নয়াদিল্লি, 3 মার্চ: চালক এবং সহকারী চালক ফোনে ক্রিকেট ম্যাচ দেখতে ব্যস্ত ছিলেন ৷ এর ফলেই গত বছর 29 অক্টোবর দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল অন্ধ্রপ্রদেশে ৷ শনিবার দুর্ঘটনার কারণ হিসাবে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলার কান্তকাপল্লিতে হাওড়া-চেন্নাই লাইনে ওইদিন সন্ধে 7টায় রায়গাদা প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম-পলাসা ট্রেনটিকে পিছন থেকে এসে ধাক্কা মারে । দুর্ঘটনায় 14 জন যাত্রীর মৃত্যু হয় ৷ আহত হয়েছিলেন বহু যাত্রী ।
ভারতীয় রেলওয়ে কাজ করছে এমন নতুন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাতে গিয়ে রেলমন্ত্রী অন্ধ্র ট্রেন দুর্ঘটনার কারণ দর্শান শনিবার। তিনি বলেন, "লোকো পাইলট এবং কো-পাইলট উভয়েই ক্রিকেট ম্যাচটি দেখে বিভ্রান্ত হয়েছিলেন তাই অন্ধ্রপ্রদেশে সাম্প্রতিক সময়ে ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে । এখন আমরা এমন সিস্টেম ইনস্টল করছি যা এই ধরনের কোনও বিভ্রান্তি সনাক্ত করতে পারে এবং নিশ্চিত করতে পারে যে চালক এবং সহকারী চালকরা ট্রেন চালানোয় সম্পূর্ণ মনোযোগী রয়েছেন ৷ সংবাদসংস্থা পিটিআইকে অশ্বিনী বৈষ্ণব বলেছেন, "আমরা নিরাপত্তার দিকে আরও গুরুত্ব দেব । আমরা প্রতিটি ঘটনার মূল কারণ খুঁজে বের করার চেষ্টা করি এবং আমরা সমাধান বের করি যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় ।"