পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাজের চেয়ে ‘অকাজ’ বেশি ! বিরোধীদের হুল্লোড়ে শিকেয় লোকসভা-রাজ্যসভার অধিবেশন - PARLIAMENT WINTER SESSION

প্রথম সপ্তাহে দু’কক্ষেই 10 শতাংশেরও কম কাজ হয়েছে । 15 দিন রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বই হয়নি । লোকসভায় 12 দিন প্রশ্নোত্তর 10 মিনিটের বেশি চলেনি ।

Parliament
শিকেয় লোকসভা-রাজ্যসভার অধিবেশন (এএনআই)

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2024, 7:53 PM IST

নয়াদিল্লি, 22 ডিসেম্বর: শুক্রবার স্থগিত হয়ে গিয়েছে 25 নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন । 26 দিনে লোকসভায় 20টি এবং রাজ্যসভায় 19টি অধিবেশন হয়েছে । পিআরএস লেজিসলেটিভ রিসার্চ বলছে, লোকসভায় নির্ধারিত সময়ের 52 শতাংশ এবং রাজ্যসভায় নির্ধারিত সময়ের মাত্র 39 শতাংশ কাজ হয়েছে । প্রথম সপ্তাহে, উভয় কক্ষেই নির্ধারিত সময়ের 10 শতাংশেরও কম কাজ হয়েছে ।

সংবিধান নিয়ে আলোচনার জন্য শনিবার একটি অতিরিক্ত দিন বসেছিল লোকসভার অধিবেশন। অধিবেশন চলাকালীন সংসদে দু’টি মূল বিল পাশ হয় । ভারতীয় বায়ুযান আইন, 2024 যা 1934 সালের এয়ারক্রাফ্ট অ্যাক্টকে প্রতিস্থাপিত করে ৷ মূল আইনের বেশিরভাগ অংশ এক রেখে বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণকারী নিয়ন্ত্রক কাঠামোকে আধুনিকীকরণ করা লক্ষ্যেই আইন বদলানো হচ্ছে ।

আরেকটি হল দ্য অ্যাপ্রোপিয়েশন (নং 3) বিল, 2024 ৷ 2024-25 অর্থবছরের জন্য ভারতের একত্রিত তহবিল থেকে অতিরিক্ত ব্যয় অনুমোদন করে বিলটি । অর্থবিল হিসাবে এটি লোকসভায় পাশ হয় ৷ সংশোধন ছাড়াই রাজ্যসভা থেকে অনুমোদন করা হয়েছিল । এই বিলটি 2024 সালের বাজেট অধিবেশন চলাকালীন পেশ করা হয়েছিল ।

এই শীতকালীন অধিবেশনে পাঁচটি নতুন বিল উত্থাপন করা হয়েছে ৷ যার মধ্যে অন্যতম সংবিধান 129তম সংশোধন বিল, 2024 ৷ কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধন) বিল, 2024 লোকসভা নির্বাচনের পাশাপাশি পুদুচেরি, দিল্লি এবং জম্মু ও কাশ্মীরের বিধানসভাগুলির জন্য সুসংগত নির্বাচনের লক্ষ্যে পেশ করা হয়েছে । দু’টি বিলই যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছে । মার্চেন্ট শিপিং বিল, 2024 পুরনো বণিক শিপিং আইন, 1958 প্রতিস্থাপনের জন্য প্রস্তাব করা হয়েছে । এটি জাহাজ নিবন্ধন, সামুদ্রিক প্রশিক্ষণ, সমুদ্রযাত্রী কল্যাণ এবং দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত অধিবেশন শেষ হওয়ার পর সংসদে 33টি বিল মুলতুবি রয়েছে ।

পিআরএস লেজিসলেটিভ রিসার্চ বলছে, 19 দিনের মধ্যে 15 দিন রাজ্যসভায় প্রশ্নোত্তর কাজ করেনি । লোকসভায় 20 দিনের মধ্যে 12 দিন প্রশ্নোত্তর পর্ব 10 মিনিটের বেশি চলেনি । সংসদ অধিবেশনে মুখ্য বিষয় ছিল সংবিধান। লোকসভায় 16 ঘন্টা এবং রাজ্যসভায় 17 ঘন্টা এই বিষয়ে আলোচনা হয়েছে ।

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details