নয়াদিল্লি, 23 মার্চ: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ দিল্লির আবগারী দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি ৷ সেই গ্রেফতারির বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ সূত্র মারফত জানা গিয়েছে, আম আদমি পার্টির লিগাল টিমের তরফে এই মামলার শুনানি রবিবার করার জন্য আবেদন করা হয়েছে ৷ তবে তা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে,মামলার শুনানি হবে আগামী সপ্তাহে।
কেজরিওয়াল এখন ইডি-র হেফাজতে রয়েছেন ৷ তাঁকে আগামী 28 মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছে ট্রায়াল কোর্ট ৷ কিন্তু কেজরিওয়ালের অভিযোগ, ইডি তাঁকে বেআইনিভাবে গ্রেফতার করেছে ৷ তাই তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক ৷ তবে আগামিকাল, রবিবার এই মামলার শুনানি হবে কি না, সেই বিষয়টি এখনও জানা যায়নি ৷
উল্লেখ্য, দিল্লির আবগারী দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেজরিওয়ালকে একাধিকবার সমন পাঠায় ইডি ৷ কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়ে যান তিনি ৷ বরং তিনি দাবি করতেন যে কেন্দ্রের শাসক দল বিজেপির সমালোচক হওয়ায় তাঁকে রাজনৈতিকভাবে হেনস্তা করা হচ্ছে ৷ তাই ইডির সমন বেআইনি বলে বারবার সরব হয়েছেন তিনি ৷
এই নিয়ে তিনি পরপর দু’দিন দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ৷ রক্ষাকবচের আবেদন করেন ৷ দু’দিনই কেজরিওয়ালকে ফিরিয়ে দেয় দিল্লি হাইকোর্ট ৷ এর পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করে ইডি ৷ তার পরই হইচই পড়ে যায় জাতীয় রাজনীতিতে ৷ সরব হন বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’র নেতারা ৷ লোকসভা ভোটের জন্য মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ার পরও কিভাবে এই গ্রেফতারি, তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা ৷ শুক্রবার নির্বাচন কমিশনেও যায় ‘ইন্ডিয়া’র প্রতিনিধি দল ৷