পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারত-পাকিস্তান সীমান্তের সেনাঘাঁটিতে সন্দেহভাজন, জয়সলমীরে আটক পাকিস্তানি যুবক - Pakistani Youth Detained

Suspicious Pakistani Youth Detained: ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে এক যুবকের গতিবিধি দেখে সন্দেহ হয় সেনা গোয়েন্দাদের ৷ জানা যায়, ওই যুবক পাকিস্তানের নাগরিক ৷ ভিসা নিয়ে ভারতে এসে বাস করছে ৷ তাকে আটক করেছে গোয়েন্দারা ৷

ETV Bharat
ভারত ও পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে আটক সন্দেহভাজন পাকিস্তানি

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 1:59 PM IST

জয়সলমের, 6 ফেব্রুয়ারি: সন্দেহভাজন পাকিস্তানি যুবককে আটক করল সেনাবাহিনীর গোয়েন্দা দল ৷ সূত্রের খবর, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে হঠাৎ তল্লাশি অভিযান চালায় ভারতের সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ ৷ সেই সময় এক যুবকের গতিবিধি দেখে সন্দেহ হয় তদন্তকারীদের ৷ রাজস্থানের জয়সলমেরেসেনাঘাঁটি থেকে ওই সন্দেহভাজন যুবককে ধরে সেনাবাহিনী ৷

এসপি বিকাশ সানগাওয়ান বলেন, "সেনাবাহিনীর ইন্টেলিজেন্স দল এক সন্দেহভাজন যুবককে জয়সলমেরের আর্মি ক্যান্টনমেন্ট থেকে আটক করেছে ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই যুবক পাকিস্তানের নাগরিক ৷ সে আর্মি ক্যান্টনমেন্টে শ্রমিকের কাজ করছিল ৷ তার কাছ থেকে একটি ফোন পাওয়া গিয়েছে ৷ সেটি তদন্তের জন্য পাঠানো হয়েছে ৷" পুলিশ আধিকারিক আরও জানান, ওই যুবক দীর্ঘ সময়ের ভিসা নিয়ে ভারতে বাস করছিল ৷ তার সঙ্গে পাকিস্তানের যোগাযোগ রয়েছে ৷ সেই তথ্যও সামনে এসেছে ৷ তবে জয়েন্ট ইনটেলিজেন্স কমিটির রিপোর্ট পেলে পুরো বিষয়টি পরিষ্কার জানা যাবে ৷

সেনা সূূত্রের খবর, পাকিস্তানের নাগরিক ওই যুবক সেনাঘাঁটিতে চুক্তিভিত্তিক শ্রমিকের কাজ করছিল ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তার নাম মনু ভিল ৷ বয়স 24 ৷ জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, মনু পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের বাসিন্দা ৷ 2014 সালে সে তার পরিবারের সঙ্গে ভারতে আসে ৷ 2024 সালের জানুয়ারি মাস থেকে একজন শ্রমিক হিসেবে সেনাঘাঁটিতে কাজ করছিল ৷

কীভাবে ধরা পড়ল পাকিস্তানি যুবক মনু ? আর্মির গোয়েন্দা দল মাঝে মাঝেই আচমকা তল্লাশিতে নামে ৷ এমন সময় ওই যুবককে দেখে তাদের সন্দেহ হয় সেনা গোয়েন্দাদের ৷ ওই যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদ করে সেনা ৷ ওই যুবকের কাছ থেকে একটি মোবাইল ফোনও পাওয়া যায় ৷ তদন্তে জানা যায়, ওই যুবকের পাকিস্তানে যোগাযোগ রয়েছে ৷ পাকিস্তানে অনেকের সঙ্গেই কথাবার্তা বলত মনু ভিল ৷ কখনও চ্যাটিং, কখনও ভিডিয়ো এবং কখনও অডিয়ো মাধ্যমে যোগাযোগ রাখল মনু ৷ এমনকী ধরা পড়ার আগেও সে পাকিস্তানের কয়েকটি নম্বরে ফোন করে কথা বলেছে ৷ সেনা তাকে জয়সলমেরের কোতোয়ালি থানার হাতে তুলে দিয়েছে ৷

আরও পড়ুন:

  1. সোমালিয়ায় জলদস্যুদের কবলে জাহাজ ! 19 পাকিস্তানি নাগরিককে উদ্ধার ভারতীয় নৌসেনার
  2. উত্তর পশ্চিম পাকিস্তানের থানায় জঙ্গি হামলা, নিহত অন্তত 10
  3. বৃহস্পতিতে পাকিস্তানে নির্বাচন, মঙ্গলবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার

ABOUT THE AUTHOR

...view details