পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মৃতের সংখ্যা বেড়ে 29, বন্যার কবলে অসমের 12টি জেলা - Assam Flood Situation - ASSAM FLOOD SITUATION

Assam Flood Situation: ক্রমশ ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে অসমে ৷ এবছরেও বর্ষা আসতেই বন্যা দেখা দিয়েছে অসমের বারোটি জেলায় ৷ আজ অসমের বন্যায় আরও দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন ৷

ETV BHARAT
অসমের বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে 29 (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 23, 2024, 7:46 PM IST

Updated : Jun 23, 2024, 8:15 PM IST

গুয়াহাটি, 23 জুন: লাগাতার বৃষ্টি ও তার জেরে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ প্রকোপ ৷ দু’য়ের জেরে ক্রমশ খারাপের পথে অসমের বন্যা পরিস্থিতি ৷ আজ আরও 2 জনের দেহ উদ্ধার হয়েছে ৷ ফলে অসমের বন্যায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল 29 ৷ এমনকী ব্রহ্মপুত্রের জল এখনও অনেক গ্রামে ঢুকছে ৷ আর তার ফলস্বরূপ ছাদ-সমান জলে ডুবে রয়েছে অসমের একাধিক গ্রাম ৷ জানা গিয়েছে, মোট 12টি জেলা এই বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

সরকারি তথ্য অনুযায়ী, অসমের 12টি জেলার 1 হাজার 27টি গ্রামের অবস্থা খুবই ভয়ঙ্কর ৷ সেই গ্রামগুলি পুরোপুরি জলে ডুবে রয়েছে ৷ নৌকা ও কলাগাছ দিয়ে তৈরি ভেলা নিয়ে লোকজন যাতায়াত করছে ৷ কোথাও কোথাও প্রায় কোমর সমান জলের মধ্যে দিয়ে চলাচল করছে সাধারণ মানুষ ৷ সরকারি তথ্য বলছে, 2 লক্ষ 63 হাজার 452 জন এই বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ যে 29 জন মারা গিয়েছেন, তাঁদের মধ্যে দু’জনের দেহ আজ পাওয়া গিয়েছে ৷ তাঁদের একজন বারপেতা এবং অপরজন বাজালি জেলার বাসিন্দা ৷

12টি জেলার 33টি রাজস্ব ক্ষেত্র এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এই জেলাগুলিতে ব্যাপক চাষবাসের ক্ষত হয়েছে ৷ সঙ্গে গবাদি পশুর মৃত্যু তো রয়েছেই ৷ সেই সঙ্গে দোকানপাট-সহ নানান ক্ষেত্রে ক্ষতির পরিমাণ ক্রমশ বেড়ে চলেছে ৷ অসমের যে বারোটি জেলা বন্যা কবলিত সেগুলি হল, বারপেতা, কামরূপ, বাজালি, গোয়ালপাড়া, নাগাওঁ, হোজাই, ওদলাগুড়ি, করিমগঞ্জ, দাররাংগ, নলবাড়ি, কামরূপ মেট্রোপলিটান এবং কাছার ৷ সরকারি হিসেব অনুযায়ী, কামরূপ জেলার 314টি গ্রাম ও করিমগঞ্জের 262টি গ্রাম জলের তলায় চলে গিয়েছে ৷

প্রচুর চাষের জমি এই মুহূর্তে জলের তলায় ৷ প্রায় 3 হাজার 995 হেক্টর চাষের জমি জলে ডুবে গিয়েছে ৷ আর এর মধ্যে অধিকাংশ চাষের জমি রয়েছে নাগাওঁ জেলায় ৷ সবমিলিয়ে নগাওঁ জেলায় প্রায় 1 হাজার 532 হেক্টর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ একইভাবে কামরূপে 1 হাজার 408 হেক্টর ও দারাংগ জেলায় 733 হেক্টর জমি জলে ডুবে গিয়েছে ৷

Last Updated : Jun 23, 2024, 8:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details