নয়াদিল্লি, 25 জানুয়ারি: 76তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্মপ্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্র ৷ ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি জেএস খেহর, প্রয়াত সুজুকি প্রধান ওসামু সুজুকি এবং লোকশিল্পী প্রয়াত শারদা সিনহা-সহ 139 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে । তালিকায় বাংলা থেকে রয়েছেন মমতা শঙ্কর, অরিজিৎ সিংয়ের নামও ৷
বেসামরিক পুরস্কারের মধ্যে সাতজন পদ্মবিভূষণ, 19 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন । স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘পুরস্কারপ্রাপকদের মধ্যে 23 জন মহিলা ৷ তালিকায় বিদেশী, অনাবাসী ভারতীয়, পিআইও, ওসিআই এবং 13 জন মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত রয়েছেন ৷’’
পদ্ম পুরস্কারপ্রাপকদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "সকল পদ্ম পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন ! ভারত তাঁদের অসাধারণ কৃতিত্বকে সম্মান জানাতে এবং উদযাপন করতে পেরে গর্বিত । তাঁদের নিষ্ঠা এবং অধ্যবসায় সত্যিই অনুপ্রেরণাদায়ক। প্রতিটি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি কঠোর পরিশ্রম, আবেগ এবং উদ্ভাবনের সমার্থক ৷ যা অসংখ্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে । তাঁরা আমাদের উৎকর্ষতার জন্য প্রচেষ্টা এবং নিঃস্বার্থভাবে সমাজের সেবা করার মূল্য শেখায়।"
প্রাক্তন প্রধান বিচারপতি বিচারপতি (অবসরপ্রাপ্ত) জগদীশ সিং খেহরকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে ৷ সুজুকি প্রধান ওসামু সুজুকি, লোকশিল্পী শারদা সিনহা এবং এম টি বাসুদেবন নায়ার (মরণোত্তর) এই সম্মান পাচ্ছেন । দিনমালার প্রকাশক লক্ষ্মীপতি রামাসুব্বাইয়ারকে সাহিত্য, শিক্ষা এবং সাংবাদিকতার জন্য পদ্মশ্রী প্রদান করা হয়েছে ।
এছাড়াও বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি, অর্থনীতিবিদ বিবেক দেবরয়, গজল গায়ক পঙ্কজ উধাসকে মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হয়েছে । মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং লোকসভার প্রাক্তন স্পিকার মনোহর জোশী (মরণোত্তর) এবং চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুরকে পদ্মভূষণ দেওয়া হয়েছে ।
তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণ এবং প্রাক্তন হকি গোলরক্ষক পিআর শ্রীজেশকে পদ্মভূষণ প্রদান করা হয়েছে । পদ্মশ্রী পাচ্ছেন প্রাক্তন এসবিআই চেয়ারপারসন অরুন্ধতী ভট্টাচার্য এবং অবসরপ্রাপ্ত ক্রিকেটার আর অশ্বিন এবং প্রাক্তন ফুটবলার আইএম বিজয়ন ৷