ETV Bharat / sports

ফাইনালে সেরা হয়েও নেই বিরাট, বিশ্বকাপের সেরা একাদশে রোহিত-সহ টিম ইন্ডিয়ার 6 - T20WC Team of Tournament - T20WC TEAM OF TOURNAMENT

ICC Announces T20WC Team of Tournament: অধিনায়ক রোহিত শর্মা-সহ আইসিসি'র টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা হল 6 ভারতীয়র ৷ তবে ফাইনালে সেরা হয়েও একাদশে ব্রাত্য রইলেন বিরাট কোহলি ৷ একাদশে জায়গা পেলেন তিন আফগান ক্রিকেটারের ৷ তবে জায়গা হল না কোনও প্রোটিয়া ক্রিকেটারের ৷

ICC Announces T20WC Team of Tournament
বিশ্বজয়ের সেলিব্রেশনে বিরাট বুমরা রোহিত (আইসিসি -এক্স হ্যান্ডল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 7:54 PM IST

দুবাই, 1 জুলাই: বিশ্বজয়ের ঘোর থেকে এখনও বেরোতে পারেনি ভারতীয় ক্রিকেট ৷ রবিবার ভারতীয় ক্রিকেট দলের জন্য 125 কোটি টাকা আর্থিক পুরস্কার মূল্য ঘোষণা করেছে বিসিসিআই ৷ 13 বছর পর বিশ্বকাপ জয়ের রেশ যে আরও কয়েকদিন চলবে, সন্দেহ নেই ৷ এরই মধ্যে সদ্যসমাপ্ত টি-20 বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ সেই একাদশে 6 ভারতীয় জায়গা পেলেও জায়গা হল না ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ বিরাট কোহলির ৷

কোহলির না-থাকার দুঃখ ভুলিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং ৷ মেগা ফাইনালে 59 বলে 76 রানের ইনিংস খেললেও ওপেনারের ভূমিকায় টুর্নামেন্টজুড়ে কার্যত নিশ্চুপ ছিল বিরাটের ব্যাট ৷ আর সে কারণেই ফাইনালে রান পেলেও আইসিসি'র একাদশে জায়গা হল না 'দ্য রানমেশিন'-এর ৷ তবে 156.7 স্ট্রাইক রেটে টুর্নামেন্টে 257 রান করা রোহিত শর্মা ওপেনার হিসেবে জায়গা করে নিয়েছেন একাদশে ৷

15 উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা জসপ্রীত বুমরা স্বাভাবিকভাবেই জায়গা করে নিয়েছেন সেরা একাদশে ৷ যদিও উইকেটের চেয়েও বিপক্ষের রান নিয়ন্ত্রণে আরও অর্থবহ ভূমিকা নিয়েছেন গুজরাত পেসার ৷ এছাড়া একাদশে জায়গা পাওয়া আর্শদীপ 17 উইকেট নিয়ে প্রতিযোগিতার সর্বাধিক উইকেটশিকারী ৷ পাশাপাশি সূর্য, হার্দিক এবং অক্ষর মেগা টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করে জায়গা করে নিয়েছেন আইসিসি'র সেরা একাদশে ৷

6 ভারতীয়ের পাশাপাশি উল্লেখযোগ্যভাবে সেরা একাদশে স্থান পেয়েছেন 3 আফগান ক্রিকেটার, এক অজি এবং এক ক্যারিবিয়ান ক্রিকেটার ৷ আইসিসি ঘোষিত টুর্নামেন্টের সেরা একাদশ অনেকটা এরকম:

রোহিত শর্মা (ভারত), রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), সূর্যকুমার যাদব (ভারত), মার্কাস স্টোইনিস (অস্ট্রেলিয়া), হার্দিক পান্ডিয়া (ভারত), অক্ষর প্যাটেল (ভারত), রশিদ খান (আফগানিস্তান), জসপ্রীত বুমরা (ভারত), আর্শদীপ সিং (ভারত) ও ফজলহক ফারুকি (আফগানিস্তান) ৷ দ্বাদশ ব্যক্তি: অ্যানরিচ নর্তজে (দক্ষিণ আফ্রিকা) ৷

দুবাই, 1 জুলাই: বিশ্বজয়ের ঘোর থেকে এখনও বেরোতে পারেনি ভারতীয় ক্রিকেট ৷ রবিবার ভারতীয় ক্রিকেট দলের জন্য 125 কোটি টাকা আর্থিক পুরস্কার মূল্য ঘোষণা করেছে বিসিসিআই ৷ 13 বছর পর বিশ্বকাপ জয়ের রেশ যে আরও কয়েকদিন চলবে, সন্দেহ নেই ৷ এরই মধ্যে সদ্যসমাপ্ত টি-20 বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ সেই একাদশে 6 ভারতীয় জায়গা পেলেও জায়গা হল না ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ বিরাট কোহলির ৷

কোহলির না-থাকার দুঃখ ভুলিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং ৷ মেগা ফাইনালে 59 বলে 76 রানের ইনিংস খেললেও ওপেনারের ভূমিকায় টুর্নামেন্টজুড়ে কার্যত নিশ্চুপ ছিল বিরাটের ব্যাট ৷ আর সে কারণেই ফাইনালে রান পেলেও আইসিসি'র একাদশে জায়গা হল না 'দ্য রানমেশিন'-এর ৷ তবে 156.7 স্ট্রাইক রেটে টুর্নামেন্টে 257 রান করা রোহিত শর্মা ওপেনার হিসেবে জায়গা করে নিয়েছেন একাদশে ৷

15 উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা জসপ্রীত বুমরা স্বাভাবিকভাবেই জায়গা করে নিয়েছেন সেরা একাদশে ৷ যদিও উইকেটের চেয়েও বিপক্ষের রান নিয়ন্ত্রণে আরও অর্থবহ ভূমিকা নিয়েছেন গুজরাত পেসার ৷ এছাড়া একাদশে জায়গা পাওয়া আর্শদীপ 17 উইকেট নিয়ে প্রতিযোগিতার সর্বাধিক উইকেটশিকারী ৷ পাশাপাশি সূর্য, হার্দিক এবং অক্ষর মেগা টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করে জায়গা করে নিয়েছেন আইসিসি'র সেরা একাদশে ৷

6 ভারতীয়ের পাশাপাশি উল্লেখযোগ্যভাবে সেরা একাদশে স্থান পেয়েছেন 3 আফগান ক্রিকেটার, এক অজি এবং এক ক্যারিবিয়ান ক্রিকেটার ৷ আইসিসি ঘোষিত টুর্নামেন্টের সেরা একাদশ অনেকটা এরকম:

রোহিত শর্মা (ভারত), রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), সূর্যকুমার যাদব (ভারত), মার্কাস স্টোইনিস (অস্ট্রেলিয়া), হার্দিক পান্ডিয়া (ভারত), অক্ষর প্যাটেল (ভারত), রশিদ খান (আফগানিস্তান), জসপ্রীত বুমরা (ভারত), আর্শদীপ সিং (ভারত) ও ফজলহক ফারুকি (আফগানিস্তান) ৷ দ্বাদশ ব্যক্তি: অ্যানরিচ নর্তজে (দক্ষিণ আফ্রিকা) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.