গুয়াহাটি, 7 জানুয়ারি: 24 ঘণ্টা কেটে গেলেও এখনও অসমের ডিমা হাসাওয়ে কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা উদ্ধারকার্যের জন্য সেনাবাহিনীর সাহায্য চান ৷ সেমতো রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে সেনা জওয়ানরা শ্রমিকদের উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন ৷
24 ঘণ্টা পার ! এখনও কয়লা খনিতে আটকে অন্তত 9 শ্রমিক, উদ্ধারে সেনা-এনডিআরএফ - ASSAM COAL MINE FLOODING
অসমের পার্বত্য জেলা ডিমা হাসাওয়ের একটি কয়লা খনিতে আটকে পড়েছেন প্রায় 9 জন শ্রমিক ৷ সোমবার সকাল 9টা নাগাদ কাজ চলাকালীন দুর্ঘটনাটি ঘটে ৷
Published : Jan 7, 2025, 11:13 AM IST
ভারতীয় সেনাবাহিনীর তরফে একটি অফিসিয়াল প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ডিমা হাসাওয়ের উমরাংশুতে আটকে পড়া কয়লা খনি শ্রমিকদের উদ্ধারের জন্য ভারতীয় সেনাবাহিনী একটি টাস্ক ফোর্স তৈরি করেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উদ্ধার অভিযানের জন্য সেনাবাহিনীর তরফে সাহায্য চান ৷ তারপরই একটি দল উদ্ধারের জন্য প্রস্তুত হয় ৷ অসমের মুখ্যমন্ত্রী হিম্নত বিশ্বশর্মা এক্সে পোস্ট করে লেখেন, "যে শ্রমিকটা আটকে পড়েছেন তাঁরা হলেন, গঙ্গা বাহাদুর শ্রেথ, হুসেন আলি, জাকির হুসেন, সার্পা বর্মন, মুস্তফা শেখ, খুশি মোহন রাই, সঞ্জিত সরকার, লিজান মাগার এবং শরৎ গোয়ারি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল 9টার দিকে কয়লা খনিতে অন্তত 27 জন শ্রমিক আটকে পড়েন। সেইসময়ই কয়লা খনিতে জলভর্তি হয়ে যায় ৷ সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় ওই খনিতে প্রায় 100 ফুট পর্যন্ত জল পৌঁছে যায়। কিছু শ্রমিককে উদ্ধার করা গেলেও খনি প্লাবিত হওয়ার কারণে বাকিদের উদ্ধারকাজ চলছে ৷ ডিমা হাসাওয়ের জেলাশাসক সীমান্ত কুমার জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছে সেনাবাহিনী। আটকে পড়া শ্রমিকদের কাছে দ্রুত পৌঁছনোর চেষ্টা চলছে। শ্রমিকরা প্রায় 300 মিটার নীচে আটকে রয়েছেন। সেনার তরফ তেকে ডুবুরী নামানো হয়েছে ৷