পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোদির রোড শো-এ উড়ে এল মোবাইল! - Narendra Modi

PM Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো-এ বিপত্তি । রোড শো চলাকালীন ছোড়া হল মোবাইল ফোন । তামিলনাড়ুর তিরুপুরের ঘটনা।

etv bharat
etv bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 11:13 PM IST

Updated : Feb 28, 2024, 6:55 AM IST

মোদির রোড শো-এ উড়ে এল মোবাইল

তিরুপুর, 27 ফেব্রুয়ারি:প্রধানমন্ত্রীর রোড শো-তে হঠাৎ অঘটন। অজস্র ফুলের মাঝেই মোদির গাড়ি লক্ষ্য করে ছোড়া হল মোবাইল ফোন। ঘটনা তামিলনাড়ুর তিরুপুরের। প্রকাশ্যে সেই ভিডিও ফুটেজও। খুব বেশি স্পষ্ট না হলেও ফুটেজে বোঝা যাচ্ছে একটি মোবাইল হঠাৎ ছোড়া হয় প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ।

কেরল, মহারাষ্ট্রের পর তামিলনাড়ুতে ছিল মোদির জনসভা। সেখানেই বিপুল জন সমাগমের মাঝেই চলছিল মোদির রোড শো। তখনই ফুল বৃষ্টির মাঝে উড়ে আসে মোবাইল। তামিলনাড়ু, কেরল ও মহারাষ্ট্রে এই তিন রাজ্যে দু'দিনের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী ৷ মঙ্গলে সকালে কেরলে ইসরো-র একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদি ৷ তারপর সেখান থেকে তামিলনাড়ু পৌঁছন তিনি ৷ তিরুপুরে বিজেপি প্রেসিডেন্ট আন্নামালাইয়ের 'ইনা ম্যান ইনা পিপল যাত্রা' অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ ব়্যালি চলাকালীন মোদির রোড শো-এ এই ঘটনা ঘটে ৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠচ্ছে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে ৷

তিরুপুরে রোড শো-এর আগে কেরল থেকে বিশেষ বিমানে কোয়েম্বটুরের বিমান ঘাঁটিতে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী ৷ সেখান থেকে হেলিকপ্টারে তিরুপুরে যান মোদি ৷ সেখানে খোলা গাড়িতে করে রোড-শো-এ অংশ নেন প্রধানমন্ত্রী ৷ বিজেপি সমর্থকরা মোদির দিকে ফুল ছুড়তে থাকেন এবং 'ভারত মাতা কি জয়' বলে আওয়াজ তোলেন ৷ সেই সময় ভিড় থেকে একটি মোবাইল মোদির গাাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ৷ যেটি ক্যামেরাই ধরা পড়ে ৷ এই ঘটনা প্রধানমন্ত্রী চোখ এড়ায়নি ৷ মোদি তৎক্ষণাত স্পেশাল প্রোটেকশন ফোর্সের এক জওয়ানকে মোবাইলটি তুলে নিতে বলেন ৷ এই ভিডিয়ো ভাইরাল হয় ৷

আরও পড়ুন:

Last Updated : Feb 28, 2024, 6:55 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details