সম্ভল (উত্তরপ্রদেশ), 25 নভেম্বর: মুঘল যুগের জামা মসজিদে সমীক্ষাকে কেন্দ্র করে অশান্ত উত্তরপ্রদেশের সম্ভল ৷ পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে মৃত 4 জন ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় একাধিক কড়া নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন ৷ আগামী 30 নভেম্বর পর্যন্ত বাইরের কেউ এই এলাকায় প্রবেশ করতে পারবে না বলে জানিয়ে দিল প্রশাসন ৷
রবিবার সন্ধ্যায় সম্ভলের জেলাশাসক রাজেন্দ্র পেনসিয়া জানান, ভারতীয় ন্যায় সংহীতার আওতায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ তিনি বলেন, "সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকের অনুমতি ছাড়া কোনও বহিরাগত, সামাজিক সংগঠন কিংবা জনপ্রতিনিধি এলাকায় প্রবেশ করতে পারবেন না ৷" এই নিয়ম অমান্য করলে ভারতীয় ন্যায় সংহীতার 223 নম্বর ধারার অন্তর্গত সংশ্লিষ্ট ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা শাসক ৷ রবিবার সন্ধ্যা থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ৷
আদালতের নির্দেশ মেনে রবিবার সম্ভলের জামা মসজিদে দ্বিতীয় দফার সমীক্ষার জন্য পৌঁছয় একটি দল ৷ তাঁদের সঙ্গে ছিলেন পুলিশ কর্মীরাও ৷ সেই সময় পুলিশের সঙ্গে বচসা শুরু হয় স্থানীয়দের ৷ সমীক্ষক ও পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ৷ এরপর উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷ পালটা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে উত্তেজিত জনতা ৷