পশ্চিমবঙ্গ

west bengal

বিদেশি ফিজিও নিয়ে সমস্যায় বাগান, নতুনের খোঁজে কর্তারা

By

Published : Aug 17, 2019, 2:29 AM IST

Updated : Aug 17, 2019, 2:45 AM IST

দলের সামগ্রিক ফিটনেস নিয়ে ক্লাব প্রশাসন খুশি নয় । সত্তর মিনিটের পরে দল দাঁড়িয়ে যাচ্ছে । যার ফায়দা তুলছে প্রতিপক্ষ । এ ব্যাপারে দলের ফিজিও মাইকেল জনসনের দিকে আঙুল উঠছে । রাগবি দলের সঙ্গে কাজ করা মানুষটি বাগান ফুটবলারদের যে সব ট্রেনিং করিয়েছেন তাতে শক্তি তো বাড়েনি বরং বেশিরভাগ ফুটবলার হ্যামস্ট্রিং ও কুচকির চোটে ভুগছেন । অবস্থা সামাল দিতে তাঁর নজরে বিষয়টি নিয়ে আসা হয়েছে । একই সঙ্গে কোচের কাছ থেকে দলের ফিজিও সম্বন্ধে মত জানতে চাওয়া হয়েছে ।

বিদেশি ফিজিও নিয়ে সমস্যায় বাগান

কলকাতা, 17 অগাস্ট : কলকাতা লিগের ম্যাচ আর নিজেদের মাঠে খেলবে না মোহনবাগান । শনিবার যুবভারতীতে ডুরান্ড কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে বাগান । শুক্রবার ATK-র বিরুদ্ধে মহামেডান 0-1 গোলে হেরে যাওয়ায় শনিবারের ম্যাচটি আরও গুরুত্বহীন হয়ে পড়েছে । এই ম্যাচে স্পেনের মিডফিল্ডার বেইটার নামার সম্ভাবনা কার্যত নেই । গোড়ালির চোটে এতটাই কাবু যে শুধু শনিবারের ম্যাচ নয়, 21 অগাস্ট ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে তাঁকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে । রিয়াল কাশ্মীরের মত শক্তিশালী দলের বিরুদ্ধে বেইটাকে না পাওয়ার অভাব কিবু ভিকুনা কাকে দিয়ে পূরণ করবেন সেটাই দেখার । যদিও বলা হচ্ছে চারদিনের বিশ্রামে এই মিডফিল্ডার ফিট হয়ে যাবেন ।

কলকাতা লিগের প্রথম পর্বের সূচি অনুযায়ী দুটো ম্যাচ মোহনবাগান নিজেদের মাঠে খেলেছে । প্রথমটিতে পরাজয় ও দ্বিতীয়টি ড্র । পাঁচ পয়েন্ট হারানোর ফলে খেতাব রক্ষা কঠিন হয়ে পড়েছে ৷ এই অবস্থায় নৈশালোকের বাতিস্তম্ভের সংস্কারের চিঠি পূর্ত দপ্তর থেকে এসে পড়ায় স্বস্তির নিঃশ্বাস মোহনবাগানে । সেই সংস্কারের চিঠি দেখিয়ে নিজেদের মাঠে 15 সেপ্টেম্বর পর্যন্ত লিগের ম্যাচ খেলা সম্ভব নয় বলে IFA-কে জানিয়েছে তারা । বাগান কর্তাদের এই সিদ্ধান্তে সমস্যায় IAF । কারণ, নতুন করে মোহনবাগানের জন্য মাঠ খুঁজতে হবে । সে ক্ষেত্রে হাওড়া স্টেডিয়ামে খেলা দেওয়া সহজ সমাধান । কিন্তু সম্প্রচার সংস্থার সুবিধার দিকটা IFA-কে মাথায় রাখতে হচ্ছে । সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন সূচি তৈরির মিটিংয়ে তিন বড় ক্লাব নিজেদের মাঠে খেলবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল । কিন্তু তাদের মধ্যে একটি ক্লাব সংস্কারের কথা বলে নিজেদের মাঠে খেলা সম্ভব নয় বলছে । সচিব নিজে পূর্ত দপ্তরের সঙ্গে কথা বলতে চান প্রয়োজনে । তাঁর মতে সমস্যা না মিটলে জেলায় খেলার ব্যবস্থা করতে হবে ।

IFA পয়লা সেপ্টেম্বর ডার্বি করার পরিকল্পনা করেছে । এই অবস্থায় তা করা সম্ভব কি না, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন । একইভাবে কলকাতা লিগ পুজোর আগে শেষ করা যাবে কি না তা নিয়েও সংশয় রয়েছে । 26 সেপ্টেম্বর কলকাতা লিগ শেষ করতে চায় IFA ।

সংস্কারের ধুয়ো তুলে মোহনবাগানের নিজেদের মাঠ থেকে ম্যাচ সরানোর আর্জিতে অনেকেই অন্য অঙ্ক দেখছেন । তাদের মতে ঘেরা মাঠের আয়তন কম । ফলে ছোট দলগুলো সহজে আটকে দিচ্ছে । খেলা ছড়ানো মাঠের জন্য সম্ভব হচ্ছে না তা কর্তাদের সঙ্গে বৈঠকে বলেছেন কোচ কিবু ভিকুনা । এ ছাড়াও দলের সামগ্রিক ফিটনেস নিয়ে ক্লাব প্রশাসন খুশি নয় । সত্তর মিনিটের পরে দল দাঁড়িয়ে যাচ্ছে । যার ফায়দা তুলছে প্রতিপক্ষ । এ ব্যাপারে দলের ফিজিও মাইকেল জনসনের দিকে আঙুল উঠছে । রাগবি দলের সঙ্গে কাজ করা মানুষটি বাগান ফুটবলারদের যে সব ট্রেনিং করিয়েছেন তাতে শক্তি তো বাড়েনি বরং বেশিরভাগ ফুটবলার হ্যামস্ট্রিং ও কুচকির চোটে ভুগছেন । অবস্থা সামাল দিতে তাঁর নজরে বিষয়টি নিয়ে আসা হয়েছে । একই সঙ্গে কোচের কাছ থেকে দলের ফিজিও সম্বন্ধে মত জানতে চাওয়া হয়েছে । কিবু ভিকুনা এই ব্যাপারে ধীরে চলো নীতি নিয়েছেন । একই সঙ্গে নতুনের খোঁজ করছেন বলে শোনা যাচ্ছে । সে ক্ষেত্রে ফিজিও জনসনের মেয়াদ হতে পারে পুজো পর্যন্ত । সংস্কারকে ঢাল করে নিজেদের বেহাল মাঠ ও ফিজিও সমস্যা ঢাকার চেষ্টায় বাগান কর্তারা ।

Last Updated : Aug 17, 2019, 2:45 AM IST

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details