নয়াদিল্লি, 8 জানুয়ারি: ইন্ডিয়া শিবিরের নেতৃত্ব নিয়ে কংগ্রেস কি নিজেদের চিরাচরিত 'একচেটিয়া মনেভাব' থেকে মুক্ত হতে এখনও পারেনি? নেতৃত্ব বন্টনের প্রশ্নে কি তাদের আন্তরিকতার অভাব আছে ? রাজনৈতিক মহলের এমন চর্চার মধ্যেই বিরোধী জোট আরও একবার পড়ল বড়সড় প্রশ্নের মুখে। দিল্লির বিধানসভা নির্বাচনে সরাসরি লড়াই হচ্ছে আপ এবং কংগ্রেসের। এবার আপ-কে সমর্থনের সিদ্ধান্ত নিল তৃণমূল। এক্স হ্যান্ডেলে পোস্ট করে 'মমতাদি'কে ধন্যবাদও জানালেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, "দিল্লির নির্বাচনে আপকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল । ব্যক্তিগতভাবে আমি মমতাদিদির কাছে কৃতজ্ঞ! আমাদের ভালো এবং খারাপ-দুই পরিস্থিতিতেই আপনি সবসময় আমাদের পাশে থেকেছেন ।"
লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলি একছাতার তলায় আসার সিদ্ধান্ত নেয়। তৈরি হয় ইন্ডিয়া শিবির। আপ ও কংগ্রেস তাতে সামিল হয় । আছে তৃণমূল থেকে শুরু করে আরও বেশ কয়েকটি বিজেপি বিরোধী দল । দিল্লিতে লোকসভার সাতটি আসনে জোট বেঁধে লড়ে আপ ও কংগ্রেস । তাতে আসন জেতা হয়নি বটে তবে প্রাপ্ত ভোটের শতাংশ বাড়ে উল্লেখযোগ্যভাবে। বিধানসভা নির্বাচনে অবশ্য একাই লড়ছে এই দুটি দল। ঠিক এখানেই কেজরির দলকে সমর্থন সিদ্ধান্ত মমতার।