পশ্চিমবঙ্গ

west bengal

রামমন্দিরের ধাঁচে হবে সীতার মন্দির, ঘোষণা শাহের - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 1:02 PM IST

Amit Shah: সীতামারির গোয়েঙ্কা কলেজ মাঠে দাঁড়িয়ে রামমন্দিরের ধাঁচে সীতার জন্মস্থানে মা সীতার বিশাল মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ ৷

Amit Shah
সীতামারিতে হবে সীতার মন্দির (নিজস্ব চিত্র)

সীতামারি, 17 মে: পঞ্চম দফার অধীনে বিহারের পাঁচ আসনে ভোট ৷ 20 মে নির্বাচনের আগে সীতামারিতে ভোট প্রচারে এসে অযোধ্য়ার মতো সীতা দেবীর মন্দির প্রতিষ্ঠার ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের কথায়, রামজন্মভূমি অযোধ্য়ায় যেমন মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তেমনই মা সীতার জন্মস্থানেও তৈরি হবে মন্দির ৷ একই সঙ্গে, লালুপ্রসাদ যাদব এবং কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেছেন অমিত শাহ।

বৃহস্পতিবার অমিত শাহ বলেন, "আমরা বিজেপি, ভোট ব্যাঙ্ককে ভয় পাই না। মোদিজি অযোধ্যায় রামলালার মন্দির তৈরি করেছিলেন, একটি কাজ শেষ হয়েছে ৷ এখন সীতামারিতে মা সীতার জন্মস্থানে একটি বড় মন্দির তৈরির কাজ বাকি রয়েছে। যারা রামলালার মন্দির থেকে নিজেদের দূরে রেখেছে তারা এই মন্দিরও নির্মাণ করতে পারবে না। শুধুমাত্র নরেন্দ্র মোদিজি এবং বিজেপি সীতা মাতার জীবন অনুযায়ী একটি স্মৃতিসৌধ তৈরি করতে পারে ।"

শাহ এদিন আরও বলেন, "রামলালা 500 বছর ধরে তাঁবুতে বসে ছিলেন। কংগ্রেস এবং আরজেডি বহু বছর ধরে রাম মন্দিরের প্রশ্নকে স্থগিত রেখে অন্যদিকে সরিয়ে রেখেছিল । আপনারা মোদিজিকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করেছেন, 5 বছরের মধ্যে তিনি মামলা জিতেছেন, ভূমিপূজাও করেছেন এবং 22 জানুয়ারি মন্দিরের উদ্বোধনও করেছেন।''

অন্যদিকে, কংগ্রেস এবং আরজেডির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অমিত শাহ বলেন, "আজ লালু যাদব কংগ্রেস পার্টির কোলে বসেছেন, যারা সবসময় সমাজের অত্যন্ত পিছিয়ে পড়া মানুষের বিরোধিতা করে, ক্ষমতার রাজনীতির জন্য ৷ নিজের ছেলেকে মুখ্যমন্ত্রী করার জন্যই কংগ্রেসের কাছে গিয়েছে। এমন পরিস্থিতিতে আপনারা কি জঙ্গলরাজ চান, নাকি বিকাশ রাজ চান ? এই লালু ও কোম্পানি কি উন্নয়ন করতে পারবে ? বিহারকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি একমাত্র নরেন্দ্র মোদিই করতে পারেন।"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ''প্রধানমন্ত্রী লাঠির বদলে বিহারের যুবকদের হাতে মেড ইন ইন্ডিয়া স্মার্টফোন দিয়েছেন ৷ সস্তায় ডেটা দিয়েছেন। কিন্তু ভারতের এই জোটের সদস্যরা বিহারকে লণ্ঠনের যুগে ফিরিয়ে নিতে চায়।''

আরও পড়ুন

  1. 2029 সালের পরও নেতৃত্ব দেবেন নরেন্দ্র মোদি, জানালেন অমিত শাহ
  2. আর্থিক তছরূপ মামলায় ইডির হাতে গ্রেফতার ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগির আলম

ABOUT THE AUTHOR

...view details