ETV Bharat / bharat

জুলাইয়ে দেশে অতিবৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের - IMD on July Rainfall

author img

By PTI

Published : Jul 1, 2024, 8:28 PM IST

IMD's Report on July Rainfall: জুলাই মাসে স্বাভাবিকের থেকে অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের অধিকাংশ রাজ্যে ৷ এমনটাই পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসম ভবন ৷ গত তিনদিনের দিল্লিতে অতিভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ ফলে জুলাই মাসের এই পূর্বাভাস চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের ৷

ETV BHARAT
জুলাইয়ে ভারতে অতিবৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের ৷ (ফাইল চিত্র)

নয়াদিল্লি, 1 জুলাই: জুন মাসের শেষের দিকে উত্তর ভারত-সহ দেশের বেশ কিছু জেলায় অতিরিক্ত বৃষ্টিতে ত্রস্ত জনজীবন ৷ এই পরিস্থিতিতে জুলাই মাসে বর্ষার একটি পূর্বাভাস জারি করেছে ভারতীয় মৌসম ভবন ৷ যেখানে বলা হয়েছে, স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি বৃষ্টিপাত হতে পারে দেশজুড়ে ৷ অর্থাৎ, কোথাও স্বাভাবিক, তো কোথাও আবার অতিবৃষ্টি ভোগান্তির কারণ হতে পারে ৷

সোমবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে মৌসম ভবনের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, "জুলাই মাসে সারা দেশে গড় বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ যার পরিমাণ প্রায় 106 শতাংশের বেশি হবে ৷ যা গড়ে 28.04 সেন্টিমিটার হতে পারে ৷ উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ এবং উত্তর-পশ্চিম, পূর্ব ও দক্ষিণ-পূর্ব উপদ্বীপের কিছু অংশ ছাড়া, দেশের বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিক ও তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।"

এই অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে, ভারতের উত্তর-পশ্চিম ভাগে এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক ও তার নিচে থাকবে ৷ তবে, পশ্চিমের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা একটু বেশি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি ৷ মধ্য ভারত, পূর্ব ও উত্তর-পূর্ব ও তার সমুদ্র উপকূলবর্তী এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে ৷ তবে, ন্যূনতম তাপমাত্রা ভারতের অধিকাংশ রাজ্যে স্বাভাবিকের থেকে কম থাকবে ৷ তবে, উত্তর, উত্তর-পূর্ব-সহ ভারতের কিছু অঞ্চলে তাপমাত্রা রাতের দিকে কিছুটা কমবে ৷

মৌসম ভবনের পূর্বাভাসে বলা হয়েছে, জুন মাসে ভারতের বিভিন্ন প্রান্তে বর্ষার যে ঘাটতি দেখা গিয়েছিল, তা জুলাইয়ের বৃষ্টিতে পুষিয়ে যাবে ৷ তবে, মেঘলা আবহাওয়ার কারণে, অস্বস্তিকর গরম থাকবে ৷ যার ফলে বৃষ্টি না হলে রাতের তাপমাত্রা বাড়তে পারে ৷ তবে, সেটা নির্ভর করছে সংশ্লিষ্ট অঞ্চলের উপর ৷ 1901 সালের পর উত্তর-পশ্চিম ভারত প্রথমবার জুন মাসে অত্যধিক গরমের সাক্ষী থেকেছে ৷ যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 31.73 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন গড় তাপমাত্রা ছিল 25.44 ডিগ্রি সেলসিয়াস ৷

নয়াদিল্লি, 1 জুলাই: জুন মাসের শেষের দিকে উত্তর ভারত-সহ দেশের বেশ কিছু জেলায় অতিরিক্ত বৃষ্টিতে ত্রস্ত জনজীবন ৷ এই পরিস্থিতিতে জুলাই মাসে বর্ষার একটি পূর্বাভাস জারি করেছে ভারতীয় মৌসম ভবন ৷ যেখানে বলা হয়েছে, স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি বৃষ্টিপাত হতে পারে দেশজুড়ে ৷ অর্থাৎ, কোথাও স্বাভাবিক, তো কোথাও আবার অতিবৃষ্টি ভোগান্তির কারণ হতে পারে ৷

সোমবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে মৌসম ভবনের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, "জুলাই মাসে সারা দেশে গড় বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ যার পরিমাণ প্রায় 106 শতাংশের বেশি হবে ৷ যা গড়ে 28.04 সেন্টিমিটার হতে পারে ৷ উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ এবং উত্তর-পশ্চিম, পূর্ব ও দক্ষিণ-পূর্ব উপদ্বীপের কিছু অংশ ছাড়া, দেশের বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিক ও তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।"

এই অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে, ভারতের উত্তর-পশ্চিম ভাগে এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক ও তার নিচে থাকবে ৷ তবে, পশ্চিমের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা একটু বেশি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি ৷ মধ্য ভারত, পূর্ব ও উত্তর-পূর্ব ও তার সমুদ্র উপকূলবর্তী এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে ৷ তবে, ন্যূনতম তাপমাত্রা ভারতের অধিকাংশ রাজ্যে স্বাভাবিকের থেকে কম থাকবে ৷ তবে, উত্তর, উত্তর-পূর্ব-সহ ভারতের কিছু অঞ্চলে তাপমাত্রা রাতের দিকে কিছুটা কমবে ৷

মৌসম ভবনের পূর্বাভাসে বলা হয়েছে, জুন মাসে ভারতের বিভিন্ন প্রান্তে বর্ষার যে ঘাটতি দেখা গিয়েছিল, তা জুলাইয়ের বৃষ্টিতে পুষিয়ে যাবে ৷ তবে, মেঘলা আবহাওয়ার কারণে, অস্বস্তিকর গরম থাকবে ৷ যার ফলে বৃষ্টি না হলে রাতের তাপমাত্রা বাড়তে পারে ৷ তবে, সেটা নির্ভর করছে সংশ্লিষ্ট অঞ্চলের উপর ৷ 1901 সালের পর উত্তর-পশ্চিম ভারত প্রথমবার জুন মাসে অত্যধিক গরমের সাক্ষী থেকেছে ৷ যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 31.73 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন গড় তাপমাত্রা ছিল 25.44 ডিগ্রি সেলসিয়াস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.