পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে কেজরিওয়াল - Arvind Kejriwal

Excise Policy Scam Case: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ইডির থেকে রক্ষাকবচ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অরবিন্দ কেজরিওয়াল ৷ আজ এই মামলা শুনবে ডিভিশন বেঞ্চ ৷ ইডি তাঁকে গ্রেফতার করতে পারে বলে আশঙ্কা দিল্লির মুখ্যমন্ত্রীর ৷

Arvind Kejriwal
Arvind Kejriwal

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 10:18 AM IST

নয়াদিল্লি, 21 মার্চ:আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ এই মামলায় তাঁর বিরুদ্ধে জোরপূর্বক কোনও ব্যবস্থা যাতে না নেওয়া হয় তার জন্য রক্ষাকবচ চেয়ে আদালতে নতুন করে আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ বিচারপতি সুরেশ কুমার কাইতের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আজ মামলাটি শুনবে ।

দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় এখন পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অরবিন্দ কেজরিওয়ালকে 9টি সমন জারি করেছে । কিন্তু সেই তলবে সাড়া দিয়ে হাজিরা দিতে যাননি তিনি ৷ এরপরেই আদালতের দ্বারস্থ হয় ইডি ৷ বুধবার দিল্লি হাইকোর্টে এই সম্পর্কিত মামলার শুনানির সময় কেজরিওয়ালের আইনজীবীরা জানিয়েছেন, যদি আদালত নিরাপত্তা দেয় দিল্লির মুখ্যমন্ত্রী হাজিরা দিতে প্রস্তুত ৷ তবে তাঁদের আশঙ্কা রয়েছে যে তাঁকে গ্রেফতার করতে পারে ইডি ।

আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ইডির শেষ সমন অনুযায়ী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অরবিন্দ কেজরিওয়ালকে চলতি বছরের 21 মার্চ হাজিরা দেওয়ার জন্য ডেকেছিল । ইডির সেই সমনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ এই মামলায় বুধবার হাইকোর্ট কেজরিওয়ালের আবেদনের ভিত্তিতে ইডির প্রতিক্রিয়া জানতে চেয়েছে ।

শুনানির সময় বেঞ্চ কেজরিওয়ালের আইনজীবীদের জিজ্ঞাসা করেছিল, " এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে কেন হাজিরা দিচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী?" এর জবাবে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, আপ নেতা মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিংকেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে । আমাদের আশঙ্কা যে ইডি কেরজিওয়ালকেও গ্রেফতার করবে ৷ তবে তাঁকে সুরক্ষা দেওয়া হলে তিনি হাজিরা দিতে প্রস্তুত ।

কেজরিওয়ালের আবেদনে বলা হয়েছে, আগামী মাসে লোকসভা নির্বাচন ৷ তার আগে আপ প্রধানকে গ্রেফতার করতে চায় ইডি ৷ কেন্দ্রের নিয়ন্ত্রণে এই তদন্তকারী সংস্থা ৷ তাই মোদি সরকারের হয়ে কাজ করতে ইডি ৷ কেজরিওয়াল বিরোধী 'ইন্ডিয়া' জোটের অন্যতম মুখ ৷ তাঁকে গ্রেফতার করলে নির্বাচনের আগে ভোট বাক্সে প্রভাব পরবে বলে মনে করছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন:

  1. কেজরিকে আরও একটি সমন ইডির, সোমে তলব দিল্লি জল বোর্ডে আর্থিক তছরুপ মামলায়
  2. মার্চেই জিজ্ঞাসাবাদ, কেজরিওয়ালকে নবম সমন জারি ইডির
  3. ইডির সমন মামলায় রাউজ অ্যাভিনিউ কোর্টে জামিন কেজরিওয়ালের

ABOUT THE AUTHOR

...view details