ETV Bharat / state

চা বাগানে ছয় বছরের শিশুর দেহ খুবলে নিল চিতাবাঘ - Child Dies by Leopard Attack - CHILD DIES BY LEOPARD ATTACK

Leopard Attack in Jalpaiguri: ফের ডুয়ার্সে চিতাবাঘের হামলা ৷ প্রাণ হারাল 6 বছরের শিশু ৷ বনদফতরের ভূমিকা নিয়ে ক্ষোভ স্থানীয়দের ৷

Leopard Attack in Jalpaiguri
জলপাইগুড়িতে চিতা বাঘের হামলা (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 6, 2024, 10:12 AM IST

জলপাইগুড়ি, 5 জুলাই: ডুয়ার্সের চা বাগানে ফের চিতা বাঘের হামলা ৷ হামলায় প্রাণ গেল এক 6 বছরের শিশুর । ঘটনায় বন দফতরের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ স্থানীয় বাসিন্দাদের ৷ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের তোতাপাড়া চা বাগানের 6 নম্বর সেকশনে ।

জানা গিয়েছে, মৃত শিশু তোতাপাড়া চা বাগানের স্কুল লাইনের বাসিন্দা । এদিন বিকেলে এলাকার বাকিদের সঙ্গে মাশরুম আনতে গিয়েছিল সে । মাশরুম তুলে ফেরার সময় বাগানের 6 নম্বর সেকশনে আচমকা একটি চিতাবাঘ তাকে তুলে নিয়ে যায় বলে খবর ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়ে বাকি শিশুরা পালিয়ে যায় এলাকা থেকে । বিষয়টি বড়দের কাছে এসে জানায় তারা ৷ এরপর খোঁজাখুঁজি শুরু হয় । ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর বাগানের ভিতরে শিশুটির দেহ উদ্ধার করে স্থানীয়রা ৷ ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় নামে শোকের ছায়া ৷

এদিকে, মর্মান্তিক ঘটনাটি সামনে আসতেই বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে স্থানীয়রা ৷ শিশুর দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের বনকর্মী, বানারহাট থানার পুলিশ এবং ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসন লেপচা । স্থানীয়রা বন দফতরের টহলদারি নিয়ে প্রশ্ন তোলেন ৷ এরপর তোতাপাড়া চা বাগানের শ্রমিক ইউনিয়নের নেতা অজয় টোপ্পো দাবি করেন, সকলের নিরাপত্তার কথা ভেবে বাগানে খাঁচা বসাতে হবে ৷ বন দফতরের বাড়তি টহলদারির পাশাপাশি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে লিখিত নেওয়া হয় ৷

স্থানীয়দের সমস্ত দাবি মানার পরই পরিস্থিতি স্বাভাবিক হয় । বন দফতরের কর্মীরা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন । পাশাপাশি বন দফতরের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে ৷

জলপাইগুড়ি, 5 জুলাই: ডুয়ার্সের চা বাগানে ফের চিতা বাঘের হামলা ৷ হামলায় প্রাণ গেল এক 6 বছরের শিশুর । ঘটনায় বন দফতরের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ স্থানীয় বাসিন্দাদের ৷ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের তোতাপাড়া চা বাগানের 6 নম্বর সেকশনে ।

জানা গিয়েছে, মৃত শিশু তোতাপাড়া চা বাগানের স্কুল লাইনের বাসিন্দা । এদিন বিকেলে এলাকার বাকিদের সঙ্গে মাশরুম আনতে গিয়েছিল সে । মাশরুম তুলে ফেরার সময় বাগানের 6 নম্বর সেকশনে আচমকা একটি চিতাবাঘ তাকে তুলে নিয়ে যায় বলে খবর ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়ে বাকি শিশুরা পালিয়ে যায় এলাকা থেকে । বিষয়টি বড়দের কাছে এসে জানায় তারা ৷ এরপর খোঁজাখুঁজি শুরু হয় । ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর বাগানের ভিতরে শিশুটির দেহ উদ্ধার করে স্থানীয়রা ৷ ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় নামে শোকের ছায়া ৷

এদিকে, মর্মান্তিক ঘটনাটি সামনে আসতেই বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে স্থানীয়রা ৷ শিশুর দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের বনকর্মী, বানারহাট থানার পুলিশ এবং ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসন লেপচা । স্থানীয়রা বন দফতরের টহলদারি নিয়ে প্রশ্ন তোলেন ৷ এরপর তোতাপাড়া চা বাগানের শ্রমিক ইউনিয়নের নেতা অজয় টোপ্পো দাবি করেন, সকলের নিরাপত্তার কথা ভেবে বাগানে খাঁচা বসাতে হবে ৷ বন দফতরের বাড়তি টহলদারির পাশাপাশি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে লিখিত নেওয়া হয় ৷

স্থানীয়দের সমস্ত দাবি মানার পরই পরিস্থিতি স্বাভাবিক হয় । বন দফতরের কর্মীরা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন । পাশাপাশি বন দফতরের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.