ETV Bharat / sports

মার্চে হারের স্মৃতি এখনও টাটকা, নক-আউটের শুরুতে স্লোভেনিয়াকে সমীহ রোনাল্ডোদের - EURO 2024

PORTUGAL vs SLOVENIA ROUND OF 16: রোনাল্ডোর গোলে ফেরার প্রতীক্ষায় পর্তুগাল ৷ সেইসঙ্গে নক-আউটের শুরুতে স্লোভেনিয়াকে সমীহ 2016-র চ্যাম্পিয়নদের ৷ গত মার্চে স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে হারতে হয়েছিল পর্তুগালকে ৷ তাই রাউন্ড অফ 16-র আগে আরও সাবধানী রোনাল্ডোরা ৷

CHRISTIANO RONALDO
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল ফুটবল- এক্স হ্যান্ডল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 7:36 PM IST

ফ্র্যাঙ্কফুর্ট, 1 জুলাই: ইউরোর মত প্রতিযোগিতার নক-আউট পর্যায়ে এসে আন্ডারডগদের সামলানো যে কতটা কঠিন, তা হাড়ে-হাড়েই জানেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ ৷ মঙ্গলবার ভারতীয় সময় মধ্যরাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টারে পর্তুগালের সামনে স্লোভেনিয়া ৷ চলতি বছর মার্চে যাদের বিরুদ্ধে প্রীতি ম্যাচে 0-2 গোলে হারতে হয়েছিল 2016 ইউরো চ্যাম্পিয়নদের ৷ তাই নক-আউট শুরুর আগে চরম সাবধানী পর্তুগিজ শিবির ৷

আশঙ্কা আরও তীব্র হয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অনামী জর্জিয়ার কাছে পা হড়কানোয় ৷ নক-আউট শুরুর আগে অভিষেককারীদের বিরুদ্ধে হার সেলেকাও শিবিরে আত্মবিশ্বাসে যে সামান্য হলেও চিড় ধরিয়েছে, তা অস্বীকার করার জায়গা নেই ৷ তাই স্লোভেনিয়ার বিরুদ্ধে নক-আউট শুরুর আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের সাবধানী কোচ বলছেন, "এখানে প্রত্যেকটা দলকেই সমীহ করার মত একাধিক কারণ রয়েছে ৷ স্লোভেনিয়াও তার ব্যতিক্রম নয় ৷ ওরা ভীষণই সঙ্ঘবদ্ধ ৷ আমি জানি ওরা কী করতে পারে ৷"

স্বাধীন রাষ্ট্র হিসেবে 32 বছরের ইতিহাসে প্রথমবার কোনও নক-আউট পর্যায়ের ম্যাচ খেলছে স্লোভেনিয়া ৷ ফলত পর্তুগালের বিরুদ্ধে প্রি-কোয়ার্টারের ম্যাচ জ্যান ওবলাক অ্যান্ড কোম্পানির কাছে ঐতিহাসিক মুহূর্ত ৷ উপরন্তু গ্রুপ পর্বে কোনও ম্যাচ জিততে না-পারলেও টুর্নামেন্টে এখনও অপরাজিত তারা ৷ পর্তুগিজ কোচ তাই বলছেন, "ওরা জাতীয় দল হয়েও একটা ক্লাবের মত খেলার চেষ্টা করে ৷ দ্রুত আক্রমণে ওঠে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ওরা ক্লিনশিট রেখেছে ৷" পাশাপাশি আপফ্রন্টে আন্দ্রাজ স্পোরার এবং বেঞ্জামিন সেসকোর মধ্যে বোঝাপড়ার কথাও আলাদাভাবে উঠে এসেছে মার্তিনেজের গলায় ৷

তবে সবকিছুর পরেও শেষ আটের লক্ষ্যে অবিচল পর্তুগিজরা ৷ যার সিংহভাগ আবর্তিত হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরে ৷ গ্রহের অন্যতম সেরা ফুটবলারের গোলে ফেরার প্রতীক্ষায় দল ৷ এছাড়াও ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ক্যানসেলো, দিয়োগো জোটাদের দিকেও তাকিয়ে থাকবে 2016 চ্যাম্পিয়নরা ৷ এই ম্যাচের বিজয়ী দল আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও বেলজিয়ামের মধ্যে জয়ী দলের বিরুদ্ধে ৷

ফ্র্যাঙ্কফুর্ট, 1 জুলাই: ইউরোর মত প্রতিযোগিতার নক-আউট পর্যায়ে এসে আন্ডারডগদের সামলানো যে কতটা কঠিন, তা হাড়ে-হাড়েই জানেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ ৷ মঙ্গলবার ভারতীয় সময় মধ্যরাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টারে পর্তুগালের সামনে স্লোভেনিয়া ৷ চলতি বছর মার্চে যাদের বিরুদ্ধে প্রীতি ম্যাচে 0-2 গোলে হারতে হয়েছিল 2016 ইউরো চ্যাম্পিয়নদের ৷ তাই নক-আউট শুরুর আগে চরম সাবধানী পর্তুগিজ শিবির ৷

আশঙ্কা আরও তীব্র হয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অনামী জর্জিয়ার কাছে পা হড়কানোয় ৷ নক-আউট শুরুর আগে অভিষেককারীদের বিরুদ্ধে হার সেলেকাও শিবিরে আত্মবিশ্বাসে যে সামান্য হলেও চিড় ধরিয়েছে, তা অস্বীকার করার জায়গা নেই ৷ তাই স্লোভেনিয়ার বিরুদ্ধে নক-আউট শুরুর আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের সাবধানী কোচ বলছেন, "এখানে প্রত্যেকটা দলকেই সমীহ করার মত একাধিক কারণ রয়েছে ৷ স্লোভেনিয়াও তার ব্যতিক্রম নয় ৷ ওরা ভীষণই সঙ্ঘবদ্ধ ৷ আমি জানি ওরা কী করতে পারে ৷"

স্বাধীন রাষ্ট্র হিসেবে 32 বছরের ইতিহাসে প্রথমবার কোনও নক-আউট পর্যায়ের ম্যাচ খেলছে স্লোভেনিয়া ৷ ফলত পর্তুগালের বিরুদ্ধে প্রি-কোয়ার্টারের ম্যাচ জ্যান ওবলাক অ্যান্ড কোম্পানির কাছে ঐতিহাসিক মুহূর্ত ৷ উপরন্তু গ্রুপ পর্বে কোনও ম্যাচ জিততে না-পারলেও টুর্নামেন্টে এখনও অপরাজিত তারা ৷ পর্তুগিজ কোচ তাই বলছেন, "ওরা জাতীয় দল হয়েও একটা ক্লাবের মত খেলার চেষ্টা করে ৷ দ্রুত আক্রমণে ওঠে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ওরা ক্লিনশিট রেখেছে ৷" পাশাপাশি আপফ্রন্টে আন্দ্রাজ স্পোরার এবং বেঞ্জামিন সেসকোর মধ্যে বোঝাপড়ার কথাও আলাদাভাবে উঠে এসেছে মার্তিনেজের গলায় ৷

তবে সবকিছুর পরেও শেষ আটের লক্ষ্যে অবিচল পর্তুগিজরা ৷ যার সিংহভাগ আবর্তিত হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরে ৷ গ্রহের অন্যতম সেরা ফুটবলারের গোলে ফেরার প্রতীক্ষায় দল ৷ এছাড়াও ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ক্যানসেলো, দিয়োগো জোটাদের দিকেও তাকিয়ে থাকবে 2016 চ্যাম্পিয়নরা ৷ এই ম্যাচের বিজয়ী দল আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও বেলজিয়ামের মধ্যে জয়ী দলের বিরুদ্ধে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.