বারাণসী, 26 ডিসেম্বর:বাড়ি থেকে কিছু দূরে দোকানে জিনিসপত্র কিনতে গিয়েছিল বছর আটের নাবালিকা ৷ উত্তরপ্রদেশের বারাণসীর রামনগর থানা এলাকাতেই থাকে সে ৷ সেইসময় এক ইরশাদ নামের এক যুবক তাঁর পিছু নেয় ও অপহরণ করে ৷ পাশেরই এক অন্ধকার জায়গায় ওই নাবালিকাকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করার পর পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করে ৷ পুলিশি তদন্তে ইরশাদ ধরা পড়তেই পালানোর চেষ্টা করে ৷ সেইসময় তাকে উদ্দেশ্য করে গুলি চালায় পুলিশ ৷
পালটা অভিযুক্তও গুলি চালাতে থাকে ৷ পুলিশি এনকাউন্টারে ইরশাদের ডানপায়ে গুলি লাগে ৷ তারপরই আর দৌড়তে না-পেরে পুলিশের হাতে ধরা দেয় অভিযুক্ত ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার কাছে থাকা বন্দুক অবৈধ ৷ কাশী জোনের ডিসিপি গৌরব বাঁশওয়াল জানিয়েছেন, অভিযুক্ত ইরশাদের ডান পায়ে গুলি লেগেছে। নাবালিকার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার অভিযোগ তার পরিবারের তরফ থেকে পাওয়ার পরই সিসিটিভি খতিয়ে দেখা হয় ৷ পরে নজরদারির সাহায্যে অভিযুক্তকে শনাক্ত করা হয়।