ফতেহপুর, 14 এপ্রিল: জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে ধাক্কা ৷ তাতেই আগুন দুটি গাড়িতে ৷ রবিবার এমনই ঘটনা ঘটেছে রাজস্থানের সিকার জেলার ফতেহপুরের ৷ আগুন কিছুক্ষণের মধ্যে দু'টি গাড়িকে সম্পূর্ণরূপে গ্রাস করে । এতে গাড়িতে থাকা সাতজন জীবন্ত দগ্ধ হয় । জাতীয় সড়কে এহেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ৷ পাশাপাশি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেও লোকজনকে বাঁচাতে পারেনি । পুলিশ নিহতদের পরিবারকে খবর দিয়েছে। স্বজনরা আসার পর সোমবার নিহতের ময়নাতদন্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, ফতেহপুরের কাছে সালাসার পুলিয়ায় চুরুর দিকে যাওয়া ট্রাকের পিছনে থাকা স্যান্ট্রো গাড়িটি ধাক্কা মারে ৷ যার ফলে ট্রাক ও গাড়িতে আগুন ধরে যায় । স্যান্ট্রো গাড়িতে গ্যাসের কিট বসানোর কারণে আগুন ভয়াবহ রূপ নেয় ৷ এতে গাড়িতে থাকা সাতজনের সবাই জীবন্ত দগ্ধ হয় । ট্রাকে সুতোর রোল রাখা ছিল। সেগুলোতেও আগুন লেগে যায় । স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ নিহতদের মরদেহ স্থানীয় মহকুমা হাসপাতালে পাঠায় ।