সীতামারি, 17 মে: পঞ্চম দফার অধীনে বিহারের পাঁচ আসনে ভোট ৷ 20 মে নির্বাচনের আগে সীতামারিতে ভোট প্রচারে এসে অযোধ্য়ার মতো সীতা দেবীর মন্দির প্রতিষ্ঠার ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের কথায়, রামজন্মভূমি অযোধ্য়ায় যেমন মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তেমনই মা সীতার জন্মস্থানেও তৈরি হবে মন্দির ৷ একই সঙ্গে, লালুপ্রসাদ যাদব এবং কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেছেন অমিত শাহ।
বৃহস্পতিবার অমিত শাহ বলেন, "আমরা বিজেপি, ভোট ব্যাঙ্ককে ভয় পাই না। মোদিজি অযোধ্যায় রামলালার মন্দির তৈরি করেছিলেন, একটি কাজ শেষ হয়েছে ৷ এখন সীতামারিতে মা সীতার জন্মস্থানে একটি বড় মন্দির তৈরির কাজ বাকি রয়েছে। যারা রামলালার মন্দির থেকে নিজেদের দূরে রেখেছে তারা এই মন্দিরও নির্মাণ করতে পারবে না। শুধুমাত্র নরেন্দ্র মোদিজি এবং বিজেপি সীতা মাতার জীবন অনুযায়ী একটি স্মৃতিসৌধ তৈরি করতে পারে ।"
শাহ এদিন আরও বলেন, "রামলালা 500 বছর ধরে তাঁবুতে বসে ছিলেন। কংগ্রেস এবং আরজেডি বহু বছর ধরে রাম মন্দিরের প্রশ্নকে স্থগিত রেখে অন্যদিকে সরিয়ে রেখেছিল । আপনারা মোদিজিকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করেছেন, 5 বছরের মধ্যে তিনি মামলা জিতেছেন, ভূমিপূজাও করেছেন এবং 22 জানুয়ারি মন্দিরের উদ্বোধনও করেছেন।''