লখনউ, 28 অক্টোবর: চিপসের প্যাকেটের লোভ 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল 17 বছরের এক নাবালকের বিরুদ্ধে ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য লখনউয়ের খালা বাজার এলাকায় ৷ অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ ৷ তার বিরুদ্ধে একটি মামলাও রুজু করেছে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, পরিবারের সঙ্গে খালা বাজারেই থাকে শিশুটি ৷ এলাকার বাকি শিশুদের সঙ্গে বাড়ির বাইরে প্রতিদিন খেলতে যায় সে ৷ রবিবারও বাড়ির বাইরে খেলছিল শিশুটি ৷ সেই সময় তাকে চিপসের লোভ দেখায় অভিযুক্ত প্রতিবেশী যুবক ৷ শিশুটিকে এক প্যাকেট চিপস কিনে দেবে বলে নিজের বাড়িতে নিয়ে আসে সে ৷
বিকেল গড়িয়ে সন্ধ্য়া হওয়ার পরও শিশুটি বাড়ি না ফেরায় এলাকায় খোঁজাখুঁজি শুরু করে শিশুর পরিবারের লোকজন ৷ সেই সময় প্রতিবেশী যুবকের ঘর থেকে মেয়ের কান্নার আওয়াজ পেয়ে ছুটে যানা মা-বাবা ও স্থানীয়রা ৷ তবে কয়েকবার ডাকাডাকি করার পরও দরজা না-খোলায় ধাক্কা দিয়ে দরজা ভেঙে দেন তাঁরা ৷ দরজা খুলতেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায় তাঁদের কাছে ৷
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ স্টেশনে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খালা বাজার থানার পুলিশ ৷ অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন শিশুটির মা-বাবা ৷ ঘটনা প্রসঙ্গে ইনস্পেক্টর সন্তোষ আর্য বলেন, "শিশুটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ৷ তবে ইতিমধ্যেই ঘটনায় মামলা রুজু করা হয়েছে ৷ শিশু সুরক্ষা আইনের আওতায় ঘটনার তদন্ত করা হচ্ছে ৷"