ETV Bharat / state

শ্বাসনালিতে আটকে সুপারি, অস্ত্রোপচারে প্রাণরক্ষা রোগীর - Betel nut stuck in trachea

Calcutta Medical College: সুাপারি আটকে গিয়েছিল শ্বাসনালিতে ৷ বুকের এক্স-রে এবং সিটি স্ক্যানের রিপোর্ট দেখাই অবাক চিকিৎসকরা। কলকাতা মেডিক্যাল কলেজে সফল অস্ত্রোপচারে সুস্থ রোগী ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 6, 2024, 11:12 AM IST

Calcutta Medical College
কলকাতা মেডিক্যাল কলেজে হল প্রাণরক্ষা (নিজস্ব ছবি)

কলকাতা, 6 জুলাই: শ্বাসনালিতে আটকে ছিল সুপারি। সফল অস্ত্রোপচার কলকাতা মেডিক্যাল কলেজে ৷ 57 বছরের আলিপুরদুয়ারের বাসিন্দা সাথী দত্ত প্রায় দু'মাস ধরে ভুগছেন কাশি এবং শ্বাসজনিত সমস্যায়। মাঝে মধ্যেই আসত জ্বর। এই সমস্যা নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন তিনি। শিবেস কুমার দাসের নেতৃত্বে শুক্রবার 7 সদস্যের চিকিৎসক দল শেষমেশ সফল অস্ত্রোপচারের মাধ্যমে শ্বাসনালিতে আটকে থাকা সুপারি বের করতে সক্ষম হয় ৷

প্রথমে আউটডোরে দেখানোর পর চিকিৎসকরা তাঁকে চেস্ট মেডিসিন বিভাগে ভর্তি হওয়ার পরামর্শ দেন। বিভাগীয় প্রধান অধ্যাপক চিকিৎসক শিবেস কুমার দাসের নেতৃত্বে চেস্ট মেডিসিনের একটি দলের তত্ত্বাবধানে তাঁকে এক সপ্তাহ ভর্তি রাখা হয়। প্রথমে চিকিৎসকরা মনে করেছিলেন টিউমার জাতীয় কোনও সমস্যা হয়েছে ওই মহিলার। সেই কারণে তাঁর বুকের এক্স-রে এবং সিটি স্ক্যান করানো হয়। সেই রিপোর্ট দেখাই অবাক চিকিৎসকরা।

ওই দলের এক চিকিৎসক শেখ রাজেশ আলি বলেন, "আমরা রিপোর্ট দেখে বুঝতে পারি ওনার শ্বাসনালিতে সুপারি আটকে আছে। আমরা এক মুহূর্ত দেরি না-করে ব্রংকোস্কোপি করার সিদ্ধান্ত নিই।" সেই মতো শুক্রবার প্রায় ঘণ্টাদেড়েক ধরে চলে এই রোগীর ব্রংকোস্কোপি। তারপর তার শ্বাসনালি থেকে তিন টুকরো সুপারি বার করা হয়। চিকিৎসক জানান, এই ভদ্রমহিলা প্রচুর পরিমাণে পান খেতেন। তখনই অসতর্কিতভাবে সুপারি শ্বাসনালিতে ঢুকে যায়। সেই জন্যই শ্বাসকষ্ট এবং কাশি হত।

যদি আরও দেরি করতেন উনি তাহলে প্রাণহানির মতো ঘটনা ঘটত। কারণ শ্বাসনালিতে সুপারি আটকে থাকার ফলে যথাযথভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারছিলেন না ওই মহিলা। তবে অস্ত্রোপচারের পর তিনি সম্পূর্ণ সুস্থ। কিছুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

কলকাতা, 6 জুলাই: শ্বাসনালিতে আটকে ছিল সুপারি। সফল অস্ত্রোপচার কলকাতা মেডিক্যাল কলেজে ৷ 57 বছরের আলিপুরদুয়ারের বাসিন্দা সাথী দত্ত প্রায় দু'মাস ধরে ভুগছেন কাশি এবং শ্বাসজনিত সমস্যায়। মাঝে মধ্যেই আসত জ্বর। এই সমস্যা নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন তিনি। শিবেস কুমার দাসের নেতৃত্বে শুক্রবার 7 সদস্যের চিকিৎসক দল শেষমেশ সফল অস্ত্রোপচারের মাধ্যমে শ্বাসনালিতে আটকে থাকা সুপারি বের করতে সক্ষম হয় ৷

প্রথমে আউটডোরে দেখানোর পর চিকিৎসকরা তাঁকে চেস্ট মেডিসিন বিভাগে ভর্তি হওয়ার পরামর্শ দেন। বিভাগীয় প্রধান অধ্যাপক চিকিৎসক শিবেস কুমার দাসের নেতৃত্বে চেস্ট মেডিসিনের একটি দলের তত্ত্বাবধানে তাঁকে এক সপ্তাহ ভর্তি রাখা হয়। প্রথমে চিকিৎসকরা মনে করেছিলেন টিউমার জাতীয় কোনও সমস্যা হয়েছে ওই মহিলার। সেই কারণে তাঁর বুকের এক্স-রে এবং সিটি স্ক্যান করানো হয়। সেই রিপোর্ট দেখাই অবাক চিকিৎসকরা।

ওই দলের এক চিকিৎসক শেখ রাজেশ আলি বলেন, "আমরা রিপোর্ট দেখে বুঝতে পারি ওনার শ্বাসনালিতে সুপারি আটকে আছে। আমরা এক মুহূর্ত দেরি না-করে ব্রংকোস্কোপি করার সিদ্ধান্ত নিই।" সেই মতো শুক্রবার প্রায় ঘণ্টাদেড়েক ধরে চলে এই রোগীর ব্রংকোস্কোপি। তারপর তার শ্বাসনালি থেকে তিন টুকরো সুপারি বার করা হয়। চিকিৎসক জানান, এই ভদ্রমহিলা প্রচুর পরিমাণে পান খেতেন। তখনই অসতর্কিতভাবে সুপারি শ্বাসনালিতে ঢুকে যায়। সেই জন্যই শ্বাসকষ্ট এবং কাশি হত।

যদি আরও দেরি করতেন উনি তাহলে প্রাণহানির মতো ঘটনা ঘটত। কারণ শ্বাসনালিতে সুপারি আটকে থাকার ফলে যথাযথভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারছিলেন না ওই মহিলা। তবে অস্ত্রোপচারের পর তিনি সম্পূর্ণ সুস্থ। কিছুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.