নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অতীশি ৷ আম আদমি পার্টি (আপ) নেত্রী অতীশি শনিবার বিকেলে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। তাঁর পাশাপাশি, গোপাল রাই, কৈলাশ গেহলত, সৌরভ ভরদ্বাজ, ইমরান হুসেন এবং মুকেশ আহলাওয়াতও দিল্লির নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। রাজনৈতিক মহলকে চমকে দিয়ে প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন মুকেশ।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা অতীশি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অতীশিকে দিল্লির মুখ্যমন্ত্রী নিযুক্ত করেছেন। একই সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগও গ্রহণ করেছেন তিনি। মঙ্গলবার দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনাকে পদত্যাগের কথা জানান কেজরি। সাংবিধান অনুসারে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ইস্তফা দেওয়া মানে পুরো মন্ত্রিসভার ইস্তফা। কেজরিওয়াল পদত্যাগ করার পর হবু মুখ্যমন্ত্রীর নাম নিয়ে চর্চা শুরু হয় ৷ দ্রুত আপ শিবির অতিশীর নাম ঘোষণা করে দেয়। সেই মতো আজ শপথ নিলেন তিনি ।