পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শুক্রে সম্পত্তি লাভের যোগ কাদের ভাগ্যে, জানুন রাশিফলে - 26th April Horoscope - 26TH APRIL HOROSCOPE

Daily Horoscope: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে রয়েছে বিবাহের যোগ রয়েছে ৷ আর কী কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Daily Horoscope
রাশিফল

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 5:30 AM IST

মেষ: আপনি অপার্থিব ও অতিপ্রাকৃত বিষয় নিয়ে খুবই আগ্রহী ৷ আজ আপনি এটির চর্চা করবেন। কিন্তু যা শিখবেন তা শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করুন। প্রেম জীবনে যেসকল প্রশ্ন আপনাকে বিব্রত করছে, আপনি যথাসাধ্য চেষ্টা করলেও হয়ত সেগুলির উত্তর পাবেন না। আপনাকে অন্য পন্থা বেছে নিতে হতে পারে । কঠিন সমস্যা সামলানোর ব্যপারে সতর্ক থাকুন, কেননা কর্মক্ষেত্রে আপনার পরিশ্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা আছে।

বৃষ: আজ আপনি যাই শুরু করবেন তাতেই সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। বিকালের আর্থিক লেনদেন সন্তোষজনক ও লাভজনক হবে । আপনি যতটা প্রত্যাশা করেছিলেন, দিনটি ততটা আকর্ষণীয় হবে না। প্রিয়তমের সঙ্গে অসাধারণ সন্ধ্যা কাটাতে পারেন ৷ আজ ব্যাঙ্ক থেকে ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে।

মিথুন: বিলাস ও মনোরঞ্জনে মগ্ন থাকবেন ৷ আপনি সাংসারিক বিষয়ে বেশি মন দেবেন ৷ সন্তানদের প্রয়োজন মেটাতে চাইবেন । সন্ধ্যাবেলা আপনি আপনার খাদ্যাভ্যাস ও অন্যান্য স্বাস্থ্যের বিষয় নিয়ে চিন্তিত থাকবেন ৷ কিন্তু এই চিন্তাগুলি সবই সাময়িক। আজ নতুন জিনিস শেখার ভালো দিন। যদিও আপনাকে চারপাশে যা ঘটছে তার খবর রাখতে হবে।

কর্কট: আজ আপনার সঙ্গী আপনার জন্য সব কিছু করতে রাজি থাকবেন। আপনার সঙ্গীর বিশেষ আচরণের কারণে আপনি আনন্দে থাকবেন । পেশাগত ক্ষেত্রে আপনার দরদাম ও লেনদেনের দক্ষতা আপনাকে এগিয়ে রাখবে ৷ ফলে অন্য লোক আপনাকে ঠকাতে বা আর্থিক ক্ষতি করতে পারবে না। আপনার ভাবনাচিন্তায় ইতিবাচক পরিবর্তন আসবে।

সিংহ: হঠাৎ আবেগে ফেটে পড়ার জন্য আপনার আবেগপ্রবণ ও উদ্দীপনাপূর্ণ স্বভাব অনেকটাই দায়ী। আজ আপনি হঠাৎ রাগে যেতে পারেন । সবকিছু আপনার অনুকূলে নাও থাকতে পারে আজ । প্রেম জীবনকে চাপমুক্ত করতে আপনাকে আপনার সঙ্গীর কথা শুনতে হবে। আজ আপনাকে অনেক বিষয়ে সমঝোতা করতে হতে পারে।

কন্যা: আপনি সম্ভবত যৌথ উদ্যোগ থেকে নিজেকে সরিয়ে রাখবেন। বড় প্রকল্প একা একা সামলানোর ক্ষমতা আপনার আছে। আপনি সম্ভবত কোনও বড় দল পরিচালনা করবেন ৷ তাদের থেকে নিজের সুবিধামতো কাজ করিয়ে নেবেন। আপনার সঙ্গীর সঙ্গে সাহিত্য ও দর্শন জাতীয় বিষয় নিয়ে আলোচনা করবেন। যতক্ষণ না আপনি সঠিক উত্তর পাচ্ছেন, আপনি আরও জ্ঞান আহরণ করতে চাইবেন । আপনার এই সত্যানুসন্ধিৎসা বর্তমান সম্পর্কের ক্ষেত্রে অনেক জটিল সমস্যার সমাধান করতে পারে।

তুলা: আজ আপনিই অফিসের সবথেকে উজ্জ্বল তারকা। কর্মক্ষেত্রে বিশেষ মনোযোগ পাওয়ার জন্য প্রস্তুত হন ৷ কেননা কর্মকর্তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবেন। এছাড়াও নানা বাস্তব ও অলীক সুবিধা আপনার জন্য অপেক্ষা করে আছে। আপনাকে আপনার কথাবার্তা সম্পর্কেও সচেতন থাকতে বলা হচ্ছে ৷ কেননা আজ যদি সম্পর্কে কোনও ক্ষতি হয় তাহলে তা ঠিক হতে অনেক সময় লেগে যেতে পারে।

বৃশ্চিক: আপনি হয়ত আজ অবাক হয়ে বলবেন যে, স্বপ্ন পূরণ হয়েছে। আপনার প্রাসাদোপম বাড়ি প্রস্তুত অথবা আপনি হয়ত আপনার বহুকাঙ্ক্ষিত গাড়ির চাবি হাতে পাবেন। প্রিয়জনদের সঙ্গে উপহার দেওয়া-নেওয়া করে আপনি এই সুন্দর মুহূর্তকে উদযাপন করবেন। আপনার মতো একইরকম মনোভাবের কোনও ব্যক্তির প্রেমেও পড়তে পারেন ৷ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আজ ৷

ধনু: নিজেকে প্রস্তুত করুন, আজ অনেক অনিশ্চয়তার সম্মুখীন হতে হবে। প্রথমটি আর্থিক। আপনাকে হয়ত অপ্রত্যাশিত কিছু খরচের জন্য অর্থ ব্যয় করতে হবে। কিন্তু এর ফলে হয়ত আপনি অর্থনৈতিকভাবে স্বাধীন হতে শিখবেন। যা যেরকম আছে থাকতে দিন, তাহলে হয়ত জীবনসঙ্গীর সঙ্গে দ্বন্দ্ব এড়াতে পারবেন। সম্পর্ক মসৃণভাবে চলার ইঙ্গিত আছে। কাজের দিকে বেশি মন দেওয়ার চেষ্টা করুন ৷

মকর: আপনি আজ বাস্তববাদী ও সৃজনশীল ৷ আজ আপনার প্রতিভার আপনি সঠিক ব্যবহার করতে পারবেন। আপনি পক্ষপাতহীন উপায়ে ও কাউকে দুঃখ না দিয়ে পারিবারিক সমস্যার সমাধান করতে পারবেন। আপনি শান্তির দূতের ভূমিকা পালন করতে চাইবেন ৷ কেননা এতে আপনার মন সন্তুষ্ট হয়। ব্যক্তিগত জীবনে যদিও এর উলটো অভিজ্ঞতাই হবে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে আপনি সামঞ্জস্য রক্ষা করে চলবেন। দিন এগোনোর সঙ্গে সঙ্গে আপনি হয়ত কাজের দিক থেকে আপনার উদ্যম সরিয়ে আনবেন।

কুম্ভ: দলগত কাজ ও সহযোগিতা আপনার সেরাটা বার করে আনবে ৷ কাজেই দলে কাজ করার সব সুযোগ নিন। কর্মক্ষেত্রে অন্যদের রাজি করানোর জন্য আপনি অনেক শক্তি খরচ করবেন। আজ যেহেতু গ্রহের অবস্থান আপনার অনুকূলে আছে, ‘বেশি কাজ মানে বেশি টাকা’ আপনার আজকের দিনের মন্ত্র হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে আজ একটি গড়পড়তা দিন।

মীন: আপনি যে খাদ্যসংযম পালন অর্থাৎ ডায়েটিং করছেন ৷ আজ সম্ভবত আপনার উদ্যম ও উৎসাহের মাত্রা প্রবল বেশি থাকবে। একটি উজ্জ্বল ও সুন্দর দিন আপনার জন্য অপেক্ষা করছে। আপনার মেজাজ সন্ধ্যাবেলা ভালো থাকায় আপনি আপনার ভালোবাসার কথা প্রকাশ করতে পারবেন, সেভাবেই, যেভাবে আপনার সঙ্গী চান। কর্মক্ষেত্রে অগ্রজরা আপনার সৃজনশীল দক্ষতা খেয়াল করবেন। এটি আপনার অনুকূলে যাবে।

ABOUT THE AUTHOR

...view details