পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গণ-ছুটির জের ! চাকরি গেল এয়ার ইন্ডিয়ার 25 বিমান কর্মীর - Air India Express - AIR INDIA EXPRESS

Cabin Crews Terminated: অসুস্থ হয়ে পড়ে গণ-ছুটিতে যাওয়ায় চাকরি থেকে বরখাস্ত করা হল বিমান কর্মীদের ৷ চাকরি হারালেন এয়ার ইন্ডিয়ার 25 জন কেবিন ক্রু ৷ ছুটিতে থাকা বাকিদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ দিতে বলা হয়েছে ৷

Air India Express
এয়ার ইন্ডিয়ার বিমান কর্মীদের বরখাস্ত (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 11:14 AM IST

Updated : May 9, 2024, 12:21 PM IST

নয়াদিল্লি, 9 মে: গণ-ছুটির জের ৷ চাকরি গেল 25 এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রুর ৷ বাকিদের অবিলম্বে কাজে যোগদানের নির্দেশ বিমান পরিবহণ সংস্থার ৷ জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে ইতিমধ্যে প্রায় 25 জন কেবিন ক্রুকে চাকরি থেকে বরখাস্ত করার চিঠি পাঠানো হয়েছে ৷ এই সকল বিমান কর্মীরা অসুস্থ বলে ছুটি নিয়েছিলেন ৷ গণ-ছুটির ফলে 90টিরও বেশি বিমান বাতিল করে এয়ার ইন্ডিয়া ৷ টাটা গোষ্ঠীর মালিকানাধীন বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়া অসুস্থ হয়ে পড়া বাকি কেবিন ক্রুদের বৃহস্পতিবার বিকেল 4টের মধ্যে আবার কাজে যোগ দিতে বলেছে ৷ নইলে তাঁদের চাকরি যাবে বলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ এমনটাই বিমান পরিবহণ সংস্থা সূত্রে খবর ৷

অসুস্থতার কারণে বিমান কর্মীরা ছুটিতে চলে যাওয়ায় অসুবিধার মধ্য পড়তে হয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে ৷ পাশাপাশি বিমান বাতিলের জেরে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদেরও ৷ সূত্রের খবর, বিমান পরিবহণ সংস্থায় প্রায় 1 হাজার 400 জন কেবিন ক্রু রয়েছেন ৷ যার মধ্যে প্রায় 500 জন সিনিয়র ক্রু মেম্বার ।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার রাত থেকে 200জনেরও বেশি কেবিন ক্রু অসুস্থতার কারণ দেখিয়ে ছুটতি চলে যান ৷ এর জেরে প্রাথমিকভাবে একসঙ্গে 70টি বিমান পরিষেবা বাতিল করে সংস্থা ৷ পরে বাতিল বিমানের সংখ্যা বেড়ে 90টির বেশি হয়ে যায় ৷ পরিস্থিতি সামাল দিতে এয়ার ইন্ডিয়া তাদের অনেক বিমানের উড়ানে নির্ধারিত সূচি পরিবর্তন করে ৷ এমনকী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে জানানো হয়, বিমান পরিষেবা বাতিলের কারণে যে সকল যাত্রীরা ভুক্তভোগী তাঁদের টিকিটের পুরো টাকা ফিরিয়ে দেওয়া হবে ৷ অথবা সম্ভব হলে যাত্রীদের নতুন তারিখে উড়ানের ব্যবস্থা করা হবে ৷

জানা গিয়েছে, বুধবারের পর বৃহস্পতিবারও বিপত্তিতে পড়েছেন যাত্রীরা ৷ একাধিক বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৷ এর জেরে তিরুবনন্তপুরম, কোচি এবং কান্নুর বিমানবন্দরে আটকে পড়েছেন যাত্রীরা ৷ তাঁদের দাবি, বিমান সংস্থার তরফে থেকে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৷ কিন্তু এরপরেও তাঁদের বিমানগুলি টানা দ্বিতীয়দিনের জন্য বাতিল করা হয়েছে, যা যাত্রীদের মধ্য অসন্তোষের সৃষ্টি করেছে ৷

আরও পড়ুন:

  1. গণ-ছুটিতে এয়ার ইন্ডিয়ার ক্রু মেম্বাররা, বাতিল 80টি বিমান
  2. কর্মক্ষেত্রে বৈষম্য! ধর্মঘটের হুমকি এয়ার ইন্ডিয়ার কর্মচারীদের
  3. বিমানবন্দরে হুইলচেয়ার না-পেয়ে প্রবীণ ব্যক্তির মৃত্যু, এয়ার ইন্ডিয়াকে শো-কজ নোটিশ
Last Updated : May 9, 2024, 12:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details