শিবপুরী (মধ্যপ্রদেশ), 22 ডিসেম্বর:মর্মান্তিক দুর্ঘটনা! শিবপুরী জেলার বৈরাদ থানা এলাকার লক্ষ্মীপুরা গ্রামে শনিবার গভীর রাতে একটি কুঁড়েঘরে আগুন লেগে যায়। ঘটনায় ঘরের ভেতরেই জীবন্ত পুড়ে মৃত্যু হয়েছে 65 বছর বয়সি এক ব্যক্তি ও তাঁর দুই নাতনির। তাদের একজনের বয়স মাত্র 1O। অন্যজনের বয়স এখনও জানা যায়নি।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা না-গেলেও পুলিশের ধারণা, ঠান্ডা থেকে বাঁচতে কুঁড়েঘরের ভেতর আগুন জ্বালিয়েছিলেন পরিবারের সদস্যরা ৷ তা থেকেই ঘরে আগুন লেগে গিয়ে থাকতে পারে। ঘটনাস্থল ঘুরে দেখে তেমনটাই মনে হয়েছে তদন্তকারীদের।
বৈরাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিকাশ যাদব বলেন, ‘‘শনিবার গভীর রাতে লক্ষ্মীপুরা গ্রামে একটি কুঁড়েঘরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। একটি দমকল ইঞ্জিনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয় ৷ যদিও ততক্ষণে 65 বছর বয়সি হাজারি বানজারা এবং 10 বছর বয়সি নাতনি সন্ধ্যা বানজারার আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। হাজারির আরেক নাতনি অনুষ্কা তখনও জীবিত ছিল ৷ তাকে প্রথমে শিবপুরী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে চিকিৎসার জন্য শিবপুরী মেডিকেল কলেজে পাঠানো হলেও আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়ায় অনুষ্কার জীবন বাঁচানো যায়নি ।”