নালন্দা, 24 ফেব্রুয়ারি: নেই ঘূর্ণিঝড়ের কোনও পূর্বাভাস ৷ এমনকী, নেই বৃষ্টিও ৷ তবুও মালগাড়ির চাকায় পড়ল শিকল ! এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে বিহারের ভাগলপুর-পটনা রেল রুটের বারহ স্টেশনে ৷ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় পরে যায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে রেল ৷
দীর্ঘ যাত্রা শেষ করে শনিবার বিকেল 4টে নাগাদ বারহ স্টেশনে পৌঁছয় মালগাড়িটি ৷ স্টেশনের 2 নম্বর প্লাটফর্মে ট্রেনটিকে দাঁড় করান চালক ৷ ডিউটি শেষ করে ট্রেনের চাকায় শিকল বেঁধে চলে যান চালক ও ট্রেনের গার্ড ৷ এদিকে, মালগাড়িটি দাঁড়িয়ে থাকার কারণে বাকি ট্রেনের চলাচলে সমস্যা দেখা দেয় ৷ বাকি যাত্রীবাহী ট্রেনগুলিকে অগত্য়া অন্যান্য প্ল্যাটফর্ম দিয়ে চলাচল করানো হয় ৷ এর ফলে, চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা ৷ শুষ্ক আবহাওয়ায় কেন এমন করলেন চালক, সেই উত্তর খুঁজতে তদন্ত শুরু করা হয়েছে রেলের তরফে ৷ যদিও, এই বিষয়ে রেলের তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি ৷