ETV Bharat / sports

আমরা বিশ্বকাপে দু'টো দল নামানোর ক্ষমতা রাখি: যোগিন্দর শর্মা - Joginder Sharma

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 1:29 PM IST

Updated : Jul 1, 2024, 3:09 PM IST

Joginder Sharma: ভারতীয় ক্রিকেটে ইতিহাসে যোগিন্দর শর্মার নাম আজও জ্বলজ্বল করছে। 2007 টি-20 বিশ্বকাপ ফাইনালে পাকিস্তান বধের নায়ক তিনি। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যোগিন্দর শর্মা এখন হরিয়ানা পুলিশে কর্মরত ৷

Joginder Sharma
যোগিন্দর শর্মার নাম আজও জ্বলজ্বলে (ইটিভি ভারত)

কলকাতা, 1 জুলাই: 17 বছরের অপেক্ষার অবসানে খুশি যোগিন্দর শর্মা। 2007 টি-20 বিশ্বকাপ ফাইনালে পাকিস্তান বধে'র নায়ক বর্তমানে হরিয়ানা পুলিশে উচ্চপদে কর্মরত। কর্মজীবনের ব্যস্ততা সরিয়ে টি-20 বিশ্বকাপের ফাইনাল দেখেছেন। ইটিভি ভারতের সঙ্গে ফোনালাপে তিনি বলেন, "আমরা এই দিনটার অপেক্ষা করছিলাম। 17 বছরের অপেক্ষা শেষ হল। আমরা 50 ওভারের এবং টি-20 বিশ্বকাপে খুব ভালো পারফর্ম করেছি। ওডিআই বিশ্বকাপে আমরা ফাইনাল ছাড়া কোনও ম্যাচ হারিনি। আমরা বিশ্বকাপে দু'টো দল নামানোর ক্ষমতা রাখি ৷"

2007 বিশ্বজয়ী দলের সদস্য যোগিন্দর শর্মা (ইটিভি ভারত)

তাঁর আরও সংযোজন, "টি-20 বিশ্বকাপে আমরা অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছি। আমিও অন্য সকলের মতো খুশি। অভিনন্দন জানাচ্ছি চ্যাম্পিয়ন দলকে। রোহিত শর্মা অধিনায়ক হিসেবে পুরো টুর্নামেন্টে দারুণ ব্যাট করেছে। বিরাট কোহলি চ্যাম্পিয়ন ক্রিকেটার। ফাইনালে অসাধারণ ব্যাট করেছে। আর্শদীপ পুরো প্রতিযোগিতা জুড়েই দারুণ বল করেছে। জসপ্রীত বুমরা তো অসাধারণই। আমাদের ব্যাটার, পেসার, স্পিনাররা পুরো প্রতিযোগিতাজুড়েই দারুণ পারফরম্যান্স করেছে। সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছি আমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারও নেই।"

শেষ ওভারে হার্দিক পান্ডিয়া ঠান্ডা মাথায় নির্দিষ্ট লাইনে বল করে দলকে জয় এনে দিয়েছেন। 2007 সালে যোগিন্দর শর্মাও শেষ ওভারে বল করে দেশকে চ্যাম্পিয়ন করেছিলেন। সেদিনের শেষ ওভার এবং শনিবার বার্বাডোজে হার্দিকের শেষ ওভার বল করার সময় মানসিক জোরের প্রসঙ্গ বারবার আসছে। তা নিয়ে কথা বলতে গিয়ে জানান...

2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ ভারতের জয়ের অন্যতম নায়ক যোগিন্দর শর্মা বলেন, 150 কোটি দেশবাসীর মধ্যে থেকে 15 জনকে জাতীয় দলের জন্য বাছা হয়। কঠোর পরিশ্রম এবং নিরন্তর ম্যাচ প্র্যাকটিসে ক্রিকেটারদের মানসিকতা তৈরি হয়ে যায়। প্রতিপক্ষ ব্যাটার, পিচের চরিত্র বুঝে যাওয়ার ফলে কী করতে হবে সেই সম্পর্কে বোলারদের ধারণা থাকে ৷ একটা সময় 30 বলে 30 রান করার পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই জায়গায় রান আটকানো এবং বল হাতে উইকেট তুলে নেওয়ার চ্যালেঞ্জ ছিল। ক্লাসেনকে আউট করার মধ্যে প্রমাণিত আমরা কতটা আত্মবিশ্বাসী ছিলাম।

বার্বাডোজে ফাইনালের টার্নিং পয়েন্ট নিয়ে বলতে গিয়ে যোগিন্দর শর্মা বলেন...

বিরাট কোহলির ইনিংস। যশপ্রীত বুমরার চার ওভার। যখনই ওকে বল দেওয়া হয়েছে তখনই তিন থেকে চার রান দিয়েছে এবং উইকেট নিয়েছে। সূর্যকুমারের ক্যাচ অবশ্যই একটা টার্নিং পয়েন্ট।

2007 সালের প্রথম টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে ক্রিকেটে বিরাট বদল হয়েছে বলে মনে করেন যোগিন্দর ৷ টেস্ট, ওয়ান-ডে, টি-20 ক্রিকেটে বদল হয়েছে। আইপিএল শুরু হওয়ায় ক্রিকেটাররা অনেক বেশি মেলে ধরার সুযোগ পাচ্ছেন বলে স্বীকার করেছেন তিনি। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য...

"ভারতীয় ক্রিকেট এখন এতটাই উন্নত যে বিশ্বকাপে দু'টো দল নামানোর ক্ষমতা আমাদের রয়েছে," বলছেন প্রাক্তন পেসার। শনিবার হার্দিক ক্লাসেনের উইকেট নিয়েছিল। বোলার ব্যাট করতে আসায় হার্দিক সুবিধা পেয়েছিল, বলছিলেন যোগন্দর।

বিশ্বকাপ জয়ের আনন্দের আবহে বিরাট কোহলি, রোহিত শর্মা অবসর নিয়েছেন কুড়ি বিশের ক্রিকেট থেকে। একই সিদ্ধান্ত নিয়েছেন রবীন্দ্র জাদেজাও। তিন ক্রিকেটারের অভাব পূরণ হওয়া কি সম্ভব? তিনি বলেন...

"আমি কোনও তুলনা করতে চাই না। ওরা কিংবদন্তি। তবে কারও অনুপস্থিতিতে কিছু থেমে থাকে না। অনেকটা ক্ষতস্থান পূরণ হওয়ার মতো। এক্ষেত্রেও ব্যতিক্রম হবে না।"

কলকাতা, 1 জুলাই: 17 বছরের অপেক্ষার অবসানে খুশি যোগিন্দর শর্মা। 2007 টি-20 বিশ্বকাপ ফাইনালে পাকিস্তান বধে'র নায়ক বর্তমানে হরিয়ানা পুলিশে উচ্চপদে কর্মরত। কর্মজীবনের ব্যস্ততা সরিয়ে টি-20 বিশ্বকাপের ফাইনাল দেখেছেন। ইটিভি ভারতের সঙ্গে ফোনালাপে তিনি বলেন, "আমরা এই দিনটার অপেক্ষা করছিলাম। 17 বছরের অপেক্ষা শেষ হল। আমরা 50 ওভারের এবং টি-20 বিশ্বকাপে খুব ভালো পারফর্ম করেছি। ওডিআই বিশ্বকাপে আমরা ফাইনাল ছাড়া কোনও ম্যাচ হারিনি। আমরা বিশ্বকাপে দু'টো দল নামানোর ক্ষমতা রাখি ৷"

2007 বিশ্বজয়ী দলের সদস্য যোগিন্দর শর্মা (ইটিভি ভারত)

তাঁর আরও সংযোজন, "টি-20 বিশ্বকাপে আমরা অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছি। আমিও অন্য সকলের মতো খুশি। অভিনন্দন জানাচ্ছি চ্যাম্পিয়ন দলকে। রোহিত শর্মা অধিনায়ক হিসেবে পুরো টুর্নামেন্টে দারুণ ব্যাট করেছে। বিরাট কোহলি চ্যাম্পিয়ন ক্রিকেটার। ফাইনালে অসাধারণ ব্যাট করেছে। আর্শদীপ পুরো প্রতিযোগিতা জুড়েই দারুণ বল করেছে। জসপ্রীত বুমরা তো অসাধারণই। আমাদের ব্যাটার, পেসার, স্পিনাররা পুরো প্রতিযোগিতাজুড়েই দারুণ পারফরম্যান্স করেছে। সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছি আমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারও নেই।"

শেষ ওভারে হার্দিক পান্ডিয়া ঠান্ডা মাথায় নির্দিষ্ট লাইনে বল করে দলকে জয় এনে দিয়েছেন। 2007 সালে যোগিন্দর শর্মাও শেষ ওভারে বল করে দেশকে চ্যাম্পিয়ন করেছিলেন। সেদিনের শেষ ওভার এবং শনিবার বার্বাডোজে হার্দিকের শেষ ওভার বল করার সময় মানসিক জোরের প্রসঙ্গ বারবার আসছে। তা নিয়ে কথা বলতে গিয়ে জানান...

2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ ভারতের জয়ের অন্যতম নায়ক যোগিন্দর শর্মা বলেন, 150 কোটি দেশবাসীর মধ্যে থেকে 15 জনকে জাতীয় দলের জন্য বাছা হয়। কঠোর পরিশ্রম এবং নিরন্তর ম্যাচ প্র্যাকটিসে ক্রিকেটারদের মানসিকতা তৈরি হয়ে যায়। প্রতিপক্ষ ব্যাটার, পিচের চরিত্র বুঝে যাওয়ার ফলে কী করতে হবে সেই সম্পর্কে বোলারদের ধারণা থাকে ৷ একটা সময় 30 বলে 30 রান করার পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই জায়গায় রান আটকানো এবং বল হাতে উইকেট তুলে নেওয়ার চ্যালেঞ্জ ছিল। ক্লাসেনকে আউট করার মধ্যে প্রমাণিত আমরা কতটা আত্মবিশ্বাসী ছিলাম।

বার্বাডোজে ফাইনালের টার্নিং পয়েন্ট নিয়ে বলতে গিয়ে যোগিন্দর শর্মা বলেন...

বিরাট কোহলির ইনিংস। যশপ্রীত বুমরার চার ওভার। যখনই ওকে বল দেওয়া হয়েছে তখনই তিন থেকে চার রান দিয়েছে এবং উইকেট নিয়েছে। সূর্যকুমারের ক্যাচ অবশ্যই একটা টার্নিং পয়েন্ট।

2007 সালের প্রথম টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে ক্রিকেটে বিরাট বদল হয়েছে বলে মনে করেন যোগিন্দর ৷ টেস্ট, ওয়ান-ডে, টি-20 ক্রিকেটে বদল হয়েছে। আইপিএল শুরু হওয়ায় ক্রিকেটাররা অনেক বেশি মেলে ধরার সুযোগ পাচ্ছেন বলে স্বীকার করেছেন তিনি। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য...

"ভারতীয় ক্রিকেট এখন এতটাই উন্নত যে বিশ্বকাপে দু'টো দল নামানোর ক্ষমতা আমাদের রয়েছে," বলছেন প্রাক্তন পেসার। শনিবার হার্দিক ক্লাসেনের উইকেট নিয়েছিল। বোলার ব্যাট করতে আসায় হার্দিক সুবিধা পেয়েছিল, বলছিলেন যোগন্দর।

বিশ্বকাপ জয়ের আনন্দের আবহে বিরাট কোহলি, রোহিত শর্মা অবসর নিয়েছেন কুড়ি বিশের ক্রিকেট থেকে। একই সিদ্ধান্ত নিয়েছেন রবীন্দ্র জাদেজাও। তিন ক্রিকেটারের অভাব পূরণ হওয়া কি সম্ভব? তিনি বলেন...

"আমি কোনও তুলনা করতে চাই না। ওরা কিংবদন্তি। তবে কারও অনুপস্থিতিতে কিছু থেমে থাকে না। অনেকটা ক্ষতস্থান পূরণ হওয়ার মতো। এক্ষেত্রেও ব্যতিক্রম হবে না।"

Last Updated : Jul 1, 2024, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.