পশ্চিমবঙ্গ

west bengal

পরীক্ষায় কম নম্বর, হস্টেল থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ

By

Published : Nov 10, 2019, 5:45 AM IST

হস্টেলের ঘর থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ ৷ পরীক্ষায় কম নম্বর পাওয়ার জন্যই তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান ।

ছবিটি প্রতীকী

চেন্নাই, 10 নভেম্বর : মাদ্রাসের একটি টেকনোলজি ইন্সটিউটের হস্টেলের ঘর থেকে উদ্ধার এক ছাত্রীর ঝুলন্ত দেহ ৷ তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের ৷ যদিও ঘটনাস্থান থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি । মৃত ছাত্রীর নাম ফতিমা লাতিফ (19) ৷ বাড়ি কেরালায় ৷ পরীক্ষায় কম নম্বর পাওয়ার জন্য তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান ৷

কলা বিভাগের স্নাতকোত্তরের ফার্স্ট ইয়ারের ছাত্রী ছিলেন ফতিমা ৷ তিনি ইন্সটিউটের হস্টেলে থাকতেন ৷ গতকাল সকাল 11টা 30মিনিট পর্যন্ত তাঁর ঘর বন্ধ থাকায় বন্ধুদের সন্দেহ হয় ৷ ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি ৷ এরপরে দরজা ভেঙে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ।

ফতিমার মা সাজিথা জানিয়েছেন, শুক্রবার থেকে মেয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন । কিন্তু, তা সম্ভব হয়নি । তদন্ত শুরু করেছে কোট্টুরপুরাম থানার পুলিশ৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহ রয়াপেট্টাহ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় ওই ইন্সটিউটের কোনও আধিকারিকের বক্তব্য পাওয়া যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details