পশ্চিমবঙ্গ

west bengal

Protest Against Hawker Eviction : ব্যান্ডেলের হকার উচ্ছেদের বিরুদ্ধে হুঁশিয়ারি বিধায়ক অসিত মজুমদারের

By

Published : May 19, 2022, 4:13 PM IST

ব্যান্ডেল স্টেশন চত্বরের হকার দোকানদারদের উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল (MLA Asit Majumdar protests against Bandel Hawker Eviction)৷ আর এদিন তারই বিরুদ্ধে ঝাঁটা নিয়ে আরপিএফ অফিসের সামনে বিক্ষোভ দেখাল তৃনমূল বিধায়ক (Protest Against Hawker Eviction)।

MLA Asit Majumdar protests against Bandel Hawker Eviction
রেলের দেওয়া সরকারি নোটিশ জ্বালিয়ে দেন তৃনমূল বিধায়ক

ব্যান্ডেল, 19 মে : ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এলাকায় কয়েকশো দোকানদার বা হকার যাঁরা রেলের জায়গায় ব্যবসা করছেন, তাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয় রেল কর্তৃপক্ষের তরফে (Hawker Eviction at Bandel)। এরই প্রতিবাদে আজ ঝাঁটা হাতে আরপিএফ অফিসের সামনে সমর্থকদের নিয়ে বিক্ষোভ করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার । রেলের দেওয়া সরকারি নোটিশ জ্বালিয়ে দিতেও দেখা যায় তাঁকে (MLA Asit Majumdar protests against Bandel Hawker Eviction)৷

হকাররা জানান, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করলে তাদের আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না । কারণ দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় ব্যবসা করে তাদের সংসার চলে । বিধায়ক অসিত মজুমদার হুমকির সুরে এদিন বলেন, পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করলে রক্ত গঙ্গা বইবে (Protest Against Hawker Eviction)।

আরও পড়ুন :Hawker Eviction At Bamangachi : বামনগাছি স্টেশনে হকার উচ্ছেদের নোটিস দিল রেল

চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার আরও বলেন, "60 বছর 80 বছর যে মানুষগুলো ব্যবসা করছে । কাউকে পেটে লাঠি মেরে পাঠিয়ে দেওয়া যাবে না । হঠাৎ ফতোয়া দিয়ে, নোটিশ দিয়ে 20 মে উচ্ছেদ করা যাবে না । আমাদের সরকার পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করে না । এটা কি উত্তর প্রদেশ, বিহার পেয়েছে । এসব বাংলায় চলবে না । আজ সরকারি নোটিশ জ্বালালাম । কালকে মুঙ্গেরের লাঠি ও কাস্তে নিয়ে মিছিল হবে । আমাদের দাবি সঠিক পুনর্বাসন দিতে হবে । জোর জবরদস্তি করতে গেলে লড়াই হবে ।"

ABOUT THE AUTHOR

...view details