নয়াদিল্লি, 22 ডিসেম্বর: শুক্রবার স্থগিত হয়ে গিয়েছে 25 নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন । 26 দিনে লোকসভায় 20টি এবং রাজ্যসভায় 19টি অধিবেশন হয়েছে । পিআরএস লেজিসলেটিভ রিসার্চ বলছে, লোকসভায় নির্ধারিত সময়ের 52 শতাংশ এবং রাজ্যসভায় নির্ধারিত সময়ের মাত্র 39 শতাংশ কাজ হয়েছে । প্রথম সপ্তাহে, উভয় কক্ষেই নির্ধারিত সময়ের 10 শতাংশেরও কম কাজ হয়েছে ।
সংবিধান নিয়ে আলোচনার জন্য শনিবার একটি অতিরিক্ত দিন বসেছিল লোকসভার অধিবেশন। অধিবেশন চলাকালীন সংসদে দু’টি মূল বিল পাশ হয় । ভারতীয় বায়ুযান আইন, 2024 যা 1934 সালের এয়ারক্রাফ্ট অ্যাক্টকে প্রতিস্থাপিত করে ৷ মূল আইনের বেশিরভাগ অংশ এক রেখে বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণকারী নিয়ন্ত্রক কাঠামোকে আধুনিকীকরণ করা লক্ষ্যেই আইন বদলানো হচ্ছে ।
আরেকটি হল দ্য অ্যাপ্রোপিয়েশন (নং 3) বিল, 2024 ৷ 2024-25 অর্থবছরের জন্য ভারতের একত্রিত তহবিল থেকে অতিরিক্ত ব্যয় অনুমোদন করে বিলটি । অর্থবিল হিসাবে এটি লোকসভায় পাশ হয় ৷ সংশোধন ছাড়াই রাজ্যসভা থেকে অনুমোদন করা হয়েছিল । এই বিলটি 2024 সালের বাজেট অধিবেশন চলাকালীন পেশ করা হয়েছিল ।