পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুঞ্চে লাইন অফ কন্ট্রোল পরিদর্শনে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী - ARMY CHIEF VISITS LOC IN POONCH - ARMY CHIEF VISITS LOC IN POONCH

Army Chief Visits LoC: জম্মু ও কাশ্মীরে পৌঁছেই পুঞ্চে লাইন অফ কন্ট্রোল পরিদর্শন করলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ৷ সেনাপ্রধান পদে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দ্বিবেদী জম্মু ও কাশ্মীরে গেলেন ৷ সেখানে তিনি সেনা জওয়ান এবং আধিকারিকদের সঙ্গে দেখাও করেছেন ৷

ETV BHARAT
সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 10:02 PM IST

জম্মু ও কাশ্মীর, 2 জুলাই: সেনাপ্রধানের দায়িত্ব নিয়ে প্রথমবার জম্মু ও কাশ্মীরে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ৷ বুধবার জম্মু ও কাশ্মীরে পৌঁছেই তিনি পুঞ্চ জেলায় পাকিস্তান সীমান্তে লাইন অফ কন্ট্রোল পরিদর্শনে যান ৷ আজ তিনি পুঞ্চে সেনা অফিসার এবং জওয়ানদের সঙ্গে দেখা করেছেন ৷ সেখান থেকে তিনি জম্মুতে 16 কর্পস নাগরাকোটা হেডকোয়ার্টারে পরিদর্শন করবেন ৷

এদিন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী পুঞ্চে ব্রিগেড হেডকোয়ার্টারে যান ৷ সেখানে ফিল্ড কমান্ডারদের সঙ্গে লাইন অফ কন্ট্রোলের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি ৷ প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, সেনাপ্রধান লাইন অফ কন্ট্রোল-সহ সমগ্র উপত্য়কায় জঙ্গি দমন অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ৷ সেই সঙ্গে সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের সঙ্গে সেনা জওয়ানদের সম্পর্ক আরও উন্নত করার নির্দেশ দিয়েছেন তিনি ৷ মূলত, জঙ্গি মোকাবিলায় সুবিধার জন্যই এই নির্দেশ দিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, সম্প্রতি রাজৌরি জেলায় অল্পবিস্তর জঙ্গি কার্যকলাপের খবর পাওয়া গিয়েছে ৷ যা প্রতিরক্ষামন্ত্রককে ভাবাচ্ছে ৷

এখান থেকে জেনারেল দ্বিবেদীর যাওয়ার কথা ছিল জম্মুর 16 কর্পস নাগরাকোটা হেডকোয়ার্টারে ৷ এটি উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর প্রধান বেস ক্যাম্প ৷ সেখানে সেনার উচ্চপদস্থ আধিকারিক, কমান্ডার এবং জম্মু ও কাশ্মীর পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি ৷ থাকবে গোয়েন্দা শাখার আধিকারিকরাও ৷ বুধেই তাঁর দিল্লি ফিরে আসার কথা ৷ তবে, পুরোটাই নির্ভর করছে আবহাওয়ার উপর ৷ উল্লেখ্য, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী উধমপুর হেডকোয়ার্টারের নর্দার্ন কম্যান্ডে সেনা কমান্ডার হিসেবে দায়িত্বপালন করেছেন ৷ এখান থেকেই জম্মু ও কাশ্মীর এবং লাদাখ অঞ্চলে ভারতীয় সেনার তিনটি বিভাগকে পরিচালনা করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details