পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চালক-সহকারী ফোনে ক্রিকেট দেখায় মত্ত ছিলেন, অন্ধ্রে রেল দুর্ঘটনার কারণ দর্শালেন রেলমন্ত্রী

Andhra Pradesh Train Accident Cause: গত বছরের 29 অক্টোবর বিশাখাপত্তনম-রায়গড়া প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে ওই একই রুট দিয়ে যাওয়া বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে ৷ শনিবার সেই দুর্ঘটনার কারণ জালালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷

railway minister
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

By PTI

Published : Mar 3, 2024, 11:09 AM IST

নয়াদিল্লি, 3 মার্চ: চালক এবং সহকারী চালক ফোনে ক্রিকেট ম্যাচ দেখতে ব্যস্ত ছিলেন ৷ এর ফলেই গত বছর 29 অক্টোবর দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল অন্ধ্রপ্রদেশে ৷ শনিবার দুর্ঘটনার কারণ হিসাবে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলার কান্তকাপল্লিতে হাওড়া-চেন্নাই লাইনে ওইদিন সন্ধে 7টায় রায়গাদা প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম-পলাসা ট্রেনটিকে পিছন থেকে এসে ধাক্কা মারে । দুর্ঘটনায় 14 জন যাত্রীর মৃত্যু হয় ৷ আহত হয়েছিলেন বহু যাত্রী ।

ভারতীয় রেলওয়ে কাজ করছে এমন নতুন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাতে গিয়ে রেলমন্ত্রী অন্ধ্র ট্রেন দুর্ঘটনার কারণ দর্শান শনিবার। তিনি বলেন, "লোকো পাইলট এবং কো-পাইলট উভয়েই ক্রিকেট ম্যাচটি দেখে বিভ্রান্ত হয়েছিলেন তাই অন্ধ্রপ্রদেশে সাম্প্রতিক সময়ে ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে । এখন আমরা এমন সিস্টেম ইনস্টল করছি যা এই ধরনের কোনও বিভ্রান্তি সনাক্ত করতে পারে এবং নিশ্চিত করতে পারে যে চালক এবং সহকারী চালকরা ট্রেন চালানোয় সম্পূর্ণ মনোযোগী রয়েছেন ৷ সংবাদসংস্থা পিটিআইকে অশ্বিনী বৈষ্ণব বলেছেন, "আমরা নিরাপত্তার দিকে আরও গুরুত্ব দেব । আমরা প্রতিটি ঘটনার মূল কারণ খুঁজে বের করার চেষ্টা করি এবং আমরা সমাধান বের করি যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় ।"

যদিও অন্ধ্র ট্রেন দুর্ঘটনা কমিশনারস অফ রেলওয়ে সেফটি (সিআরএস) দ্বারা পরিচালিত তদন্ত রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি ৷ তবে দুর্ঘটনার একদিন পরে রেলওয়ে প্রাথমিক তদন্তে রায়গাদা প্যাসেঞ্জার ট্রেনের চালক এবং সহকারী চালককে দুর্ঘটনার জন্য দায়ী করেছিল । নিয়ম লঙ্ঘন করে দু'টি সিগনাল অতিক্রম করেছিল ট্রেনটি ৷ দুর্ঘটনায় চালক এবং সহকারী চালকও নিহত হয়েছিলেন । (পিটিআই)

আরও পড়ুন:

  1. অন্ধ্রে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ, মৃত কমপক্ষে 6
  2. মৃত বেড়ে 14, চলছে উদ্ধার কাজ; দুর্ঘটনার জন্য রেলকেই দুষলেন মমতা
  3. দুর্ঘটনার জেরে বাতিল বহু ট্রেন, আহত-নিহতদের আর্থিক সাহায্যের ঘোষণা

ABOUT THE AUTHOR

...view details