ে উঠবেন ৷ যাতায়াতেও সুবিধে হবে ৷
ভারতের প্রায় 2 কোটি দৃষ্টিশক্তিহীন মানুষের জীবন বদলে দিতে পারে কিমস ফাউন্ডেশনের এআই ক্ষমতাসম্পন্ন স্মার্ট গ্লাস ৷ বৃহস্পতিবার সেকেন্দ্রাবাদের কিমস হাসপাতালে একটি অনুষ্ঠানে এই স্মার্ট গ্লাসের উদ্বোধন করেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা ৷ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিমস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডাঃ বল্লিনেনি ভাস্করা রাও, ডিআরডিও-র প্রাক্তন বিজ্ঞানী ডাঃ ভি ভুজঙ্গা রাও, এলভি প্রসাদ আই ইনস্টিটিউট-এর প্রতিষ্ঠাতা ডাঃ জি এন রাও ৷
এদিন এই স্মার্ট গ্লাস বিনামূল্যে ছাত্রছাত্রী এবং অন্যদের মধ্যে বিতরণ করা হয় ৷ রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ৷ তিনি বলেন, "এই এআই ক্ষমতাসম্পন্ন স্মার্ট গ্লাস দৃষ্টিহীনদের জীবনে নতুন আলো নিয়ে আসবে ৷ উজ্জ্বল ভবিষ্যতের আশা জাগাবে ৷" এর জন্য তিনি কিমস ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার-কে কৃতজ্ঞতাও জানান ৷
কিমস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডাঃ বল্লিনেনি ভাস্করা রাও উল্লেখ করেন, এই গ্লাসের সাহায্যে দৃষ্টিহীনদের জীবনে আত্মবিশ্বাস বাড়বে ৷ তিনি ঘোষণা করেন, প্রথম দফায় 100 জনের মধ্যে এই বিশেষ চশমা বিতরণ করা হয়েছে ৷ প্রাপক এবং তাঁদের পরিবারের জন্য একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে ৷ এতে তাঁরা এই চশমা কীভাবে ব্যবহার করতে হয়, তা জানতে পারবেন ৷
এলভি প্রসাদ আই ইনস্টিটিউট-এর প্রতিষ্ঠাতা ডাঃ জি এন রাও দৃষ্টিশক্তহীনদের প্রতিদিনের জীবনে চ্যালেঞ্জের কথা তুলে ধরেন ৷ তিনি জানান, এলভি প্রসাদ হাসপাতালে গবেষণা চলছে, কীভাবে দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা যায়, আরও ভালো যন্ত্র উদ্ভাবন করা যায় ৷
ডিআরডিও-র প্রাক্তন বিজ্ঞানী ডাঃ ভি ভুজঙ্গা রাও কেএফআরসি-র চেয়ারম্যান পদে রয়েছেন ৷ তিনি জানান, এই বিশেষ চশমাগুলি বিখ্যাত স্বেচ্ছাসেবী সংস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থার মাধ্যমে বিতরণ করা হয়েছে ৷
2010 সালে এআই ক্ষমতাসম্পন্ন স্মার্ট গ্লাস তৈরি করে কেএফআরসি এবং এই উদ্ভাবনের নেতৃত্বে ছিলেন ডাঃ বল্লিনেনি ভাস্করা রাও ৷ এই কাজে সহযোগিতা করেছে রাজেশ রাজুর অচলা হেলথ সার্ভিসেস ৷ অচলা সলিউশনস-এর সিইও রাজেশ রাজু ব্যবহারকারীদের উদ্দেশে জানিয়েছেন, চশমা ব্যবহারের সময় কোনও রকম প্রযুক্তগত সমস্যা হলে তাঁরা যেন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে তা জানান ৷
স্মার্ট গ্লাসের প্রধান বৈশিষ্ট্যগুলি
এআই ক্ষমতাসম্পন্ন এই বিশেষ চশমায় এমন অনেক কিছু রয়েছে, যা দৃষ্টিশক্তহীনদের বিভিন্নভাবে সাহায্য করতে পারে ৷
মুখ চেনা: এই স্মার্ট গ্লাসে 400টি মুখের ছবি জমা করা যায় ৷ এতে ব্যবহারকারী সহজেই তাঁর পরিবার, বন্ধু এবং পরিচিতদের নাম স্টোর করতে পারবেন ৷ তাঁদের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ আরও সুবিধেজনক হয়ে উঠবে ৷ অন্যদের উপর নির্ভরশীলতা কমবে ৷
রাস্তা চেনায় সহযোগিতা: ব্যবহারকারী তাঁর বাড়ি, অফিস বা কলেজের মতো জায়গাগুলির পথ এই চশমায় স্টোর করে রাখতে পারবেন ৷ তাহলে রাস্তা চিনে যাতায়াত সুবিধেজনক হবে ৷ কম সময়ে নিরাপদে যাতায়াত করার বিষয়টি নিশ্চিত হবে ৷
টেক্সট-টু-স্পিচ ফাংশান: স্মার্ট গ্লাসে কোনও কিছু পড়ার সুবন্দোবস্ত রয়েছে ৷ তাতে যন্ত্রটি জোরে জোরে পড়ে শোনাতে পারবে দৃষ্টিহীন ব্যবহারকারীকে ৷ তা বই হোক, বা রাস্তায় কোনও প্ল্যাকার্ড, বোর্ড বা কোনও নথি ৷ ছাপার অক্ষরে লেখা সবকিছুই পড়ে শোনাবে স্মার্ট গ্লাস ৷
স্মার্ট গ্লাসের স্বল্প ওজন: এই গ্লাসের ওজন মাত্র 45 গ্রাম ৷ এত হালকা ও আরামদায়র চশমা দীর্ঘক্ষণ পরে থাকতে কোনও অসুবিধে হবে না ব্যবহারকারীর ৷ যাঁরা সারাদিন ধরে চশমা পরে থাকেন, বা থাকতে হয়, তাঁদের ক্ষেত্রে এই চশমা আরামদায়ক হবে ৷
এআই স্মার্ট গ্লাসের মূল্য: এই বিশেষ চশমার প্রতিটির মূল্য 10 হাজার টাকা ৷ যদিও প্রথম দফায় এটি দৃষ্টিহীন ছাত্রছাত্রী ও অন্যদের মধ্যে বিনামূল্যেই বিতরণ করা হয়েছে ৷ কেএফআরসি-র চেয়ারম্যান ডাঃ ভি ভুজঙ্গা রাও জানান, এর উদ্দেশ্য এই চশমা আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া ৷ তিনি বলেন, "আমাদের প্রাথমিক লক্ষ্য দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা ৷ আমরা এই চশমার ফিডব্যাক পেলে নতুন পরিকল্পনা করব ৷ যাতে এই চশমা আরও সুলভ মূল্যে সহজেই পাওয়া যায় ৷"
স্মার্ট গ্লাস কীভাবে কাজ করে ?
স্মার্ট গ্লাসে ব্যবহৃত প্রযুক্তি কম্পিউটারে তৈরি করা হয়েছে ৷ মেশিন লার্নিং অ্যালগোরিদম অনুসারে এটি কাজ করে ৷ ইউএসবি রিচার্জেবল ব্যাটারি রয়েছে এই স্মার্ট গ্লাসে এবং একটি অ্যাপও দেওয়া হচ্ছে ৷ সেই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী ঠিকানা, মুখ এবং রাস্তা সংক্রান্ত বিভিন্ন তথ্য এই বিশেষ চশমায় স্টোর করে রাখতে পারবেন ৷ পরে এই চশমা তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি আরও উন্নত হলে এই স্মার্ট গ্লাসও আরও ক্ষমতাসম্পন্ন হয়ে উঠবে ৷ অত্যাধুনিক বৈশিষ্ট্যগুলি কম দামেই পাওয়া যাবে ৷